মেলা থেকে ফেরার পথে ট্রাকচাপায় তিন বন্ধু নিহত
Published: 3rd, February 2025 GMT
বগুড়ার আদমদীঘিতে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার দুপচাঁচিয়া উপজেলার কোনকাই গ্রামের আব্দুর রহমানের ছেলে আল হোসাইন (১৯), একই এলাকার মাস্টারপাড়ার জিয়ার ছেলে নেওয়াজ (২০) ও মঞ্জুয়ারার ছেলে মিথুন (১৯)।
নিহত আল হোসাইনের ভাই আল হাসান বলেন, ‘‘রবিবার বিকেলে তিন মোটরসাইকেলে নয় বন্ধু নওগাঁ বাণিজ্য মেলায় ঘুরতে যায়। রাতে মেলা থেকে ফেরার পথে একটি ট্রাক এক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়।’’
আরো পড়ুন:
রাজধানীতে মাইক্রোবাসচাপায় নারী নিহত
সিলেটে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৫
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আজিমুল হক বলেন, ‘‘ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’
ঢাকা/এনাম/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন
এছাড়াও পড়ুন:
দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩৬) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
সোমবার (১০ মার্চ) ভোরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর নতুন ট্রাক টার্মিনালের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম রাজশাহীর পবা উপজেলার ডাংগিরপাড়া রামচন্দ্রপুর এলাকার সাইদুর রহমানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, ‘‘দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।’’
আরো পড়ুন:
ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঢাকা/শিয়াম/রাজীব