কষ্টার্জিত জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান কমাল বার্সেলোনা
Published: 3rd, February 2025 GMT
শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের হোঁচট খাওয়ার সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে আলাভেসকে ১-০ ব্যবধানে হারিয়ে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে হ্যান্সি ফ্লিকের দল।
তবে জয়টা সহজ ছিল না কাতালানদের জন্য। ম্যাচের ৬১ মিনিট পর্যন্ত গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে বার্সাকে। রবার্ট লেভান্ডোভস্কির একমাত্র গোলেই এসেছে স্বস্তির জয়। বার্সেলোনার জন্য এই জয় ছিল খুবই গুরুত্বপূর্ণ। কারণ, শিরোপার লড়াইয়ে টিকে থাকতে রিয়ালের সঙ্গে ব্যবধান কমানো ছিল জরুরি। এখন লিগ টেবিলে ২২ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৪৯ পয়েন্ট, বার্সেলোনা পিছিয়ে আছে মাত্র ৪ পয়েন্টে (৪৫)। সমান ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ৪৮ পয়েন্ট নিয়ে অবস্থান করছে দ্বিতীয় স্থানে।
বল দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও প্রথমার্ধে আলাভেসের রক্ষণ ভাঙতে পারেনি বার্সা। ম্যাচের ৬ মিনিটেই দারুণ সুযোগ পেয়েছিলেন রাফিনহা, কিন্তু তিনি শট মারেন বাইরে। এর আগে দুর্দান্ত এক মুহূর্ত উপহার দেন লামিনে ইয়ামাল। নিজের অর্ধ থেকে বল পেয়ে একে একে পাঁচ-ছয়জন প্রতিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে সামনে এগিয়ে যান তিনি। ১৭ বছর বয়সী এই প্লে মেকারের ড্রিবলিং দেখে মনে হচ্ছিল, যেন ভিডিও গেমের কোনো চরিত্র মাঠে খেলছে!
দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ তৈরি করলেও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৬১ মিনিট পর্যন্ত। পেদ্রির ক্রসে লামিনে ইয়ামালের ভলি প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে লেভানডফস্কির সামনে চলে আসে। গোলবারের একদম সামনে বল পেয়ে নিশ্চিতভাবেই তা জালে জড়ান পোলিশ স্ট্রাইকার। এই একমাত্র গোলেই গুরুত্বপূর্ণ জয় পায় বার্সেলোনা, যা শীর্ষ লড়াইয়ে তাদের অবস্থান আরও মজবুত করল।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে কোয়ান্টামের সম্মাননা
তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা জানিয়েছে কোয়ান্টাম। বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক।
অনুষ্ঠানে কমপক্ষে তিনবার রক্তদান করে লাইফ লং, ১০ বারের দানে সিলভার, ২৫ বারে গোল্ডেন এবং ৫০ বার রক্তদান করে প্লাটিনাম ক্লাবের সদস্য হয়েছেন- এমন তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয়। স্বেচ্ছা রক্তদাতাদের উদ্বুদ্ধ করতে প্রধান অতিথি এ সময় তাদের হাতে ক্রেস্ট, মেডেল ও সম্মাননা সনদ তুলে দেন।
কোয়ান্টাম ফাউন্ডেশন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রম, কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান।
অনুষ্ঠানে আলোচকরা জানান, স্বেচ্ছা রক্তদাতারা সামাজিক দায়িত্ব পালন করছেন। তারা মুমূর্ষু রোগীদের শুধু সেবা-ই করছেন না, রক্তদানের মাধ্যমে নিজেরাও শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিকভাবে ভালো থাকছেন, প্রশান্ত থাকছেন। স্বেচ্ছা রক্তদাতারাই সমমর্মী মানবিক দেশ গড়ছেন উল্লেখ করে নতুন স্বেচ্ছা রক্তদাতাদের মাধ্যমে দেশের রক্ত চাহিদা পুরোপুরি মেটানোর আশাবাদ ব্যক্ত করেন আলোচকরা।
অনুষ্ঠানে স্বেচ্ছা রক্তদাতাদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন ৫০ বারের রক্তদাতা নাহিদ নিগার ও ২৫ বারের রক্তদানকারী আয়েশা সুলতানা। এসময় রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুভূতির কথা জানান নিয়মিত রক্তগ্রহীতা থ্যালাসেমিয়া রোগী রোকসানা খাতুন রিনা।