প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন পরীমণি ও নিরব। ‘গোলাপ’ শিরোনামের সিনেমায় দেখা যাবে এই তারকা জুটিকে।
জানা গেছে, পলিটিক্যাল থ্রিলার ঘরানার গল্প নিয়ে ‘গোলাপ’ সিনেমা নির্মিত হবে। এটি পরিচালনা করবেন সামছুল হুদা। চলতি মাসে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
‘গোলাপ’ সিনেমায় নিজের চরিত্রের বিষয়ে পরীমণি বলেন, “অনেক দিন ধরে এমন গল্পের সিনেমায় কাজ করা হয়ে উঠছিল না। এতে আমার চরিত্রের নাম রূপা। গল্পে রূপা নাচবে, প্রেম করবে এমনকি ফাইটও করবে। গল্প শুনে রূপা চরিত্র আমার পছন্দ হয়েছে। গল্পজুড়ে নানা ধরনের টুইস্ট আছে। আশা করছি, নিরব ও আমাকে দর্শকরা পছন্দ করবেন।”
আরো পড়ুন:
বাধার মুখে অপু, পরীমণির প্রশ্ন— মজা না?
মেহজাবীন-পরীমণির পর বাধার মুখে অপু
মৌলিক গল্প নিয়ে ‘গোলাপ’ সিনেমার কাহিনি গড়ে উঠেছে। এ তথ্য উল্লেখ করে পরিচালক সামছুল হুদা বলেন, “সাসপেন্স থ্রিলার ঘরানার গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। কোনো সিনেমার অনুকরণে নয়; মৌলিক গল্পের সিনেমা ‘গোলাপ’।”
‘গোলাপ’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন নিরব। ফার্স্টলুক পোস্টার প্রকাশের পর এ অভিনেতা জানান, এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে…!
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সৃজিত
ভারতীয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় হাসপাতালে। গতকাল শুক্রবার রাতে শরীরে অস্বস্তি বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। সংবাদমাধ্যমটি জানিয়েছে, মাথা ঘোরার পাশাপাশি শ্বাস নিতে কষ্ট হচ্ছিল পরিচালকের। আজ শনিবার সকাল থেকে নানা রকমের পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে ঠিক কী হয়েছে, এখনো জানা যায়নি।
চিকিৎসকেরা জানিয়েছেন, এখনই কিছু বলা যাচ্ছে না। পরীক্ষা চলছে, সব পরীক্ষার ফল হাতে এলেই বলা যাবে। তবে সৃজিতকে কয়েক দিন হাসপাতালে থাকতে হবে। পরিচালকের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।
সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সৃজিতের নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’। ‘হেমলক সোসাইটি’র সিক্যুয়েল এটি। পয়লা বৈশাখেই মুক্তি পেয়েছে ছবিটি।
প্রেক্ষাগৃহে বেশ ভালো ব্যবসা করছে এটি। পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শক থেকে সমালোচকেরা। তারই মাঝে সৃজিতের হঠাৎ অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। পরিচালকের দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা।
এদিকে আবার জুন মাস থেকে সৃজিত শুরু করছেন ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং। এই ছবিতে নাম ভূমিকায় দেখা যায় দিব্যজ্যোতি দত্তকে। নটি বিনোদিনীর চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে।