দ্বিপক্ষীয় সফরে আফ্রিকা গেলেন পররাষ্ট্র সচিব
Published: 3rd, February 2025 GMT
দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার জন্য আফ্রিকা গেছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। এ সফরে আফ্রিকার দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতির দুই দেশ মিসর ও আলজেরিয়ার সঙ্গে দ্বিতীয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ‘ফরেন অফিস কনসালটেশন’ (এফওসি) করবেন তিনি। দ্বিপক্ষীয় এ সফরের উদ্দেশে গতকাল রোববার ঢাকা ছাড়েন সচিব।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও আলজেরিয়া এবং ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ও মিসরের মধ্যে সচিব পর্যায়ের দ্বিতীয় দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল অংশ নেবে।
জানা গেছে, মিসর ও আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের রপ্তানি বাজার প্রসার ও রপ্তানি পণ্যের বৈচিত্র্য আনার ভালো সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতার উজ্জ্বল সম্ভাবনা থাকায় এবারের এফওসিতে এ বিষয়গুলো প্রাধান্য পাবে। পাশাপাশি দুই দেশের মধ্যে জ্বালানিবিষয়ক একটি সমঝোতা স্মারক আলোচনায় রয়েছে। আলজেরিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশের এফবিসিসিআই এবং মিসরের ফেডারেশন অব চেম্বার অব কমার্সের সঙ্গে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দুটি সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়েছে।
বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি এবং ইনস্টিটিউট অব ডিপ্লোমেসি অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন্স আলজেরিয়ার মধ্যকার সহযোগিতা-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা এ সফরে সই হতে পারে। এর আগে ২০২২ সালে ভার্চুয়াল সভার মাধ্যমে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে এবং ২০১৮ সালে ঢাকায় বাংলাদেশ ও মিসরের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দ্বিপক্ষীয় সফরে আফ্রিকা গেলেন পররাষ্ট্র সচিব
দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার জন্য আফ্রিকা গেছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। এ সফরে আফ্রিকার দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতির দুই দেশ মিসর ও আলজেরিয়ার সঙ্গে দ্বিতীয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ‘ফরেন অফিস কনসালটেশন’ (এফওসি) করবেন তিনি। দ্বিপক্ষীয় এ সফরের উদ্দেশে গতকাল রোববার ঢাকা ছাড়েন সচিব।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও আলজেরিয়া এবং ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ও মিসরের মধ্যে সচিব পর্যায়ের দ্বিতীয় দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল অংশ নেবে।
জানা গেছে, মিসর ও আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের রপ্তানি বাজার প্রসার ও রপ্তানি পণ্যের বৈচিত্র্য আনার ভালো সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতার উজ্জ্বল সম্ভাবনা থাকায় এবারের এফওসিতে এ বিষয়গুলো প্রাধান্য পাবে। পাশাপাশি দুই দেশের মধ্যে জ্বালানিবিষয়ক একটি সমঝোতা স্মারক আলোচনায় রয়েছে। আলজেরিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশের এফবিসিসিআই এবং মিসরের ফেডারেশন অব চেম্বার অব কমার্সের সঙ্গে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দুটি সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়েছে।
বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি এবং ইনস্টিটিউট অব ডিপ্লোমেসি অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন্স আলজেরিয়ার মধ্যকার সহযোগিতা-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা এ সফরে সই হতে পারে। এর আগে ২০২২ সালে ভার্চুয়াল সভার মাধ্যমে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে এবং ২০১৮ সালে ঢাকায় বাংলাদেশ ও মিসরের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।