লালমনিরহাটে বিয়ে করে ফেরার পথে বরের মৃত্যু
Published: 3rd, February 2025 GMT
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিয়ে করে ফেরার পথে বর জাহিদুল ইসলাম (২৮) অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। রোববার রাত ১২টায় উপজেলার তুষভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় জাহিদুল ইসলাম উপজেলার চৌধুরীহাট এলাকায় কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বিয়ের পর নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে তুষভান্ডার এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিস্থিতির অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকের কারণে জাহিদুল ইসলামের মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত করা হচ্ছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: জ হ দ ল ইসল ম উপজ ল
এছাড়াও পড়ুন:
সিনেমার আলোচনার ফাঁকে প্রযোজকের আপত্তিকর প্রস্তাব...
বলিউডে ‘কাস্টিং কাউচ’ নিয়ে আগে কথা বলেছেন অনেক অভিনয়শিল্পী। কেবল কি বলিউড, ভারতের অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রিতেও প্রায়ই ‘কাস্টিং কাউচ’-এর কথা শোনা যায়। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী কীর্তি কুলহারি। বলিউড বাবলকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর সাফ জবাব, ‘কাস্টিং কাউচ নিয়ে ভয় নেই, ওটা তো আমাদের ইন্ডাস্ট্রিতে সাধারণ ঘটনা!’
কীর্তি নিজেও এ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। তখন পেশাজীবনের একেবারে শুরুর দিক। একটি দক্ষিণি ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। ছবি নিয়ে প্রযোজকের সঙ্গে কথা বলছেন।
কীর্তি কুলহারি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে