জবি শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় ২ দিনের রিমান্ডে সোলায়মান-রঞ্জন
Published: 3rd, February 2025 GMT
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনিককে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার মামলায় সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম ও সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করা হয়। এ সময় তাদের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়।
এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে তাদের রিমান্ডের আদেশ দেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে মহানগর দায়রা জজ কোর্টের সামনে আসলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত গুলিতে আহত হন অনিক। এদিন অনিককে প্রথমে ন্যাশনাল মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ২১ নভেম্বর ভুক্তভোগী নিজে বাদী হয়ে ২৫৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন। এই মামলায় বিশ্ববিদ্যালয়ের ৯ জন শিক্ষককেও আসামি করা হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও শিক্ষক সমিতির সাবেক নেতারা আছেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সভা থেকে বের হয়ে আটক ইউপি চেয়ারম্যান
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দিরাই উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা শেষে বের হবার পর আটক হয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও দিরাই উপজেলার জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু।
আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে থেকে অপারেশন ডেভিল হান্টের অভিযানে তাকে আটক করা হয়।
জানা যায়, মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভায় যোগ দেন জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু। সভা শেষ করে বের হওয়ার পর উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করে দিরাই থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা ছিল। সভায় জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির লোকজন ছিলেন। শুনেছি মিটিং থেকে বের হওয়ার পর না-কি জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্টে গত মাসে দিরাই থানায় দায়ের করা নাশকতার মামলায় দিরাইয়ের জগদল ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে।