দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃষি বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রতিষ্ঠার ঠিক দু’বছর পরই ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস)।
বাংলাদেশে অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিক সংগঠনের মধ্যে সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী এই সংগঠনটি ৬২ বছরের দীর্ঘ যাত্রায় বহু শিক্ষার্থীর সাংবাদিকতার দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। বাকৃবিসাস সদস্যদের নিবেদিতপ্রাণ লেখনীর মাধ্যমে শুধু বিশ্ববিদ্যালয়ের পঠনপ্রণালি ও গবেষণা কার্যক্রম নয়, দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সামগ্রিক উন্নয়নও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেছে এবং প্রশংসিত হয়েছে।
৬২ বছরের এই যাত্রাপথে, ২০২৫ সালের শুরুতেই নবজাগরিত বাংলায় তথা বাকৃবি প্রাঙ্গণে বাকৃবিসাস আয়োজন করে এক বর্ণাঢ্য পুনর্মিলনীর। প্রাক্তন ও বর্তমান সদস্যদের মিলনমেলায় পুনর্মিলনীর এই আয়োজন হয়ে ওঠে অনন্য। পুনর্মিলনী উপলক্ষে বাকৃবির শিক্ষক ছাত্র মিলনায়তন (টিএসসি) চত্বরে বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয় পুনর্মিলনী আয়োজনের প্রাণোচ্ছল উদযাপন। টিএসসির ৪ নম্বর কক্ষ ও সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে অঙ্কন করা হয় বর্ণিল আল্পনা। পুর্নমিলনী অনুষ্ঠান উপলক্ষে বাকৃবির ছাত্র শিক্ষক মিলনায়তনের ৪ নম্বর কক্ষের (বাকৃবিসাস কার্যালয়) সামনে বৃহস্পতিবার রাত থেকেই আনন্দ উদযাপনের রোল পড়ে গিয়েছিল। কার্যালয়ের সামনে বর্ণিল আল্পনা অঙ্কন, আলোকসজ্জায় সজ্জিত করা হয় পুরো টিএসসি চত্বরকে। এই আনন্দ উদযাপনকে পূর্ণাঙ্গ করে তুলতে এবং বাকৃবিসাসের সদস্যদের উজ্জীবিত করে রাখতে বিভিন্ন সংগীত বাজিয়ে পরিবেশকে আনন্দমুখর করে তোলা হয়। উৎসবে সবার এক হয়ে হৈ-হুল্লোড় ছিল পুনর্মিলনী উদযাপনেরই একটি মজাদার অংশ।
পুনর্মিলনীর মূল আনুষ্ঠানিকতা শুরু হয় পরদিন সকাল ৯টায়, সদস্যদের রেজিস্ট্রেশন পর্ব সম্পন্নের মাধ্যমে। বেলা ১১টায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের সেমিনার কক্ষে শুরু হয় এক বিশেষ সেমিনার। প্রাক্তন ও বর্তমান সদস্যদের পরিচিতি পর্বের মাধ্যমে শুরু হওয়া সেমিনারে পরিচিতি পর্ব শেষে প্রদর্শিত হয় সংগঠনের সোনালি অতীতের কিছু স্মরণীয় মুহূর্ত। প্রাক্তন সদস্যরা তাদের স্মৃতি ও অভিজ্ঞতা বাকৃবিসাসের বর্তমান সদস্যদের সঙ্গে ভাগ করে নেন। স্মৃতিচারণ ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পর্বে বাকৃবিসাসের সাবেক সভাপতি নাজিব মুবিন বলেন, বাকৃবি সাংবাদিক সমিতি ছিল আমার পরিবার। সুখে-দুঃখে এ পরিবার পাশে ছিল। আজও আমার কর্মজীবনে সমিতির অভিজ্ঞতা প্রতিফলিত হচ্ছে। বাকৃবিসাসের সাধারণ সম্পাদক তানিউল করিম জীম বলেন, 'পুনর্মিলনী শুধু স্মৃতিচারণ নয়, এটি বর্তমান ও ভবিষ্যতের মধ্যে এক সেতুবন্ধন।
বাকৃবিসাসের অন্যতম সাবেক সভাপতি শাহীদুজ্জামান সাগর বলেন, পুরোনো প্রজন্মের সদস্যদের সঙ্গে দেখা ও অভিজ্ঞতা বিনিময় ছিল অন্যরকম। তাদের হাতের লেখা সংবাদপাঠের গল্প আমাদের নতুনভাবে অনুপ্রাণিত করেছে। স্মৃতিচারণ পর্ব শেষে প্রাক্তন ও বর্তমান সদস্যরা একত্রিত হয়ে একটি গ্রুপ ছবি ধারণ করে। এরই মধ্য দিয়ে সেমিনার পর্বের সমাপ্তি ঘটে। সেমিনারের পর মধ্যাহ্নভোজ শেষে শুরু হয় খেলাধুলার আয়োজন। বল নিক্ষেপ, হাঁড়ি ভাঙা এবং ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়ে সবাই দিনটিকে আনন্দঘন করে তোলে। খেলাধুলা পর্ব শেষে সবাই বেরিয়ে পড়ে ব্রহ্মপুত্র নদের উদ্দেশে। সেখানে নৌবিহার পর্বের আয়োজন করা হয়েছিল।
সন্ধ্যায় আয়োজিত বারবিকিউ পার্টি এবং ব্যাডমিন্টন টুর্ণামেন্টে অংশগ্রহণকারীদের মাঝে সৃষ্টি হয় এক প্রাণবন্ত পরিবেশ। রাতের পুরস্কার বিতরণ পর্বে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। v
উৎস: Samakal
কীওয়ার্ড: আনন দ শ ভ য ত র র পর ব পর ব শ পর ব র আনন দ
এছাড়াও পড়ুন:
বড় উৎসবের আগে রঙিন পাহাড়
মঞ্চে ঐতিহ্যবাহী লাল-হলুদ পোশাক পরে তরুণীরা নৃত্যরত। তাদের হাতে হলুদ রঙের ছাতা। মঞ্চ সাজানো হয়েছে নানা রঙের বেলুন দিয়ে। মূলত পাহাড়ের সবচেয়ে বড় উৎসবকে স্বাগত জানাতেই রঙিন এ আয়োজন।
গতকাল বুধবার খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়। জেলা পরিষদ প্রাঙ্গণে শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করে ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু, মারমা সম্প্রদায়ের সাংগ্রাই, চাকমা সম্প্রদায়ের বিজু ও বাঙালির চৈত্রসংক্রান্তি এবং বর্ষবরণ উৎসবকে (বৈসাবি) স্বাগত জানান। এর আগে সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে বৈসাবি উৎসবের প্রাথমিক আয়োজনের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। আগামী ১২ এপ্রিল থেকে তিন দিনের মূল উৎসব শুরু হওয়ার কথা।
পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি সম্প্রদায়ের প্রধান এ উৎসব সামনে রেখে বুধবার রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা পুরোনো বছরের সব দুঃখ-কষ্ট-গ্লানি মুছে দিয়ে বাংলার নতুন বছরে সবার সুখ-শান্তির প্রত্যাশা করেন।
বিজু-সাংগ্রাই-বৈসুক-বিষু-বিহু উদযাপন কমিটির উদ্যোগে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায়। উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার। স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির সদস্য সচিব ইন্টুমণি তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে আদিবাসী পাহাড়ি শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। পরে পৌরসভা প্রাঙ্গণ থেকে জেলা শিল্পকলা একাডেমি চত্বর পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আদিবাসী পাহাড়ি নারী-পুরুষ র্যালিতে অংশ নেন তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে।
প্রধান অতিথির বক্তব্যে চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায় বলেন, দেশে বিভিন্ন সংস্কার কমিশন গঠিত হয়েছে। অধিকাংশ কমিশন প্রতিবেদনে আদিবাসীদের স্বকীয়তা ও বাংলাদেশের বহুত্ববাদের কথা প্রতিফলিত হবে বলে তিনি প্রত্যাশা করেন। কিন্তু এসব প্রতিবেদন তাঁর আশা পূরণে সক্ষম হয়নি। সামনের বিজু সাংগ্রাইং বৈসুক উৎসবটি সবার বাড়িতে সমৃদ্ধি বয়ে আনবে ও পাহাড়ে শান্তি পুনঃপ্রতিষ্ঠা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ঊষাতন তালুকদার বিজু, সাংগ্রাই, বৈসুক উৎসবের শুভদিনে যাতে সবাই একসঙ্গে নাচ-গানে, সুন্দর ও সাবলীলভাবে উদযাপন করতে পারে, সে জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-বিহু-চাংক্রান পার্বত্য চট্টগ্রামের আদিবাসী পাহাড়ি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব। বাংলা বর্ষের শেষ দু’দিন ও নতুন বছরের প্রথম দিন এ উৎসব উদযাপন করে থাকে পাহাড়িরা। উৎসবটি উচ্চারণগতভাবে বিভিন্ন নামে উদযাপন করলেও এর নিবেদন একই। তাই উৎসবটি আদিবাসী পাহাড়িদের শুধু আনন্দের নয়; পার্বত্য চট্টগ্রামের সব সম্প্রদায়ের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ঐক্য ও মৈত্রী বন্ধনের প্রতীক বটে।
বিজু-সাংগ্রাই-বৈসু উৎসব উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে উদ্বোধনী দিনে খেলাধুলা, বলিখেলা ও কাপ্তাই হ্রদের পানিতে ফুল নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হবে। পরদিন রয়েছে আপ্যায়ন ও ঘুরে বেড়ানোর আয়োজন।