ফরিদপুরের সালথায় সাংবাদিক সাইফুল ইসলামের বাসায় ঢুকে তার মায়ের গলায় রামদা ঠেকিয়ে একটি সোনার চেইন ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সাইফুল ইসলাম দৈনিক সমকালের সালথা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত এবং সালথা প্রেসক্লাবের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

সোমবার ভোরে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে সাইফুলের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম বলেন, আমাদের বাড়িতে সেমিপাকা মোট চারটি ঘর আছে। এই ঘরগুলোতে আমরা দুই ভাই বাবা-মাতে নিয়ে বসবাস করি। আমার ছোটভাই ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করায় ঘরটি ফাঁকা থাকে। মা সেই ঘরে ঘুমিয়েছিলেন।

তিনি আরও বলেন, রাত সাড়ে ৩টার দিকে মা যে ঘরে ছিলেন সেই ঘরের দরজার গ্রিলের ছিটকানি খুলে অজ্ঞাত ব্যক্তিরা ঘরের ভেতর ঢোকেন। মা শব্দ পেয়ে জেগে উঠলে দুই দুর্বৃত্তের মধ্যে একজন মায়ের হাত ধরে গলায় রামদা ঠেকিয়ে কোনোরকম সাড়াশব্দ করলে কুপিয়ে মেরে ফেলার হুমকি দেন। পরে তারা ঘরের ভিতরের আলমারি থেকে নগদ পঁচিশ হাজার টাকা ও একটি সোনার চেইন নিয়ে যায়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আর্জেন্টিনা থেকে এল ৫০ হাজার ২০০ টন গম

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০ হাজার ২০০ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয় আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩০ হাজার ১২০ টন চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার ৮০ টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

এর মধ্যেই চট্টগ্রাম বন্দরে গম খালাসের কার্যক্রম শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ