বিশ্ব সংগীতাঙ্গনের অন্যতম সম্মানসূচক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডস। ৬৭তম আসরে ৯৪টি বিভাগে গ্র্যামির মনোনয়ন ঘোষণা করা হয়েছিল। গতকাল রাতে (বাংলাদেশ সময় ৩ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম অ্যারেনায় বসেছিল এই আসরের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।

গ্র্যামি মনোনয়নে রেকর্ড গড়েন বিয়ন্সে। সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছিলেন তিনি। তাই সবার চোখ ছিল গায়িকার দিকেই। কিন্তু মূল পুরস্কার অনুষ্ঠানে বিয়ন্সেকে ছাড়িয়ে যান কেনড্রিক লামার। তাতে অবশ্য, বিয়ন্সের রেকর্ড আটকায়নি। চলুন জেনে নিই, উল্লেখযোগ্য বিভাগে কারা পেলেন এবারের পুরস্কার—

যারা পেলেন:

অ্যালবাম অব দ্য ইয়ার: কাউবয় কার্টার (বিয়ন্সে)
রেকর্ড অব দ্য ইয়ার: নট লাইক আস (কেন্ড্রিক লামার)
সং অব দ্য ইয়ার: নট লাইক আস (কেন্ড্রিক লামার)

বেস্ট পপ সলো পারফরম্যান্স: সাবরিনা কার্পেন্টার (এসপ্রেসো)
বেস্ট পপ গ্রুপ পারফরম্যান্স: লেডি গাগা ও ব্রুনো মার্স (ডাই উইথ আ স্মাইল)
বেস্ট পপ ভোকাল অ্যালবাম: শর্ট অ্যান্ড সুইট (সাবরিনা কার্পেন্টার)
বেস্ট নিউ আর্টিস্ট: চ্যাপেল রোয়ান

বেস্ট ড্যান্স: জাস্টিস অ্যান্ড টেম ইমপালা (নেভেরেন্ডার)  
বেস্ট পপ ড্যান্স রেকর্ডিং: ফোন ডাচ (চার্লি এক্সসিএক্স)
বেস্ট ড্যান্স/ইলেকট্রনিক মিউজিক অ্যালবাম: ব্রাট (চার্লি এক্সসিএক্স)বেস্ট রক পারফরম্যান্স: দ্য বিটলস (নাউ অ্যান্ড দেন)
বেস্ট মেটাল পারফরম্যান্স: গোজিরা, মারিনা ভিত্তই, ভিক্টর লে মাসনে (মিয়া কুলপা)
বেস্ট রক সং: সেন্ট ভিনসেন্ট (ব্রোকেন ম্যান)
বেস্ট রক অ্যালবাম: দ্য রোলিং স্টোনস (হ্যাকনি ডায়মন্ডস)বেস্ট র‌্যাপ পারফরম্যান্স: কেন্ড্রিক লামার (নট লাইক আস)
বেস্ট র‌্যাপ অ্যালবাম: অ্যালিগেটর বাইট নেভার হিল (দোয়েচি)
বেস্ট মেলডিক র‌্যাপ পারফরম্যান্স: র‍্যাপসোডি অ্যান্ড এরিকা বাদু (৩:এএম)বেস্ট কান্ট্রি সং: ক্যাসি মাসগ্রেভস (আর্কিটেক্ট)
বেস্ট কান্ট্রি অ্যালবাম: কাউবয় কার্টার (বিয়ন্সে)

বেস্ট মিউজিক ভিডিও: নট লাইক আস (কেন্ড্রিক লামার)
বেস্ট মিউজিক ফিল্ম: আমেরিকান সিম্ফনি

তথ্যসূত্র: সিএনএন, বিবিসি, এবিসি নিউজ

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রফরম য ন স র কর ড

এছাড়াও পড়ুন:

বছরজুড়ে দেশের মাঠে বাজে পারফরম্যান্স

, জয়ের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে সেরা দল 

২০২৩ বিশ্বকাপের পরপর দেশের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট জিতেছিল বাংলাদেশ। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি সিরিজ খেলে লাল সবুজের দল। জয় তো দূরে থাক ড্র'ও করতে পারেনি টাইগাররা।

এবার বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। সিলেট ও চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দলটি। প্রথম টেস্টের জন্য মঙ্গলবার (৮ এপ্রিল) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে শক্তিশালী দল গঠন করেছে বিসিবি। ইনজুরির কারণে দলে নেই তাসকিন আহমেদ আর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য ছুটিতে থাকায় লিটন দাসকে রাখা হয়নি।

সবমিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে শক্তিশালী দল গঠনের কারণ ব্যাখা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দেশের মাঠে গত এক বছরের বাজে পারফরম্যান্স থেকে বেরিয়ে আসতেই মূলত এমন দল গড়া।

লিপু বলেন, “গত এক বছরে আমাদের দেশের পারফরম্যান্স নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত। সেকারণে জিম্বাবুয়ের সঙ্গে আমাদের সম্ভাব্য সেরা দলটি নিয়ে আমরা খেলার চেষ্টা করছি।” 

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সব মিলিয়ে ১৮টি টেস্ট খেলেছে। তাতে শান্তরা জয় পেয়েছেন ৮টিতে আর হেরেছেন ৭টিতে। ৩টি ম্যাচ ড্র হয়েছে। সবশেষ ২০২০ সালে বাংলাদেশে এসেছিল জিম্বাবুয়ে। সেবার ধবলধোলাই হয় সফরকারীরা। এরপর ২০২১ সালে বাংলাদেশ জিম্বাবুয়েতে খেলতে যায়। সেবারও জয়ী দলের নাম বাংলাদেশ।

তিনজন ওপেনার, তিন জন স্পিনার এবং ৪ জন পেসার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। কনকাশনের বিষয়টি মাথায় রেখে এমন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।

“কনকাশন আসার পর থেকে লাইক টু লাইক রিপ্লেসমেন্টের (একই ধরণের ক্রিকেটার) যে কথাটা চলে আসছে, সে কারণে একজন বাড়তি ওপেনার, মিডল অর্ডারে একটা রাখা, স্পিনে একজন রাখা, পেস বোলিংয়ে যদি তিনজন সিমার থাকে সেখানেও একজন রাখে। সেকারণে আমাদের স্কোয়াডটা আমরা ১৫ জনের করেছি।”

লিটন দাস না থাকায় ছয় কিংবা সাতে দেখা যেতে পারে জাকের আলী অনিক কিংবা মাহিদুল ইসলাম অঙ্কনকে। দুজনেই টেস্টে নবাগত। কে খেলবেন এটা বাছাইয়ের জন্য ম্যানেজম্যান্টকে মধুর সমস্যায় পড়তে হবে বলে মনে করেন আশরাফ।

“৬ বা ৭ এ লিটন দাস না থাকাতে এখানে একটা মধুর সমস্যা আছে। এটা বেশি চ্যালেঞ্জিং হবে। পাশাপাশি আমাদের স্পিনে অনেক অপশন আছে, মেহেদী মিরাজ অলরাউন্ডার হিসেবে আছেন, তাইজুল আছেন, নাঈম আছেন, সো এই অপশনটাও রাখা হয়েছে। চারজন পেসার আছেন, সেখানেও অপশন থাকবে।”

ঢাকা/রিয়াদ/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ

  • আবাহনীর জয়ে উজ্জ্বল অলরাউন্ডার মোসাদ্দেক
  • ক্রিকেটারদের ‘সন্দেহজনক’ পারফরম্যান্স, গুরুতর অভিযোগ পারটেক্স কোচের
  • ৩১ ইনিংসে নেই সেঞ্চুরির জুটি,শুরুর হাল ধরবেন কে?
  • একের পর এক ছক্কা মারার রহস্য জানালেন পুরান
  • সামনের মৌসুমে ইপিএলের ৫ দল চ্যাম্পিয়নস লিগে
  • বছরজুড়ে দেশের মাঠে বাজে পারফরম্যান্স
  • কোন ওষুধে কাজ হচ্ছে কোহলির বেঙ্গালুরুর