হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রাজধানীর বাড্ডা থানার অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় এ রিমান্ড দেওয়া হয়েছে। 

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় সোমবার তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর রিদুয়ানুল হক তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে তার রিমান্ডের আদেশ দেন।

গত ২০ জুলাই রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন অটো রিকশাচালক হাফিজুল শিকদার। ওইদিন বিকেল ৩টায় আসামিদের ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় তার পরিবার গত ২১ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা করেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

যশোর জেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন

যশোর জেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পুরনো কমিটি ভেঙে আহ্বায়ক এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নয় সদস্য বিশিষ্ট এ কমিটির আহ্বায়ক হয়েছেন এম তমাল আহম্মেদ ও সদস্য সচিব আনসারুল হক রানা। 

কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদ মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ কমিটির অনুমোদন দিয়েছেন। কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম আরিফ, রাজিদুর রহমান সাগর ও মোহাম্মদ ইমদাদুল হক। 

আগামী ৩০ দিনের মধ্যে জেলা যুবদলের ৫২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। 

২০১৮ সালে সর্বশেষ জেলা যুবদলের কমিটি গঠন করা হয়। ওই কমিটির সভাপতি হন এম তমাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন আনসারুল হক রানা।
 

ঢাকা/রিটন/বকুল

সম্পর্কিত নিবন্ধ