উপাচার্যের আশ্বাসে ১৯ ঘণ্টা পর অনশন স্থগিত
Published: 3rd, February 2025 GMT
উপাচার্যের আশ্বাসে প্রায় ১৯ ঘণ্টা পর অনশন স্থগিত করেছেন পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশনরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নেতাকর্মীরা।
আজ সোমবার ভোর পৌনে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের আশ্বাসে আন্দোলনকারীরা বিকেল ৩টা পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত রেখেছেন। পৌষ্য কোটা নিয়ে আজ বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক-কর্মকর্তা কর্মচারী সমিতির বৈঠকের কথা রয়েছে। বৈঠকের ফলাফল পক্ষে না আসলে ফের কঠোর আন্দোলনের ডাক দিবেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা।
এর আগে গতকাল রোববার সকাল ১১টা থেকে অনশন কর্মসূচি শুরু করেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। এতে সংহতি জানায় জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটভুক্ত দুটি সংগঠন, ইসলামী ছাত্রশিবির ও ছাত্র ইউনিয়নের জাবি সংসদের একাংশ।
অনশন স্থগিতের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, প্রশাসন আমাদের সঙ্গে নীতিগত জায়গায় একমত হয়েছে। আজ বিকেল ৩টায় সব পক্ষের সঙ্গে বসে প্রশাসন সিদ্ধান্ত নেবে। প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে যৌক্তিক সমাধান করার। বিকেল ৩টার মিটিংয়ে আলোচনার ফলাফল দেখার শর্তে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করেছি।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, আন্দোলনের আকাঙ্ক্ষাকে ধারণ করে পোষ্য কোটার বিষয়ে যৌক্তিক সুরাহা প্রদানের আশ্বাস দেন। এই আশ্বাসে অনশনকারী শিক্ষার্থীরা অনশন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে। যদি প্রশাসন আমাদের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ না করে তাহলে পরবর্তীতে বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার মুখপাত্র মালিহা নামলাহ জানান, প্রশাসনকে দেওয়া এটিই আমাদের শেষ সুযোগ৷ আর কোনো তালবাহানা করার সুযোগ আমরা দেব না৷ আজ বিকেল ৩টায় কাঙ্ক্ষিত ফলাফল না আসলে আমরা কঠোর কর্মসূচি দেব।
.উৎস: Samakal
কীওয়ার্ড: অনশন
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইআইটিতে মাস্টার্স, আবেদন করুন দ্রুত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউটে (আইআইটি) মাস্টার ইন ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) ভর্তির প্রক্রিয়া চলছে।
আবেদনের যোগ্যতা—
*সিজিপিএ–২.৫ (৪-এর মধ্যে) বা ২য় শ্রেণি; যেকোনো ডিসিপ্লিনে।
*৪ বছরের ব্যাচেলর ডিগ্রি বা ৩ বছরের অনার্স ও ১ বছরের মাস্টার্স সিএস/সিই/ সিএসই/ইসিএস/সিআইটি/আইসিটি/ আইটি/সফটওয়্যার ইঞ্জিনিয়ারে।
আবেদনের শেষ তারিখ: ১০ এপ্রিল ২০২৫
ভর্তি পরীক্ষা: ১১ এপ্রিল, বেলা ৩টা
আরও পড়ুনকুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা, অংশ নিয়ে ইংল্যান্ড ভ্রমণের সুযোগ ০২ এপ্রিল ২০২৫ফলাফল প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫
বিস্তারিত জানতে ওয়েবসাইট: