শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের হোঁচট খাওয়ার সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে আলাভেসকে ১-০ ব্যবধানে হারিয়ে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে হ্যান্সি ফ্লিকের দল।  

তবে জয়টা সহজ ছিল না কাতালানদের জন্য। ম্যাচের ৬১ মিনিট পর্যন্ত গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে বার্সাকে। রবার্ট লেভান্ডোভস্কির একমাত্র গোলেই এসেছে স্বস্তির জয়।  বার্সেলোনার জন্য এই জয় ছিল খুবই গুরুত্বপূর্ণ। কারণ, শিরোপার লড়াইয়ে টিকে থাকতে রিয়ালের সঙ্গে ব্যবধান কমানো ছিল জরুরি। এখন লিগ টেবিলে ২২ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৪৯ পয়েন্ট, বার্সেলোনা পিছিয়ে আছে মাত্র ৪ পয়েন্টে (৪৫)। সমান ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ৪৮ পয়েন্ট নিয়ে অবস্থান করছে দ্বিতীয় স্থানে।  

বল দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও প্রথমার্ধে আলাভেসের রক্ষণ ভাঙতে পারেনি বার্সা। ম্যাচের ৬ মিনিটেই দারুণ সুযোগ পেয়েছিলেন রাফিনহা, কিন্তু তিনি শট মারেন বাইরে।  এর আগে দুর্দান্ত এক মুহূর্ত উপহার দেন লামিনে ইয়ামাল। নিজের অর্ধ থেকে বল পেয়ে একে একে পাঁচ-ছয়জন প্রতিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে সামনে এগিয়ে যান তিনি। ১৭ বছর বয়সী এই প্লে মেকারের ড্রিবলিং দেখে মনে হচ্ছিল, যেন ভিডিও গেমের কোনো চরিত্র মাঠে খেলছে!  

দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ তৈরি করলেও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৬১ মিনিট পর্যন্ত। পেদ্রির ক্রসে লামিনে ইয়ামালের ভলি প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে লেভানডফস্কির সামনে চলে আসে। গোলবারের একদম সামনে বল পেয়ে নিশ্চিতভাবেই তা জালে জড়ান পোলিশ স্ট্রাইকার।  এই একমাত্র গোলেই গুরুত্বপূর্ণ জয় পায় বার্সেলোনা, যা শীর্ষ লড়াইয়ে তাদের অবস্থান আরও মজবুত করল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবধ ন র জন য

এছাড়াও পড়ুন:

৭৫ শতাংশ কমানো হলো পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফি

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সম্প্রতি এক আলোচিত সিদ্ধান্ত নিয়েছে। তারা ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্রিকেটারদের ম্যাচ কমিয়ে দিয়েছে। নতুন এই পরিবর্তনের ফলে এবারের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে অংশ নেওয়া ক্রিকেটাররা প্রতি ম্যাচে মাত্র ১০ হাজার পাকিস্তানি রুপি পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৩৪০ টাকা। যেখানে আগের আসরে তারা প্রতি ম্যাচে ৪০ হাজার রুপি (প্রায় ১৭ হাজার ৩৬০ টাকা) করে পেত। অর্থা গেল বছরের চেয়ে এবার ক্রিকেটারদের ম্যাচ ফি কমানো হয়েছে ৭৫ শতাংশ।

নতুন কাঠামো অনুযায়ী, বেঞ্চে থাকা রিজার্ভ খেলোয়াড়দের ম্যাচ ফি আরও কমিয়ে ৫ হাজার রুপি নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ১৭০ টাকা। তবে পিসিবির এক কর্মকর্তা দাবি করেছেন, এই সিদ্ধান্তের পেছনে কোনো আর্থিক সংকট নয়, বরং ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডারে টুর্নামেন্টের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ক্রিকেটারদের আয়ের সুযোগ বেড়েছে।

পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভির নেতৃত্বে বোর্ডের ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তিনি আশ্বাস দিয়েছিলেন যে, বোর্ডের তহবিল সংকটে নেই এবং এটি পাকিস্তান ক্রিকেটের উন্নয়নে ব্যয় করা হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, স্টেডিয়াম সংস্কার, বিদেশি কোচ নিয়োগ ও বরখাস্ত, এবং পরামর্শকদের উচ্চ সম্মানী বাবদ বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে। বোর্ডের পাঁচজন পরামর্শকের জন্য প্রতিমাসে ব্যয় হচ্ছে ৫০ লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ লাখ ৭০ হাজার টাকা।

আরো পড়ুন:

পাকিস্তানে সেই ট্রেন থেকে ১০৪ জিম্মি উদ্ধার, নিহত ১৬

পাকিস্তানে তালেবানের হামলায় ৪ সেনা নিহত

প্রসঙ্গত, ২০২২-২৩ মৌসুমে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি অনেক বেশি ছিল। দুই বছর আগে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে অংশগ্রহণকারী ক্রিকেটাররা প্রতি ম্যাচে ৬০ হাজার রুপি (প্রায় ২৬ হাজার ৪০ টাকা) পেতেন। কায়েদ-ই-আজম ট্রফির ক্ষেত্রে সেই ফি ছিল আরও বেশি, প্রতি ম্যাচে ১ লাখ রুপি। অথচ এবার সেই ফি অনেক কমিয়ে দেওয়া হয়েছে, যা ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে।

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২০২৪-২৫ মৌসুমের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ, যেখানে ১৮টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। টুর্নামেন্টের ৪০টি ম্যাচ অনুষ্ঠিত হবে ফয়সালাবাদ, লাহোর ও মুলতানের তিনটি স্টেডিয়ামে। ২৭ মার্চ ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে জমকালো ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই প্রতিযোগিতার।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ