অনুষ্ঠিত হলো জিপিএইচের মহারাজ দরবার
Published: 2nd, February 2025 GMT
জিপিএইচ ইস্পাত আয়োজিত গ্র্যান্ড ইভেন্ট জিপিএইচ মহারাজ দরবার-২০২৪-এর মূল পর্ব অনুষ্ঠিত হয়েছে। এই ফ্ল্যাগশিপ ইভেন্টের মাধ্যমে জিপিএইচ তাদের চ্যানেল পার্টনারদের বার্ষিক পারফরম্যান্সের ভিত্তিতে বিশেষ সম্মাননা দিয়ে থাকে। সম্প্রতি ২০২৪ সালের পারফরম্যান্সের ভিত্তিতে এই বিশেষ আয়োজন করে জিপিএইচ ইস্পাত।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহারাজ দরবারে বিশ্বসেরা কোয়ান্টাম স্টিলের বাজারজাতকরণ, জিপিএইচ কোয়ান্টাম বি৬০০ সিআর ও বি৬০০ ডিআরের বাজার সম্প্রসারণ, বছরব্যাপী বিক্রয়ের ধারাবাহিক সাফল্য ধরে রাখাসহ বিভিন্ন ক্যাটেগরিতে ২০২৪ সালের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে চ্যানেল পার্টনারদের সম্মাননা দেওয়া হয়। জিপিএইচের ১৮৫ জন চ্যানেল পার্টনার এই ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাদের মধ্যে থেকে সেরা ১০ জনকে মহারাজ সম্মাননা এবং পরবর্তী সেরা ১০ জনকে মহাবীর সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে ১৮ জন চ্যানেল পার্টনারকে ‘বীরপ্রতাপ’ উপাধিতে সম্মানিত করা হয়।
এবারের সেরা ১০ জন মহারাজ হলেন– টেকনাফের মাহাবুব ব্রাদার্সের মাহাবুবুর রহমান, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীর আল আমিন ট্রেডার্সের সিরাজুর রহমান, ঢাকা ক্যান্টনমেন্টের রহমান প্রপার্টিজ অ্যান্ড ট্রেডিং করপোরেশনের জাকির হোসেন, ঢাকার আশুলিয়ার হক ট্রেডার্সের জাকারুল হক, ঢাকার ভাটারার কে এ স্টিল হাউসের আশারফ আলী, চট্টগ্রামের রাজাখালীর রাকিব আহমেদ চৌধুরী, ঢাকার কেরানীগঞ্জের সৌরভ এন্টারপ্রাইজের সম্ভু দাস, উত্তরার তুরাগের আল-হাবিব স্টিল করপোরেশনের কামাল হোসেন, চট্টগ্রামের ঈসা খান নেভি গেটের ফয়সাল অ্যান্ড ব্রাদার্সের আজিজুল হক ফয়সাল এবং সাভারের ঢাকা ট্রেড লিঙ্কের মিজানুর রহমান মিলন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনুষ্ঠানের এ চ্যানেল পার্টনারদের সন্তানদের জিপিএ ৫ সম্মাননা এবং তাদের মায়েদের ‘কৃতী মা’ সম্মাননা দেওয়া হয়। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনে চ্যানেল পার্টনারদের পরিবার নিয়ে ‘জিপিএইচ ফ্যামিলি নাইট’ অনুষ্ঠিত হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: চ য ন ল প র টন র র রহম ন জ প এইচ
এছাড়াও পড়ুন:
ইউনাইটেড ফাইন্যান্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারের আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে সোমবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুলাই ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ প্রদানে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মে।
সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৬ টাকা।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৮৪ টাকা।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা