অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের যে বৃত্তি দেয় সেগুলোর অন্যতম একটি অ্যাওয়ার্ডস স্কলারশিপ। অস্ট্রেলিয়ার বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিভাগে এ বৃত্তি দেওয়া হয়। এ বৃত্তি পেলে স্বাস্থ্য, ডেভেলপমেন্ট, পরিবেশ, সাসটেইনেবিলিটি, ট্রেড, পাবলিক পলিসি, অর্থনীতি, গভর্ন্যান্স, ইনফ্রাস্ট্রাকচার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ব্লু ইকোনমিসহ বিভিন্ন বিষয়ে পড়া যাবে দেশটিতে। বাংলাদেশিসহ বিশ্বের আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের সুযোগ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। 
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডসে সুযোগ-সুবিধা
*সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ
*বই ও পড়াশোনার আনুষঙ্গিক জিনিসের খরচ
*বিমানে ইকোনমি ক্লাসে যাতায়াতের টিকিট
*বসবাসের খরচ ও স্বাস্থ্যবীমার সুবিধা
*কোর্স ভেদে ফিল্ডওয়ার্কের সুযোগ-সুবিধাও আছে।
আবেদনের যোগ্যতা
*১৮ বছরের ঊর্ধ্বে বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারেন
*অস্ট্রেলিয়ার নাগরিকত্ব যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন না
*অস্ট্রেলিয়ার নাগরিকের সঙ্গে বাগদান বা বিবাহিত হলে আবেদন করা যাবে না
*কোনো সামরিক সেবার সঙ্গে যুক্ত থাকা যাবে না
*আইইএলটিএস স্কোর কমপক্ষে ৬ দশমিক ৫ হতে হবে এবং প্রতিটি ব্যান্ড স্কোর হতে হবে ৬ অথবা
*ইন্টারনেট টেস্টে টোয়েফলে স্কোর কমপক্ষে ৮৪ (আইবিটি) অথবা
*পিটিই অ্যাকাডেমিক স্কোর ৫৮।
আবেদন পদ্ধতি
আবেদনের বিস্তারিত জানা যাবে– https://australiaawardsbangladesh.

org/get-ready-to-apply-2026/?fbclid=IwY2xjawH0bahleHRuA2FlbQIxMAABHWkt7TxGkXkhpM8FOlj10i8auiUnQtI6Stz9UfGF7eoqCQx1sRIh8J0NMQ_aem_ksULw-KVoTlsr0CutsPifA


কানাডার অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সাসকাচুয়ান। এটি দেশটির সরকারি গবেষণা প্রতিষ্ঠানও। এটি চিকিৎসাক্ষেত্রে গবেষণায় অবদানের জন্যও পরিচিত। ১৯০৭ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের একটি বৃত্তি ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 
সুযোগ-সুবিধা  
lকানাডিয়ার সংস্কৃতি অন্বেষণ ও সেখানকার উচ্চশিক্ষা অর্জনের সুযোগ।
lনির্বাচিত শিক্ষার্থীদের এককালীন ১০ হাজার কানাডিয়ান ডলার দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
lআন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
lস্নাতক ডিগ্রিতে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
lইংরেজিতে দক্ষ হতে হবে। এর দক্ষতা পরীক্ষার স্কোর (আইইএলটিএস ও টোয়েফল) জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ
১৫ ফেব্রুয়ারি ২০২৫।
বিস্তারিত জানতে
https://admissions.usask.ca/ money/ search-awards.phpaward= 301371ES01 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ফরিদপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ২২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছ। এতে কমপক্ষে ২২ জন আহত হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের খাইরদিয়া গ্রামে সংঘর্ষ হয়। গুরুতর আহত ১৪ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘারুয়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও ঘারুয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কৃষক দলের সভাপতি করিম মোল্লার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। গত ২৫ জানুয়ারি ঘারুয়া ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। সমাবেশে খারদিয়া গ্রাম থেকে কৃষক দলের মিছিল বের করলে প্রতিপক্ষ বিএনপি নেতা আনোয়ারের লোকজন বাধা দেয়। এ নিয়ে কয়েক দিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করতে থাকে।

আরো পড়ুন:

নঙ্গলকোটে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শনিবার আনোয়ার হোসেন, ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নয়ন খা, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ইয়াদ আলী মীর, মন্নু ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক চান মিয়া খিচুড়ি খাওয়ার আয়োজন করেন। 

পূর্বের জের ধরে আজ সকালে আনোয়ারের গ্রুপের লোকজন সঙ্গবদ্ধ হয়ে প্রথমে শরিফাবাদ বাজারে মহড়া দেয়। তখন করিম মোল্লার লোকজন ভয়ে দোকানপাট বন্ধ করে চলে যায়। পরে তারা কৃষক দলের করিম মোল্লার বাড়ির দিকে হামলা করতে এগিয়ে যায়। তখন করিম মোল্লা গ্রুপের লোকজন সঙ্গবদ্ধ হয়ে পাল্টা ধাওয়া দেয়। এ সময় উভয় দলের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে এবং ঢাল, সড়কি, টেঁটা, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের নারী-পুরুষসহ কমপক্ষে ২২ জন আহত হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

ঘারুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কৃষক দলের সভাপতি করিম মোল্লা বলেন, ‘‘৫ আগস্টের পরে বিএনপি নেতা আনোয়ার হোসেন আওয়ামী লীগের লোকজনকে সঙ্গে নিয়ে আমাদের ওপর অত্যাচার করে। গত ২৫ জানুয়ারি আমাদের কৃষকদলের মিছিল বের করতে বাধা দেয়। গতকাল শনিবার তিনি ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিয়ার, বর্তমান সভাপতি নয়ন খাকে নিয়ে খিচুড়ি খাওয়ার আয়োজন করেন। আওয়ামী লীগের লোকজন নিয়ে দলভারি করে আমার বাড়িতে ঘেরাও করে রাখেন। তখন ইজ্জত বাঁচাতে তাদের ধাওয়া করা হয়।’’

বিএনপি নেতা আনোয়ার হোসেন বলেন, ‘‘আওযামী লীগের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর এক নম্বর সমর্থক নিরু খলিফার লোকজন আমাদের বিএনপি নেতাকর্মীর ওপরে হামলা চালিয়ে আহত করেছেন।’’

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গ্রামবাসীর মাঝে সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা/তামিম/বকুল 

সম্পর্কিত নিবন্ধ

  • তাজিকিস্তানে কারাগারে দাঙ্গায় ৫ বন্দি নিহত
  • ইতালি নেয়ার প্রলোভনে লিবিয়ায় নির্যাতন, অর্ধশত যুবক নিখোঁজ
  • শহীদুল ইসলাম বাবুল ও শামা ওবায়েদ গ্রুপের সংঘর্ষ, আহত ২৫
  • ফরিদপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ২২