প্লে অফে শক্তি বাড়াতে তারকা বিদেশিদের আনলো তিন ফ্রাঞ্চাইজি
Published: 3rd, February 2025 GMT
আজ দুপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর। হারলেই বাদ, এমন সমীকরণের ম্যাচে নামার আগে শক্তি বৃদ্ধি করল দলটি। পাকিস্তানের খুশদিল শাহ, ইংল্যান্ডের অ্যালেক্স হেলসরা চলে যাওয়ায় রংপুরের স্কোয়াড কিছুটা দুর্বল হয়ে পড়ে। তাদের শূন্যতা পূরণের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিধবংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ার আগ্রাসী ব্যাটার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেমস ভিন্সকে দলে ভিড়িয়েছে রংপুর।
এলিমিনেটর রাউন্ডের ম্যাচে শক্তি বাড়িয়েছে খুলনাও। ফ্র্যাঞ্চাইজিটি দলে ভিড়িয়েছে দুই ক্যারিবিয়ান তারকা জেসন হোল্ডার এবং শিমরন হেটমায়ারকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে এই দুই ক্যারিবয়ান তারকাকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে খুলনা। এলিমিনেটর রাউন্ডের এই ম্যাচেই হোল্ডার এবং হেটমেয়ারকে মাঠে নামাবে খুলনা।
হোল্ডারকে দলে ভেড়ানোর বিষয়ে তারা লিখেছে, 'খুলনা টাইগার্স পরিবারে একজন সত্যিকারের চ্যাম্পিয়নকে স্বাগতম। খুলনা টাইগার্সের হয়ে গর্জে উঠতে প্রস্তুত টয়ারিং অলরাউন্ডার জেসন হোল্ডার।'
এই ঘোষণার কিছুক্ষণ পরেই তারা হেটমেয়ারকে দলে ভেড়ানোর বিষয়টিও নিশ্চিত করে, 'পাওয়ারহিটিং খুলনা টাইগার্স দলে নতুন নাম পেল। বিস্ফোরক ব্যাটিংয়ে খুলনা টাইগার্সের হয়ে বিপিএলে আলো জ্বালাতে আসছেন শিমরন হেটমেয়ার।
এর আগেও হোল্ডার বিপিএলে খেললেও হেটমেয়ার এবারই প্রথম খেলতে আসছেন। গত আসরে খুলনার হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন হোল্ডার। ২ ম্যাচে ২৪ রান এবং ২ উইকেট শিকার করেছিলেন তিনি।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কাইল মায়ার্স ফিরছেন বরিশালের ক্যাম্পে। মায়ার্স এই আসরে গ্রুপ পর্বে কিছু ম্যাচ খেলেছিলেনও। এরপর বিপিএল ছেড়ে যাওয়া আইএল টি২০তে গিয়েছিলেন। সেখান থেকেই প্লে অফ খেলতে ফিরলেন তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে মেটা এআই উইজেট, যে সুবিধা পাওয়া যাবে
স্মার্টফোনের হোম স্ক্রিনে প্রয়োজনীয় অ্যাপের উইজেট চালু থাকলে সেই অ্যাপে প্রবেশ না করেই হালনাগাদ সব তথ্য জানা যায়। তাই এবার স্বয়ংক্রিয়ভাবে মেটা এআই উইজেট ব্যবহারের সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা যুক্ত হলে হোয়াটসঅ্যাপ চালু না করেই স্মার্টফোনের হোম স্ক্রিন থেকে সরাসরি মেটা এআইয়ের বিভিন্ন প্রযুক্তিসেবা ব্যবহার করা যাবে। এরই মধ্যে নির্বাচিত ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে মেটা এআই উইজেট চালু করা হয়েছে।
হোয়াটসঅ্যাপের তথ্যমতে, মেটা এআই উইজেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা হোম স্ক্রিন থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর জানার পাশাপাশি ছবি আপলোড ও ভয়েস মোড চালু করতে পারবেন। ফলে মেটা এআই চ্যাটবট ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে না।
আরও পড়ুনহোয়াটসঅ্যাপে যে ৮ কাজ কখনো করবেন না ১০ জুন ২০২৪অনলাইনে প্রকাশিত স্ক্রিনশটে দেখা গেছে, মেটা এআই উইজেটের আকার সহজেই পরিবর্তন করা যাবে। ফলে ব্যবহারকারীরা তাঁদের প্রয়োজন অনুযায়ী উইজেটের আকার ছোট-বড় করতে পারবেন। তবে এ সুবিধা কেবল যাঁরা হোয়াটসঅ্যাপে মেটা এআই ব্যবহার করছেন, তাঁদের জন্য উন্মুক্ত করা হবে।
আরও পড়ুনহোয়াটসঅ্যাপে কল করার নতুন চার সুবিধা১৪ ডিসেম্বর ২০২৪প্রসঙ্গত, মেটা এআই চ্যাটবটটি নিজস্ব এললামা ভাষা মডেলের ওপর ভিত্তি করে তৈরি করেছে মেটা। গুগলের জেমিনি বা ওপেনএআইয়ের চ্যাটজিপিটির মতোই বিভিন্ন ধরনের কাজ করা যায় চ্যাটবটটিতে। তাই ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে মেটা এআই চ্যাটবট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নতুন উইজেট যুক্ত হলে এ সুবিধা আরও সহজলভ্য হবে এবং এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
আরও পড়ুনহোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার ৫ লক্ষণ১৬ ডিসেম্বর ২০২৪