প্লে অফে শক্তি বাড়াতে তারকা বিদেশিদের আনলো তিন ফ্রাঞ্চাইজি
Published: 3rd, February 2025 GMT
আজ দুপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর। হারলেই বাদ, এমন সমীকরণের ম্যাচে নামার আগে শক্তি বৃদ্ধি করল দলটি। পাকিস্তানের খুশদিল শাহ, ইংল্যান্ডের অ্যালেক্স হেলসরা চলে যাওয়ায় রংপুরের স্কোয়াড কিছুটা দুর্বল হয়ে পড়ে। তাদের শূন্যতা পূরণের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিধবংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ার আগ্রাসী ব্যাটার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেমস ভিন্সকে দলে ভিড়িয়েছে রংপুর।
এলিমিনেটর রাউন্ডের ম্যাচে শক্তি বাড়িয়েছে খুলনাও। ফ্র্যাঞ্চাইজিটি দলে ভিড়িয়েছে দুই ক্যারিবিয়ান তারকা জেসন হোল্ডার এবং শিমরন হেটমায়ারকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে এই দুই ক্যারিবয়ান তারকাকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে খুলনা। এলিমিনেটর রাউন্ডের এই ম্যাচেই হোল্ডার এবং হেটমেয়ারকে মাঠে নামাবে খুলনা।
হোল্ডারকে দলে ভেড়ানোর বিষয়ে তারা লিখেছে, 'খুলনা টাইগার্স পরিবারে একজন সত্যিকারের চ্যাম্পিয়নকে স্বাগতম। খুলনা টাইগার্সের হয়ে গর্জে উঠতে প্রস্তুত টয়ারিং অলরাউন্ডার জেসন হোল্ডার।'
এই ঘোষণার কিছুক্ষণ পরেই তারা হেটমেয়ারকে দলে ভেড়ানোর বিষয়টিও নিশ্চিত করে, 'পাওয়ারহিটিং খুলনা টাইগার্স দলে নতুন নাম পেল। বিস্ফোরক ব্যাটিংয়ে খুলনা টাইগার্সের হয়ে বিপিএলে আলো জ্বালাতে আসছেন শিমরন হেটমেয়ার।
এর আগেও হোল্ডার বিপিএলে খেললেও হেটমেয়ার এবারই প্রথম খেলতে আসছেন। গত আসরে খুলনার হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন হোল্ডার। ২ ম্যাচে ২৪ রান এবং ২ উইকেট শিকার করেছিলেন তিনি।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কাইল মায়ার্স ফিরছেন বরিশালের ক্যাম্পে। মায়ার্স এই আসরে গ্রুপ পর্বে কিছু ম্যাচ খেলেছিলেনও। এরপর বিপিএল ছেড়ে যাওয়া আইএল টি২০তে গিয়েছিলেন। সেখান থেকেই প্লে অফ খেলতে ফিরলেন তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
সিনেপ্লেক্স থেকে নেমে গেল ফারিয়া–সজলের ‘জ্বীন–৩’
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বীন–৩’ শুধু স্টার সিনেপ্লেক্সে মুক্তি পায়। মুক্তির সময় প্রযোজনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবদুল আজিজ এটিকে তাঁদের ব্যবসায়িক কৌশল বলেছিলেন। তখন এ–ও বলা হয়েছিল, মাল্টিপ্লেক্সে ছবিটি ভালো ব্যবসা করলে পরবর্তী সময়ে আরও বড় পরিসরে ছবিটি মুক্তি পাবে। কিন্তু ছবি মুক্তির ১২ দিনের মাথায় জানা গেল, ‘জ্বীন–৩’ ছবিটি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তাদের প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে নিয়েছে। দেশের অন্য কোনো প্রেক্ষাগৃহেও চলছে না ছবিটি।
‘জ্বীন ৩’ ছবির পোস্টার