তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে হাতাহাতি, কারণ দর্শানোর নোটিশ
Published: 3rd, February 2025 GMT
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে। এ ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত একটি নোটিশে তিতুমীর কলেজ ছাত্রদলের পাঁচ নেতাকে কারণ দর্শাতে বলা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১টার দিকে তিতুমীর কলেজ মাঠে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়।
সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণার পরে সভাপতি এবং সাধারণ সম্পাদক ক্যাম্পাসে প্রবেশ করেন। তখন পদবঞ্চিতরা তাদের সঙ্গে তর্কে জড়ান। এ সময় তাদের মধ্যে হাতাহাতি হয়।
পরে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিরাজ আল ওয়াসি, আকরাম চৌধুরী, টিপু সুলতান, জলিল আদিক এবং সদস্য আব্দুল হামিদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়, সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আপনাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
আরো বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এ নির্দেশনা দিয়েছেন।
সোমবার দুপুরে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের ৩৯৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। এর আগে গত ২৪ ডিসেম্বর ৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।
ঢাকা/রায়হান/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ত ত ম র কল জ শ খ ছ ত রদল র
এছাড়াও পড়ুন:
শরীয়তপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
শরীয়তপুরে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রোহান শেখ (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
রবিবার ( ৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রোহান শেখ পৌরসভার উত্তর বালুচড়া ৫ নম্বর ওয়ার্ড এলাকার জাহিদ শেখের ছেলে।
স্থানীয় ও সিসিটিভি ফুটেছে সূত্রে জানা যায়, গতকাল বিকেলে মোটরসাইকেল মেরামতের জন্য বের হন রোহান। ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে রোহান শেখ আহত হন।
স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
শরীয়তপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘‘সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। আহত যুবক ঢাকায় চিকিৎসাধীন জানি। তবে, মৃত্যুর খবর পাইনি। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/আকাশ/রাজীব