অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাক্সফোর্স গঠন
Published: 3rd, February 2025 GMT
অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাক্সফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ কমিটিতে সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন) কাজী গোলাম তৌসিফকে আহ্বায়ক এবং যুগ্মসচিব (বহিরাগমন-২ অধিশাখা) নাসরিন জাহানকে সদস্য সচিব করা হয়েছে৷
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে৷ এতে সই করেছেন উপসচিব মো.
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণ সম্পর্কিত টাক্সফোর্স নিম্নরূপভাবে গঠন করা হলো৷ কমিটিতে সদস্য হিসেবে রয়েছে - মহাপরিচালক, প্রধান উপদেষ্টার কার্যালয়; মহাপরিচালক (কনস্যুলার), পররাষ্ট্র মন্ত্রণালয়; যুগ্মসচিব (রাজনৈতিক-১ অধিশাখা), জননিরাপত্তা বিভাগ; উপ-পুলিশ মহাপরিদর্শক (ইমিগ্রেশন), স্পেশাল ব্রাঞ্চ (এসবি); অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর; পরিচালক (অপারেশন উইং), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি); পরিচালক, এনজিও বিষয়ক ব্যুরো, প্রধান উপদেষ্টার কার্যালয়; পরিচালক (বহিঃসম্পর্ক সংযোগ উইং), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর; পরিচালক (এক্সটার্নাল অ্যাফেয়ার্স এন্ড লিয়াঁজো ব্যুরো), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর৷
কমিটির কর্মপরিধিতে বলা হয়েছে, বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে গৃহীত সার্বিক কার্যক্রমের সমন্বয় সাধন ও পরামর্শ প্রদান৷ কমিটি এ সংক্রান্ত বিষয়াদির উপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান ও প্রয়োজনবোধে সুপারিশ প্রণয়ন করতে পারবে৷
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের যানজট কেটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে মহাসড়কের ঢাকাগামী লেনে উল্টে যাওয়া রডবাহী ট্রাক সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, ভোর ৪টার দিকে একটি রডবাহী ট্রাক উল্টে মহাসড়কের জামালদী থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী চালক ও যাত্রীরা।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, ‘‘একটি রডবাহী ট্রাক উল্টে রডগুলো সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। এর ফলে, কিছু সময় ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ ছিল। বেলা ১১টার দিকে উল্টে পড়া ট্রাক ও সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা রড সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।’’
ঢাকা/রতন/রাজীব