অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের যে বৃত্তি দেয় সেগুলোর অন্যতম একটি অ্যাওয়ার্ডস স্কলারশিপ। অস্ট্রেলিয়ার বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিভাগে এ বৃত্তি দেওয়া হয়। এ বৃত্তি পেলে স্বাস্থ্য, ডেভেলপমেন্ট, পরিবেশ, সাসটেইনেবিলিটি, ট্রেড, পাবলিক পলিসি, অর্থনীতি, গভর্ন্যান্স, ইনফ্রাস্ট্রাকচার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ব্লু ইকোনমিসহ বিভিন্ন বিষয়ে পড়া যাবে দেশটিতে। বাংলাদেশিসহ বিশ্বের আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের সুযোগ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। 
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডসে সুযোগ-সুবিধা
*সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ
*বই ও পড়াশোনার আনুষঙ্গিক জিনিসের খরচ
*বিমানে ইকোনমি ক্লাসে যাতায়াতের টিকিট
*বসবাসের খরচ ও স্বাস্থ্যবীমার সুবিধা
*কোর্স ভেদে ফিল্ডওয়ার্কের সুযোগ-সুবিধাও আছে।
আবেদনের যোগ্যতা
*১৮ বছরের ঊর্ধ্বে বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারেন
*অস্ট্রেলিয়ার নাগরিকত্ব যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন না
*অস্ট্রেলিয়ার নাগরিকের সঙ্গে বাগদান বা বিবাহিত হলে আবেদন করা যাবে না
*কোনো সামরিক সেবার সঙ্গে যুক্ত থাকা যাবে না
*আইইএলটিএস স্কোর কমপক্ষে ৬ দশমিক ৫ হতে হবে এবং প্রতিটি ব্যান্ড স্কোর হতে হবে ৬ অথবা
*ইন্টারনেট টেস্টে টোয়েফলে স্কোর কমপক্ষে ৮৪ (আইবিটি) অথবা
*পিটিই অ্যাকাডেমিক স্কোর ৫৮।
আবেদন পদ্ধতি
আবেদনের বিস্তারিত জানা যাবে– https://australiaawardsbangladesh.

org/get-ready-to-apply-2026/?fbclid=IwY2xjawH0bahleHRuA2FlbQIxMAABHWkt7TxGkXkhpM8FOlj10i8auiUnQtI6Stz9UfGF7eoqCQx1sRIh8J0NMQ_aem_ksULw-KVoTlsr0CutsPifA


কানাডার অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সাসকাচুয়ান। এটি দেশটির সরকারি গবেষণা প্রতিষ্ঠানও। এটি চিকিৎসাক্ষেত্রে গবেষণায় অবদানের জন্যও পরিচিত। ১৯০৭ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের একটি বৃত্তি ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 
সুযোগ-সুবিধা  
lকানাডিয়ার সংস্কৃতি অন্বেষণ ও সেখানকার উচ্চশিক্ষা অর্জনের সুযোগ।
lনির্বাচিত শিক্ষার্থীদের এককালীন ১০ হাজার কানাডিয়ান ডলার দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
lআন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
lস্নাতক ডিগ্রিতে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
lইংরেজিতে দক্ষ হতে হবে। এর দক্ষতা পরীক্ষার স্কোর (আইইএলটিএস ও টোয়েফল) জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ
১৫ ফেব্রুয়ারি ২০২৫।
বিস্তারিত জানতে
https://admissions.usask.ca/ money/ search-awards.phpaward= 301371ES01 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ঈদের আগে ডিপিএলে খেলতে পারবেন না মুশফিক

ইনজুরি যেন পিছুই ছাড়ছে না পেসার মুশফিক হাসানের। এবার ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে নেমেই ইনজুরিতে পড়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই পেসার।

রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে গত ৬ মার্চ মাংসপেশিতে টান লেগে মাঠের বাইরে চলে যান মুশফিক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মুশফিকে মাঠে ফিরতে কমপক্ষে দুই সপ্তাহ লাগবে। তবে ঈদের আগে তাকে আর পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক। মুঠোফোনে দেবাশীষ বলেন, “ওর মাংসপেশিতে টান লেগেছে। দুই সপ্তাহ লাগবে কমপক্ষে সুস্থ হয়ে ফিরতে। ঈদের আগে খেলার সম্ভাবনা নেই। খুব কঠিন হবে।”

আরো পড়ুন:

নারী ডিপিএলে জ্যোতির সেঞ্চুরি 

ইয়াসির আলীর ১৪৩, আফিফ-সাইফ নার্ভাস নাইন্টির শিকার 

ধারণা করা হচ্ছে রোজা রেখে খেলায় পানিশূন্যতা থেকে এমন হতে পারে। তবে নিশ্চিত নন বিসিবির এই চিকিৎসক, “হতে পারে। কিন্তু এটার কোনো প্রমাণ নেই। এমনিতে আমাদের নির্দেশনা হচ্ছে ম্যাচের আগের দিন, ম্যাচের দিন এবং পরের দিন পরিচর্যা করতে। এটাতো লম্বা সময়ের খেলা। যার যার ব্যক্তিগত ব্যাপার।”

রূপগঞ্জের বিপক্ষে মুশফিক বোলিং করেছেন মাত্র ১.৩ ওভার। ওভারের মাঝেই ছিটকে যান। বাকি ৩ বল করে দেন রনি তালুকদার। মুশফিক এদিন ১৪ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট।
এদিকে ইনজুরির কারণে মাহমুদউল্লাহ রিয়াদও ছিটকে গেছেন। চ্যাম্পিয়নস ট্রফি থেকে বয়ে আনা চোটের কারণে লম্বা সময় তাকে পাবে না মোহামামেডান। মাহমুদউল্লাহর পর মুশফিকের চোট নিশ্চিতভাবে তামিম ইকবালের দলকে টুর্নামেন্টে ভোগাবে।

ঢাকা/রিয়াদ/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ

  • বেসরকারি ব্যাংকে অফিসার পদে নিয়োগ, স্নাতকে আবেদন
  • ঈদের আগে ডিপিএলে খেলতে পারবেন না মুশফিক
  • তুরস্কে বিলকেন্ট ইউনিভার্সিটির বৃত্তি, আইইএলটিএসে ৬.৫ হলে আবেদন