দেশ থেকে পালিয়ে যাওয়ার গুঞ্জণে দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমানকে হেফাজতে এনে জিজ্ঞাসবাদ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ১০ ফেব্রুয়ারীর মধ্যে তিন কিস্তিতে টাকা পরিশোধের আশ্বাস দেন শফিকুর। অন্যথায় তার বিরুদ্ধে যে কোনো আইনী ব্যবস্থা নেওয়া হবে। 

সোমবার সকালে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে যুব ও ক্রীড়া মণত্রণালয়। গতকাল পর্যন্ত ২৫ শতাংশ টাকা পরিশোধের কথা ছিল রাজশাহীর। সেটি করতে না পারায় মূলত তাকে হেফাজতে নেওয়া হয়। 

বিবৃতিতে বলা হয়, 'বিভিন্ন মাধ্যম থেকে ফ্রাঞ্চাইজি মালিকের বিরুদ্ধে মামলা করার খবরও কানে আসলে, দেশের ভাবমূর্তি রক্ষার্থে বিষয়টি আরো গুরুত্ব সহকারে তদন্ত করে মন্ত্রণালয়। এছাড়াও বিভিন্ন মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মালিকের পালিয়ে যাবার গুঞ্জন উঠলে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার।'

আরো পড়ুন:

ঢাকা ছাড়ছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটার ও কোচরা

হোটেলবন্দী বার্ল-হারিসরা, পাচ্ছেন না দেশে ফেরার টিকিট

'এমতাবস্থায়, দলটির এমন টালমাটাল অবস্থা সামাল দিয়ে সংশ্লিষ্ট সকলের পাওনা বুঝিয়ে দিতে ৩ ফেব্রুয়ারী প্রথম পৃরহরে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দলটির বিতর্কিত মালিক শফিকুর রহমানকে। সঙ্কট নিরসনে সমাধান জানতে চাইলে, নিজের দোষ স্বীকার করে নিয়ে ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারী ২০২৫ তথা তিন কিস্তিতে দলের  সমস্ত  পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি।

টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও রাজশাহী এখনো ২৫ শতাংশের বেশি টাকা পরিশোধ করতে পারেনি। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জরুরি বৈঠক ক রে ২ ফেব্রুয়ারী পর্যন্ত সময় বেধে দেন। তবুও দিতে পারেনি পাওনা। হোটেলে অবস্থান করেন ক্রিকেটাররা। এক।বিদেশি ক্রিকেটারের কিট ব্যাগ আটকে রাখে বাস মালিক। বাসের ভাড়াও পরিশোধ করা হ য়নি। 

১০ ফেব্রুয়ারীর মধ্যে না দিলে নেওয়া হবে আইনি ব্যবস্থা, 'প্রতি কিস্তিতে খেলোয়াড় ছাড়াও দল সংশ্লিষ্ট সকলেই অর্থ বুঝে পাবেন বলেও নিশ্চয়তা দেন শফিক। অন্যথায়, তার বিরুদ্ধে যে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে মর্মে জানিয়েছেন তিনি।'

ঢাকা/রিয়াদ/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল পর শ ধ

এছাড়াও পড়ুন:

শীর্ষে উঠার সুযোগ হারাল অ্যাতলেটিকো

স্প্যানিশ লা লিগায় সবশেষ এই ধরনের ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল ২০১৩-১৪ মৌসুমে। সেবার শেষ পর্যন্ত শিরোপা জিতে অ্যাতলেটিকো মাদ্রিদ। সুদীর্ঘ ১০ মৌসুম পরে আবারও সেই উত্তাপ টের পাচ্ছে লা-লিগা। প্রথম তিন দলের পয়েন্টের পার্থক্য ৩, এমন একটা সমীকরণ নিয়ে রবিবার (৯ মার্চ, ২০২৫) মাঠে নেমেছিল অ্যতলেটিকো। গেটাফের মাঠে গিয়ে ২-১ ব্যবধানে হেরে এলো দিয়েগো সিমিওনের দল।

শীর্ষে উঠার সুবর্ণ সুযোগ নিয়ে গেটাফের মাঠে নেমেছিল অ্যাতলেটিকো। গোটা ম্যাচেই দুই দলের কঠিন লড়াই হলো। একদম শুরু থেকে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত। ম্যচের ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে অ্যাতলেতিকোকে এগিয়ে দেন আলেকজান্ডার সোরলথ।

আরো পড়ুন:

ঘরের ছেলের ছোবলে হারল রিয়াল

রিয়ালের ‘ব্ল্যাঙ্ক চেক’ প্রত্যাখ্যান করেছিলেন নেইমার

ম্যাচের ৮৮তম মিনিটে ফাউল করে অ্যাতলেটিকোর আর্জেন্টাইন উইঙ্গার অ্যানজেল কোরেয়া সরাসরি লাল কার্ড দেখেন। সেই সুযোগে স্বাগতিকদের সমতায় ফেরান মাউরো আরামবারি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অ্যাতলেটিকোকে স্তব্দ করে দেন আরামবারি। দ্বিতীয় গোল করে গেটাফের ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।

এই হারের ফলে ২৭ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অ্যাটলেতিকো। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদের। এক ম্যাচ কম খেলা বার্সেলোনাও সমান ৫৭ পয়েন্ট, তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে লস ব্ল্যাঙ্কসরা।

আসছে বুধবার (১২ মার্চ, ২০২৫) দিবাগত রাতে ঘরের মাঠে মেট্রোপলিতানোতে রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নামবে অ্যাতলেটিকো। আগের লেগে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকায় এই ম্যাচে জয়ের বিকল্প নেই লস রোজাব্ল্যাঙ্কসদের।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ