খুলনার স্পিন বিষে রংপুরের পুঁজি ৮৫
Published: 3rd, February 2025 GMT
১,০,৪,১,৮। রংপুর রাইডার্সের প্রথম পাঁচ ব্যাটসম্যানের রান। বাঁচা-মরার লড়াইয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে রীতিমত বিধস্ত রংপুর রাইডার্স। দুই অঙ্কের ঘর পেরিয়েছেন কেবল কাজী নুরুল হাসান সোহান ও আকিফ জাভেদ। সোহান ২৩ রানে আউট হওয়ার পর আকিফের ৩২ রানে রংপুরের পুঁজি কেবল ৮৫। যা এই আসরে তাদের সর্বনিম্ন দলীয় রান।
এলিমিনেটর ম্যাচে হারলেই বিদায়। এমন সমীকরণ মাথায় নিয়ে খুলনা ও রংপুর মাঠে নামে মিরপুর শের-ই-বাংলায়। দুই দলই একাধিক তারকা নিয়ে মাঠে নেমেছে। রংপুর আন্দ্রে রাসেল, টিম ডেভিড, জেমস ভিন্সকে উড়িয়ে এনেছে। খুলনা নিয়েছে জেসন হোল্ডার ও শিমরন হেটমায়ারকে। ব্যাটিংয়ে রংপুরের হয়ে নিয়মিত রান করছিলেন ইফতেখার আহমেদ। তাকে না খেলানোর কঠিন সিদ্ধান্ত নিয়ে রংপুর যে ভুল করেছে তা বুঝতে বাকি রইল না স্কোরবোর্ডের দিকে তাকালে।
ভিঞ্চ, ডেভিড ও রাসেল প্রত্যেকেই ফ্লপ। ভিঞ্চ ৭ বলে ১ রানে আউট হওয়ার আসে সৌম্যকে ভুল ডাকে রান আউট করান। অস্ট্রেলিয়ার টিম ডেভিড নাসুমের বলে ক্যাচ দেন সীমানায়। ৯ বলে তার রান মাত্র ৭। নিয়মিত বিপিএল খেলা রাসেল ৯ বলে ৪ রান করে নেওয়াজের বোল্ড হন।
আরো পড়ুন:
রাসেল, ডেভিড, হেটমায়ারদের নিয়ে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি খুলনা-রংপুর
পালিয়ে যাওয়ার গুঞ্জন
রাজশাহীর মালিককে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ
বিদেশীরা যেখানে আড়ালে সেখানে দায়িত্ব নিতে পারেননি স্থানীয়রাও কেউ। টপ ও মিডল অর্ডারে ব্যাটিং অর্ডার পরিবর্তন করেছে রংপুর। মাহেদী, সাইফ উদ্দিনকে উপরে তুলে এনেছিলেন। কিন্তু ১ ও ৮ রানের বেশি করতে পারেনি। সাইফ হাসান ১০ বলে ৪ রানে থেমে যান। সোহান চেষ্টা করেছিলেন। ২৫ বলে ২৩ রান করেছিলেন ২ বাউন্ডারিতে। কিন্তু বিপর্যয়ের দিনে তিনিও ভুল শট খেলতে গিয়ে ফেরেন সাজঘরে। শেষ পর্যন্ত আকিফ জাভেদ তাদের ত্রাতা হয়ে আসেন। ৪ চার ও ২ ছক্কায় ১৮ বলে ৩২ রান করে যখন আউট হন তখন খুশির আমেজ খুলনা ড্রেসিংরুমে। কেননা প্রথম পরীক্ষায় তারা পাশ।
খুলনার বোলিং ছিল দুর্দান্ত। উইকেট হাই স্কোরিং ছিল না। বল থেমে থেমে আসছিল। ধীর গতির। স্পিনাররা সেই সুবিধা কাজে লাগিয়েছেন। মিরাজ ও নাসুম পেয়েছেন ৩টি করে উইকেট। মিরাজ ১০ ও নাসুম দিয়েছেন ১৬ রান। এছাড়া নাওয়াজ, হাসান ও মুশফিকের পকেটে গেছে ১টি করে উইকেট। স্কোরবোর্ডে স্বল্প পুঁজি নিয়ে রংপুর ম্যাচটা জমিয়ে তুলতে পারে কিনা সেটাই দেখার।
ঢাকা/ইয়াসিন/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব প এল র ন কর
এছাড়াও পড়ুন:
সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর হামলা, সিআরইউয়ের নিন্দা
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকার নিম্ন আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সংগঠনটির সভাপতি লিটন মাহমুদ ও সাধারণ সম্পাদক মামুন খান এক যৌথ বিবৃতিতে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা বলেন, “পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার মামলায় দণ্ডিতদের খালাসের রায় নিয়ে ব্রিফিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কর্মরত সাংবাদিকেরা। এ সময় ঈশ্বরদী থেকে আগত কয়েকজন উশৃঙ্খল ব্যক্তি সাংবাদিকদের ওপর হামলা চালায়। হামলায় আহত বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের সাংবাদিক জাবেদ আখতারকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়েছে।”
নেতারা বলেন, “পরিবর্তিত পরিস্থিতিতে উচ্চ আদালতের মতো সুরক্ষিত এলাকায় এ ধরনের হামলার ঘটনা অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক সাংবাদিকদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বানের স্পিরিট ও উচ্চ আদালতের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই। একইসঙ্গে হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করছি।”
ঢাকা/মামুন/এসবি