টানা চতুর্থবার পুরস্কার পেল নাভানা ফার্নিচার
Published: 3rd, February 2025 GMT
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫-এ ‘সেরা প্যাভিলিয়নে’র পুরস্কার অর্জন করেছে নাভানা ফার্নিচার লিমিটেড। এর আগে গত দুই বছর ‘সেরা ফার্নিচার নির্মাতা’ এবং তার আগের বছর ‘সেরা প্যাভিলিয়নে’র পুরস্কার অর্জন করে প্রতিষ্ঠানটি।
শুক্রবার পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের মাল্টিপারপাস হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো.
বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর মূল্যায়নের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়। নাভানা ফার্নিচারের এবারের প্যাভিলিয়ন ছিল আধুনিক স্থাপত্যশৈলী ও ইনোভেটিভ ডিসপ্লের সংমিশ্রণে নির্মিত। এখানে দর্শনার্থীরা পেয়েছেন নতুন ডিজাইনের ফার্নিচার, আধুনিক আরামদায়ক সেটআপ এবং অত্যাধুনিক লাইটিং ও ডিসপ্লে সিস্টেমের অভিজ্ঞতা।
নাভানা ফার্নিচারের প্রধান পরিচালন কর্মকর্তা ইয়ামিন রিখু বলেন, ‘এই পুরস্কার আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা। গ্রাহকদের সর্বোচ্চ মানসম্পন্ন ও নতুন ডিজাইনের পণ্য দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ধারাবাহিকভাবে চারবারের মতো পুরস্কার অর্জন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল।’
পুরস্কার অর্জনের আনন্দ ভাগাভাগি করতে এবং ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে নাভানা ফার্নিচার তাদের চলমান নতুন বছরের ক্যাম্পেইনের মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর ঘোষণা দিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আর্জেন্টিনা থেকে এল ৫০ হাজার ২০০ টন গম
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০ হাজার ২০০ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
খাদ্য মন্ত্রণালয় আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩০ হাজার ১২০ টন চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার ৮০ টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।
এর মধ্যেই চট্টগ্রাম বন্দরে গম খালাসের কার্যক্রম শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।