২০২৫ বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক এম এম মুজাহিদ উদ্দীনের দুটি বই। রকমারিতে বই দুটির প্রি-অর্ডার শুরু হয়েছে। এ ছাড়া বইমেলায় অন্বেষা প্রকাশনের স্টল ৭০৯,৭১০,৭১১,৭১২ নং এবং বাংলার প্রকাশন ৮২০,৮২১ স্টলে বই দুটি পাওয়া যাবে। বই দুটির একটি ছাত্রজীবন থেকে ক্যারিয়ার প্রস্তুতির যাবতীয় গাইডলাইন নিয়ে লেখা ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’। বইটি প্রকাশ করছে অন্বেষা প্রকাশন।

অন্যটি বিশ্বের সাড়া জাগানো বইগুলোর লাইফ লেসন নিয়ে লেখা ‘লেসন ফ্রম বুকস’। বইটি প্রকাশ করছে বাংলার প্রকাশন। ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ বইটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা এবং ‘লেসন ফ্রম বুকস’ বইটির মুদ্রিত মূল্য ২৭০ টাকা রাখা হয়েছে।

ক্যাম্পাস টু ক্যারিয়ার বই সম্পর্কে লেখক বলেন, ‘জীবনে বড় হওয়ার জন্য একজন মেন্টরের দরকার হয়। যার পরামর্শ দেওয়ার মতো কেউ নেই; বইটি তার জন্য মেন্টরের ভূমিকা পালন করবে। তিনি আকাশ ছোঁয়ার দুরন্ত স্বপ্ন দেখবেন।’

লেসন ফ্রম বুকস বই সম্পর্কে তিনি বলেন, ‘বিশ্বের সাড়া জাগানো বইগুলোর লাইফ লেসন নিয়ে মূলত বইটি লেখা হয়েছে। যে জীবনের পাঠ সুন্দর অভ্যাস, টাকা অর্জন-বিনিয়োগ, খ্যাতি, সম্মান ও সফল জীবন গঠনের সহায়ক হবে। ব্যস্ত জীবনে অনেকেরই এতো বইপড়ার সুযোগ হয় না। তারা সহজেই বইটি থেকে লাইফ লেসন শিখে জীবনে সফল হতে পারবেন।’

 ইতোপূর্বে তিনি ভাইভা বোর্ডের মুখোমুখি বইটি লিখে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তিনি নিয়মিত দেশের প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে কলাম এবং ফিচার লেখেন। তরুণদের ক্যারিয়ার বিষয়ক পরামর্শ ও অনুপ্রেরণা দেন।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মোহনলালের ঝড় তোলা এই ছবিতে কী আছে

গত শুক্রবারই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এর মধ্যেই দর্শক-সমালোচকের মন জয় করে নিয়েছে তরুণ মূর্তির সিনেমা ‘টুডারাম’। দর্শকদের কেউ কেউ এটিকে আবার তুলনা করছেন ‘দৃশ্যম’-এর সঙ্গে। কিন্তু কী আছে বক্স অফিসে ঝড় তোলা এই সিনেমায়?
তরুণ মূর্তি ক্রাইম-থ্রিলার, ক্রাইম-ড্রামা ঘরানার সিনেমা ভালো বানান। আগের দুই সিনেমা ‘অপারেশন জাভা’ ও ‘সৌদি ভেল্লাক্কা’ সেটার প্রমাণ। তিন বছর পর ‘টুডারাম’ দিয়ে আবারও নিজের ছাপ রাখলেন এই দক্ষিণি নির্মাতা।

মুক্তির চার দিনেই বিশ্বব্যাপী বক্স অফিস থেকে ৬৯ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে সিনেমাটি। এর মধ্যে ভারত থেকে এসেছে ৩১ কোটি ৩৫ লাখ রুপি। মনে করা হচ্ছে, মুক্তির প্রথম সপ্তাহেই ১০০ কোটি রুপির মাইলফলক ছুঁয়ে ফেলবে সিনেমাটি।
তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন মোহনলাল, শোভানা, প্রকাশ ভার্মা, ফাহাদ ফাসিল।

‘টুডারাম’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ