ঝালকাঠিতে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা
Published: 3rd, February 2025 GMT
ঝালকাঠির রাজাপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে আবুল বাসার (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
আবুল বাসার দক্ষিণ সাউথপুর গ্রামের মৃত তানজের আলী হাওলাদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
নিহতের মামা রেজাউল করিম জানিয়েছেন, পূর্বশত্রুতার জেরে একই এলাকার পান্নু খানের ছেলে নাজমুল হাসান খান চাকু দিয়ে আবুল বাসারকে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানিয়েছেন, আবুল বাসাকেকে কুপিয়ে হত্যার ঘটনায় কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি। তবে, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/অলোক/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভোরের আলোয় বাটলারের বিকল্প দল
ভোরের আলো তখনো ফোটেনি। বায়তুল মোকাররম মসজিদের পাশ দিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফটকটা পুরোই খোলা। সেটির পথ ধরে একটু ভেতরে এগোতেই স্টেডিয়াম চত্বর অচেনা লাগে।
দিনের তুমুল ব্যস্ত এলাকায় সুনসান নীরবতা। দোকানপাট সব বন্ধ। ছিন্নমূল মানুষেরা ঘুমিয়ে এখানে-সেখানে। বাতি জ্বলছে কোথাও কোথাও। পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তা ঝাড়ু দেওয়ার কাজে নেমে পড়েছেন। নতুন একটা দিন শুরুর আগমনী বার্তা পাওয়া যাচ্ছে।
ভোরের আলো ফোটার আগেই স্টেডিয়ামে চলে আসেন নারী ফুটবলাররা