বাষট্টি বছর বয়সী বৃদ্ধ আনোয়ার হোসেন পরিবারের ৬ সদস্যসহ কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যাচ্ছিলেন। কিন্তু সেই সৈকত ভ্রমণ করা হলো না তার। সোমবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের ছলিমপুর বাংলাবাজার নামক স্থানে ঢাকামুখি লেনে ডাম্প ট্রাকের পিছনে হায়েস মাইক্রোবাসের ধাক্কায় এই দুর্ঘটনায় প্রাণ হারায় আনোয়ার। আহত হন তার পরিবারের অপর ৬ সদস্য।

নিহত আনোয়ার হোসেনের নিজ বাড়ি নারায়নগঞ্জ হলেও পরিবার নিয়ে বসবাস করেন ঢাকার হাজারীবাগ এলাকায়। তার বাবার নাম কালাই মিয়া। 

জানা যায়, রোববার রাতে ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে যাত্রা শুরু করেন বৃদ্ধ আনোয়ার হোসেন। সোমবার সকালে তাদের বহণকারী মাইক্রোবাসটি দুর্ঘটনার সম্মূখীন। ঘন কুয়াশায় মাইক্রোবাসটি বেপরোয়া গতিতে চলার কারণে এই দুর্ঘটনা হয় বলে জানিয়েছে পুলিশ।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটির সামনে অংশ। সেটি উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মিরা। গাড়িতে থাকা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বারআউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নুরুল আবছার বলেন, নিহতের সুরাতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ভ রমণ সড়ক দ র ঘটন দ র ঘটন দ র ঘটন পর ব র

এছাড়াও পড়ুন:

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ১৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ১৫টি ব্যাংক হিসাবে থাকা ১৫ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৪৬৫ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

গত বছরের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৯ নভেম্বর তাকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

অবরুদ্ধের আবেদনে বলা হয়েছে, কামরুল ইসলামের নামে দুদকের মামলা রয়েছে। ওই মামলায় ১৫টি ব্যাংক অ্যাকাউন্টের ১৫ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৪৬৫ টাকা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।

বিএইচ

সম্পর্কিত নিবন্ধ