এবার পার্কের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ-এর বেটি আসবেই’
Published: 3rd, February 2025 GMT
শরীয়তপুর জেলা প্রশাসন নিয়ন্ত্রিত পার্কের ডিজিটাল স্ক্রিনে এবার ভেসে উঠল ‘শেখ-এর বেটি আসবেই, জয় বাংলা; জয় শেখ হাসিনা।’ এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল রোববার দুপুরে ‘শরীয়তপুর জেলা ছাত্রলীগ’ নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমির মাঠের পূর্ব পাশে জেলা প্রশাসনের নিয়ন্ত্রিত শরীয়তপুর পার্ক। পার্কটি মূলত শিশুদের জন্য। পার্কের প্রবেশপথের ডানপাশে রয়েছে টিকিট কাউন্টার। কাউন্টারের ওপরের ডিজিটাল স্ক্রিনে ‘শেখ-এর বেটি আসবেই, জয় বাংলা, জয় শেখ হাসিনা’ লেখাটি প্রদর্শিত হয়। এরপর ভিডিওটি গতকাল দুপুর ৩টার দিকে ‘শরীয়তপুর জেলা ছাত্রলীগ’ নামের আইডিতে আপলোড করা হয়।
ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘শরীয়তপুর শিল্পকলা শিশুপার্কের সামনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ ১৯ সেকেন্ডের ভিডিওটি এখন পর্যন্ত ৮ হাজারের বেশি ভিউ হয়েছে। শেয়ার হয়েছে ৫৯ বার।
জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামীকালের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিবে। এছাড়া সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রুনা খানের বাবা মারা গেছেন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খানের বাবা মারা গেছেন। রবিবার (৯ মার্চ) রাতে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন রুনা খানের বাবা ফরহাদ হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১০ মার্চ) সকালে রুনা খান তার বাবার মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। বাবা-মা ও ভাইয়ের সঙ্গে তোলা বেশ কিছু ছবিও শেয়ার করেছেন। এসব ছবির ক্যাপশনে রুনা খান লেখেন, “আমার আব্বু চলে গেলেন! আত্মার শান্তি হোক…।”
রুনা খানের বাবার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী ও ভক্তরা। অভিনেত্রী রোজী সিদ্দকী লেখেন, “আল্লাহ বেহেশত নসীব করুন।” ফজলুর রহমান বাবু লেখেন, “বিদেহী আত্মার শান্তি কামনা করছি।” চলচ্চিত্র অভিনয়শিল্পী নাঈম লেখেন, “শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন।”
আরো পড়ুন:
মহানগর নাট্যোৎসব স্থগিতের কারণ জানালেন ফারুকী
বিয়ের ইঙ্গিত দিলেন তমালিকা!
রওনক হাসান লেখেন, “বাবার আত্মার শান্তি কামনা করছি।” মৌসুমী নাগ লেখেন, “তার আত্মার পরম শান্তি কামনা করছি।” শবনম ফারিয়া লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন! আল্লাহ আঙ্কেলের আত্মাকে শান্তি দান করুন। শক্ত হও আপু।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
রুনা খানের বাবা ফরহাদ হোসেনে সরকারি চাকরিজীবী ছিলেন। টাঙ্গাইল জেলার মির্জাপুরের মসদই গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সেখানেই তাকে সমাহিত করা হতে পারে বলে জানা গেছে।
ঢাকা/শান্ত