Risingbd:
2025-04-11@15:30:38 GMT

ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত

Published: 3rd, February 2025 GMT

ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঢাকা-সিলেট মহাসড়কে ওই ডাকাতির ঘটনা ঘটে।

নিহত মহসিন মিয়া (৩৮) শায়েস্তাগঞ্জ ইউনিয়নের নিশাপট গ্রামের মৃত আব্দুর রহিম মাস্টারের ছেলে। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার মধ্যরাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো.

ইলিয়াস মিয়া ও ব্যবসায়ী মহসিন মিয়া। পথে উপজেলা খেলার মাঠের কাছে তারা ডাকাতির শিকার হন। এ সময় ডাকাতদল মোটরসাইকেল, মোবাইলফোন ও টাকা লুট করে নিয়ে যায়। সে সময় প্রাণ বাঁচাতে যে যার মতো দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে মহসিন মিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

সিলেটে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৫

পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ২

ওসি বলেন, ‘‘এক ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’’

ঢাকা/মামুন/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন করলেই চাঁদাবাজেরা আবারও ক্ষমতায় আসবে: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বিগত আমলে বিএনপি সরকার থেকে শুরু করে আওয়ামী লীগ পর্যন্ত বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ইউনূস (অধ্যাপক মুহাম্মদ ইউনূস) সরকার নির্বাচনকালীন প্রয়োজনীয় সংস্কার না করে যদি নির্বাচন আয়োজন করে, তবে সেটি হবে প্রশ্নবিদ্ধ নির্বাচন। প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন করলেই চাঁদাবাজেরা আবারও ক্ষমতা আসবে। তাই আগে সংস্কার শেষ করে স্থানীয় নির্বাচন দিতে হবে। পরে হবে জাতীয় নির্বাচন।

আজ শুক্রবার বিকেল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বাস টার্মিনাল এলাকায় আয়োজিত ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এ কথা বলেন।

ফয়জুল করীম বলেন, ‘চাঁদাবাজির জন্য আমরা আন্দোলন করি না। যারা চাঁদাবাজি করে, তাদের আর ক্ষমতায় আনা যাবে না। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দিয়ে দেশ চলে না। আমাদের দরকার সৎ, ইমানদার ও দেশপ্রেমিক নেতৃত্ব, যারা দেশের কল্যাণে কাজ করবে, জনগণের পাশে থাকবে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন নেতৃত্ব গঠনে কাজ করে যাচ্ছে।’

সম্মেলনে উপজেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে থানা সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা মহিউদ্দীন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মোখলেছুর রহমান প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ