কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া মারা গেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন তথ্য ছড়িয়ে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল নেতা সাইফ উদ্দিন। 

রোববার সাইফ উদ্দিনের ফেসবুক আইডি থেকে বলা হয়, ‘ঢাকা থেকে সড়ক পথে কুমিল্লা আসার পথে বিএনপির কুমিল্লা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা বরকত উল্লাহ বুলু ও মোস্তাক মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উনাদের মৃত্যুতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী শোকাহত।’    

পরে খবরটি ভুয়া বলে নিশ্চিত করে বিএনপি নেতা মোস্তাক মিয়া নিজেই তার ফেসবুকে পোস্ট দিয়ে  জানান। 

এদিন রাতে মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো.

সাইফ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙের অভিযোগের ভিত্তিতে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ৪ ফেব্রুয়ারি দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কারণ দর্শাতে হবে। 

তবে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন বলেন, আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। সেখান থেকে ভুল খবর পোস্ট করা হয়। বিএনপির দুই নেতা মারা যাওয়ার খবরটি মিথ্যা ছিল। আমি দুঃখ প্রকাশ করছি। 

কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া জানান, দক্ষিণ জেলা বিএনপির আজ আহ্বায়ক কমিটি ঘোষণার পর এক ছাত্রদল নেতা তার ফেসবুক আইডিতে একটি ভুল খবর পোস্ট করে। পরে খবরটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ছ ত রদল র ফ সব ক ব এনপ র ছ ত রদল

এছাড়াও পড়ুন:

বাড়ি থেকে ফেরার পথে কুমিল্লায় হঠাৎ অসুস্থ বিএনপি নেতা বরকতউল্লা, নেওয়া হচ্ছে ঢাকায়

নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। গতকাল রোববার রাতে তাঁকে কুমিল্লা নগরের ঝাউতলা এলাকার একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

আজ সোমবার সকাল সাতটার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে বরকতউল্লাকে ঢাকায় নেওয়া হয়েছে। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বরকতউল্লার স্ত্রী শামীমা বরকত।

শামীমা বরকত মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর স্বামীর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাঁকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে সকাল সাতটার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হবে।

এর আগে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক হয়ে ঢাকায় ফেরার পথে লাকসামে গতকাল রাত সাড়ে আটটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির জ্যেষ্ঠ নেতা বরকতউল্লা।

গতকাল দিবাগত রাত ১২টার দিকে হাসপাতালে বরকতউল্লার সঙ্গে থাকা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা বলেন, ‘বুলু ভাই দলীয় ও ব্যক্তিগত কাজ শেষে ঢাকায় ফেরার পথে লাকসামে হঠাৎ তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। এরপর দ্রুত তাঁকে কুমিল্লা শহরে নিয়ে আসা হলে আমরা তাঁকে মুন হাসপাতালে ভর্তি করি। চিকিৎসক দ্রুত তাঁকে সিসিইউতে পাঠান।’

ইউসুফ মোল্লা আরও বলেন, চিকিৎসক জানিয়েছেন, বরকতউল্লার ফুসফুসে সমস্যা রয়েছে। এ জন্য শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তবে ভয়ের কিছু নেই বলেও চিকিৎসক জানিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • সৎমাকে কুপিয়ে হত্যার অভিযোগ, মা–বাবাসহ পালিয়েছেন ছেলে
  • বাড়ি থেকে ফেরার পথে কুমিল্লায় হঠাৎ অসুস্থ বিএনপি নেতা বরকতউল্লা, নেওয়া হচ্ছে ঢাকায়
  • বরকত উল্লাহ বুলু অসুস্থ হয়ে কুমিল্লায় হাসপাতালে ভর্তি