পাবনায় পুলিশের কাছ থেকে আ.লীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় আটক ১৬
Published: 3rd, February 2025 GMT
পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এছাড়া এ ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে।
রোববার রাতে সুজানগর উপজেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনীর অভিযানে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা সমকালকে জানান, রাতে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। যাদেরকে ভিডিও ফুটেজে দেখা যাবে তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে। এছাড়াও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে।
এর আগে গতকাল বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে আব্দুল ওহাবকে গ্রেপ্তার করা হলে তার সমর্থকরা পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খান।
পরে সুজানগর থানার এসআই আজাহার আলী বাদী হয়ে একটি মামলা করেন। এছাড়াও আব্দুল ওহাব গত জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার পলাতক আসামি।
এদিকে পুলিশের ওপর হামলা এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। রোববার রাত ১০টার দিকে পৌর এলাকার প্রধান সড়কে তারা বিক্ষোভ করেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প বন স জ নগর ঘটন য় উপজ ল
এছাড়াও পড়ুন:
পল্লী বিদ্যুতের শিক্ষানবিশ লাইনম্যান পদে ফল প্রকাশ, নির্বাচিত ২৪৭৪ জনের পরীক্ষার সূচি প্রকাশ
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন মোট ২ হাজার ৪৭৪ জন। নির্বাচিত প্রার্থীদের লিখিত (রচনামূলক) পরীক্ষা সময়সূচি প্রকাশ করা হয়েছে। ১৪ মার্চ, শুক্রবার রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ (বালক শাখা), সেকশন-১১, পল্লবী, মিরপুর-১১, ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হবে পরীক্ষা।
আরও পড়ুনশেষে রোল খুঁজতে গিয়ে দেখি প্রথমটাই আমার৯ ঘণ্টা আগেনির্বাচিত প্রার্থীদের লিখিক (রচনামূলক) পরীক্ষায় অংশগ্রহণের জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত (এমসিকিউ) পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আগের ইস্যু করা প্রবেশপত্রের নির্দেশনাবলি যথাযথভাবে প্রতিপালন করতে হবে। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
আরও পড়ুনবেসরকারি ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসে আবেদন৫ ঘণ্টা আগে