যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ও পেনসিলভানিয়ায় ভয়াবহ দুটি বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার দুর্ঘটনা ঘটল দেশটিতে। এবার হিউস্টনে টেকঅফের সময় একটি বিমানে আগুন ধরে গেছে। স্থানীয় সময় রবিবার (২ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটেছে। 

সোমবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। 

প্রতিবেদনে বলা হয়, জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্ট থেকে উড্ডয়নের সময় ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইট ১৩৮২-এ আগুন ধরে যায়। নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিচ্ছিল বিমানটি। রানওয়েতে টেকঅফের আগ মুহূর্তে বিমানের একটি উইংয়ে হঠাৎই আগুন ধরে যায়।

আরো পড়ুন:

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ কানাডা-মেক্সিকোর, মামলা করবে চীন

আইএসকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সকল যাত্রীকে বিমান থেকে নিরাপদে বের করে টার্মিনালে ফিরিয়ে আনা হয়েছে।

ঘটনাটি তদন্ত করবে বলে জানিয়েছে এফএএ।

ইউনাইটেড এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইটটিতে ১০৪ জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য ছিলেন। এটি নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে যাওয়ার জন্য প্রস্তুত ছিল।

আগুন লাগার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ঘটনার মুহূর্তের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, আতঙ্কে চিৎকার করছেন যাত্রীরা। উইংয়ে দেখা যাচ্ছে আগুনের ফুলকি। এক যাত্রীকে বলতে শোনা যাচ্ছে, “প্লিজ় প্লিজ় প্লিজ়, আমাদের এখান থেকে উদ্ধার করুন।”

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে দুটি প্লেন দুর্ঘটনায় ৭৩ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনায় ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন।

তার আগে স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন ডিসির রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে সামরিক হেলিকপ্টার ও একটি যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষে ৬৭ জন আরোহীর সবাই নিহত হোন।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ র ঘটন ঘটন য়

এছাড়াও পড়ুন:

তারেক রহমানের নির্দেশনায় ‘জাতীয়তাবাদী চালক দলের’ জুয়েল ও তাঁর ছেলের বিরুদ্ধে মামলা

‘অবৈধ অস্ত্র ও ছাত্র-জনতার হত্যাকারীরা’ লুকিয়ে আছে—এমন কথা রটিয়ে ‘মব’ সৃষ্টি করে ঢাকার গুলশানে একটি বাড়ি লুট করতে যাওয়া কথিত ‘জাতীয়তাবাদী চালক দল’-এর সাধারণ সম্পাদক জুয়েল খন্দকার ও তাঁর ছেলে শাকিল খন্দকারের বিরুদ্ধে মামলা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর বাদী হয়ে আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই মামলা করেন। আইনজীবী ইলতুৎমিশ সওদাগর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক। আদালত মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল। তিনি বলেন, অবৈধ অস্ত্র ও ছাত্র-জনতার হত্যাকারীরা’ লুকিয়ে আছে—এমন কথা রটিয়ে ‘মব’ সৃষ্টি করে ৪ মার্চ ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসা লুট করার বিষয় নিয়ে গণমাধ্যমের প্রতিবেদন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তিনি কথিত ভুয়া ‘জাতীয়তাবাদী চালক দল’-এর সাধারণ সম্পাদক জুয়েল খন্দকারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী আজ জাতীয়তাবাদী আইনজীবী ফরমের একজন আইনজীবী মামলা করেছেন।

কায়সার কামাল আরও বলেন, ভবিষ্যতে যারা বিএনপির নাম ভাঙিয়ে ভুয়া সংগঠন কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে, তাদের বিরুদ্ধেও একই রকমের আইনগত ব্যবস্থা নেবে বিএনপি।

মামলায় অভিযোগ আনা হয়েছে, আসামি জুয়েল খন্দকার ও শাকিল খন্দকাররা জালিয়াতির মাধ্যমে কথিত জাতীয়তাবাদী চালক দল নামে ভুয়া সংগঠন তৈরি করেন। একই সঙ্গে তাঁরা ‘অবৈধ অস্ত্র ও ছাত্র-জনতার হত্যাকারীরা’ লুকিয়ে আছে—এমন কথা রটিয়ে ‘মব’ সৃষ্টি করে ৪ মার্চ ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসা লুট করেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের বিএনপির নীতিনির্ধারণী ফোরামের নজরে আসে।

প্রথম আলো অনলাইনে ‘জাতীয়তাবাদী চালক দল কীভাবে এল, নেতা কারা’ শিরোনামে ৯ মার্চ প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে বলা হয়, ‘অবৈধ অস্ত্র ও ছাত্র-জনতার হত্যাকারীরা’ লুকিয়ে আছে—এমন কথা রটিয়ে ‘মব’ সৃষ্টি করে ঢাকার গুলশানে একটি বাড়ি লুট করতে যায় একদল লোক। ৪ মার্চ মধ্যরাতে এ ঘটনার নেতৃত্বে ছিলেন জুয়েল খন্দকার নামের এক ব্যক্তি, যিনি নিজেকে ‘জাতীয়তাবাদী চালক দল’-এর সাধারণ সম্পাদক বলে পরিচয় দেন।

আরও পড়ুনজাতীয়তাবাদী চালক দল কীভাবে এল, নেতা কারা০৯ মার্চ ২০২৫

গুলশানে বাড়ি লুটের ঘটনায় জুয়েল খন্দকার, তাঁর ছেলে শাকিল আহমেদসহ তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এরপর জুয়েলকে জাতীয়তাবাদী চালক দলের সাধারণ সম্পাদকের পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান সংগঠনের সভাপতি জসিম উদ্দিন।

সম্পর্কিত নিবন্ধ