গাইবান্ধায় কয়েকদিন ধরেই তীব্র শীত অব্যাহত রয়েছে। চার দিন ধরে সূর্যের দেখা মিলছে না। তাপমাত্রা দিন দিন কমায় শীত বেড়েই চলেছে। দিনে কুয়াশা কিছুটা কম থাকলেও রাতে ও সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সঙ্গে হিমেল বাতাস শীতের মাত্রাকে আরও বাড়িয়ে দিচ্ছে। এমন আবহাওয়ায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা।

সব থেকে দুর্ভোগে পড়েছে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চলে ছোট-বড় ১৬৫টি চরের মানুষ। এসব চরে বসবাস করে প্রায় ৪ লাখ মানুষ। তাদের একমাত্র প্রধান পেশা হচ্ছে কৃষি। কৃষির ওপর নির্ভর করেই তারা খেয়ে-পড়ে বেঁচে থাকেন।

বৃহস্পতিবার সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে পুরো এলাকা। সূর্যের দেখা মেলেনি। এদিকে শীতের মধ্যে জীবিকার তাগিদে অনেকে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হলেও আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা রোগে। সড়কে মানুষের চলাচল কমে যাওয়ায় আয় কমে গেছে রিকশা ও ভ্যান চালকদের। গরম কাপড়ের অভাবে দরিদ্র মানুষরা শীত নিবারণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এদিকে কুয়াশার কারণে দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে।

বাস চালক আবদুল আজিজ বলেন, ঘন কুয়াশায় রাস্তা দেখা যায় না। হেডলাইট জ্বালিয়েও তেমন সুফল মেলেনা। ধীর গতিতে গাড়ি চালাতে হচ্ছে। 

শ্রমিক মোখলেছুর রহমান বলেন, কয়েকদিন ধরে খুব ঠান্ডা পড়েছে। সেই সঙ্গে অনেক কুয়াশা ঝরছে। ঠান্ডার কারণে কাজকর্ম করা কষ্টকর হয়ে গেছে।

রংপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, গাইবান্ধার চরাঞ্চলে দিন দিন তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ সোমবার সকাল ৯টায় গাইবান্ধা অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ ভাগ, গড় গতিবেগ ছিল ঘণ্টায় এক কিলোমিটার।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পুরান ঢাকায় বিপণিবিতানের দখল নিতে যুবদলের দুই পক্ষের মধ্যে মারামারি

পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় এমটিসি টাওয়ার নামের বিপণিবিতানের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র বলছে, বিবদমান দুটি পক্ষই যুবদলের।

আহত ব্যক্তিরা হলেন আরমান আহমেদ (৩৫), মো. রাব্বি (২০), মো. মিজান (৪০), আলমগীর হোসেন (৩০), রুবেল শিকদার (২৭) ও আল আমিন (১৯)। তাঁদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে পাঁচজন চলে গেছেন। আরমান চিকিৎসাধীন।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

চকবাজার থানা–পুলিশ সূত্র জানায়, এমটিসি টাওয়ার নামের বিপণিবিতানটি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের দখলে ছিল। এখন বিপণিবিতানের দখল নিতে আজ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পুলিশ তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে।

সম্পর্কিত নিবন্ধ