ক্রিকেট
বিপিএল
এলিমিনেটর
রংপুর-খুলনা
সরাসরি, বেলা ১টা ৩০ মিনিট;
টি স্পোর্টস ও গাজী টিভি
১ম কোয়ালিফায়ার
বরিশাল-চিটাগং
সরাসরি, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট;
টি স্পোর্টস ও গাজী টিভি
আরো পড়ুন:
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
চেলসি-ওয়েস্ট হাম
সরাসরি, রাত ২টা;
স্টার স্পোর্টস সিলেক্ট ১
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ত আজক র খ ল
এছাড়াও পড়ুন:
শিল্পে ভূগর্ভস্থ পানি ব্যবহারে সেবা মাশুল আরোপের চিন্তা
শিল্প খাতে ভূগর্ভস্থ পানি ব্যবহারের ওপর সারচার্জ বা সেবা মাশুল আরোপ করার বিষয়টি বিবেচনা করছে সরকার। একই সঙ্গে পানির পুনর্ব্যবহারে প্রণোদনা দেওয়ার বিষয়টিও ভাবা হচ্ছে। এ উদ্দেশ্যে শিল্প খাতে পানির ব্যবহার অনুযায়ী শ্রেণিবিন্যাস করার কাজ চলছে।
গতকাল মঙ্গলবার রাজধানীতে সাসটেইনেবল অ্যাপারেল ফোরাম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর হোটেল র্যাডিসনে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই) এবং নেদারল্যান্ডস দূতাবাস।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এখন পর্যন্ত মাটির নিচের পানি ব্যবহার করতে সরকারকে কোনো টাকা-পয়সা দিতে হয় না। কারখানাগুলোয় ভূগর্ভস্থ পানি ব্যবহারে কর বসানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এ ব্যাপারে একটি নীতিমালা তৈরির কাজ করছে পানিসম্পদ মন্ত্রণালয়।
তিনি বলেন, শিল্পাঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশ নিচে নেমে যাচ্ছে; যা স্থানীয় বাসিন্দাদের জন্য সমস্যার সৃষ্টি করছে। পরিবেশ সচেতনতা থেকে আমদানিকারক ও রপ্তানিকারক দু’পক্ষকেই টেকসই উন্নয়নে কাজ করতে হবে। একই সঙ্গে নবায়নযোগ্য ও টেকসই জ্বালানি উৎপাদনেও ব্যবসায়ী সমাজ এবং উন্নয়ন সহযোগীদের প্রতি আহ্বান জানান তিনি।
আলোচনায় ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশ ও ইইউর মধ্যে অংশীদারিত্ব আরও শক্তিশালী ও বিকশিত হওয়া প্রয়োজন। পরিবেশসম্মত টেকসই উন্নয়নে ইইউর অব্যাহত সহযোগিতা দেওয়ার কথা জানান মিলার।
নেদারল্যান্ডস দূতাবাসের হেড অব মিশন এইচ. ই. আন্দ্রে কার্স্টেনস বলেন, পরিবেশ সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বাড়ানো, টেকসই উন্নয়ন লক্ষ্যগুলোকে মানসম্মত করা এবং সার্কুলারিটি ও ট্রেসেবিলিটি শক্তিশালী করতে বাংলাদেশের লক্ষ্যকে জোরালোভাবে সমর্থন করে তার দেশ।
বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে বিশ্বের শীর্ষস্থানীয় টেকসই পোশাক উৎপাদনকারী দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চান তারা। এ লক্ষ্য বাস্তবায়নে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বিএইর প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজ উদ্দিন বলেন, টেকসই উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও সংযোগ স্থাপন এবং বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরির চেষ্টা করছেন তারা। এ উদ্যোগ অব্যাহত রাখা হবে।