বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব আয়োজিত আন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ। পাশাপাশি মেয়েদের প্রীতি হ্যান্ডবল টুর্নামেন্টে পেনাল্টিতে ফনিক্স ফ্লায়ার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দ্য ফিয়ারসাম।
সম্প্রতি মেয়েদের হ্যান্ডবল টুর্নামেন্ট দিয়ে খেলা শুরু হয়। মেয়েদের হ্যান্ডবল টুর্নামেন্টে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ২৬ জানুয়ারি শুরু হওয়া ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ এবং নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগ।
ফাইনাল ম্যাচের উত্তেজনাপূর্ণ খেলায় নির্দিষ্ট সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলা বর্ধিত সময় গড়ায়। গোল না হওয়ায় পেনাল্টির মাধ্যমে জয়ী দল নির্ধারণ করা হয়। পেনাল্টিতে জয়ী হয় ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগের দল।
খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। খেলা শেষে তিনি বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ডিন, শিক্ষক ও অন্যান্য কর্মকর্তা। প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রাণবন্তভাবে এ খেলায় অংশগ্রহণ করেছে। এখন থেকে এ ধরনের খেলা নিয়মিত আয়োজন করা হবে। পাশাপাশি তিনি এ ধরনের টুর্নামেন্টের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিন দিনব্যাপী এ আন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্ট মিরপুরের সাগুফতা এলাকার স্পোর্টস এরিনায় অনুষ্ঠিত হয়। ৫টি বিভাগের ৫টি দল এ খেলায় অংশগ্রহণ করে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টস ল

এছাড়াও পড়ুন:

কেএফসি, ডোমিনোজ ও বাটার শোরুমে হামলার ঘটনায় মামলা

খুলনায় কেএফসি, ডোমিনোজ ও বাটার শোরুমে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সোনাডাঙ্গা মডেল থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে দায়ের হওয়া এসব মামলায় অজ্ঞাত প্রায় ২ হাজার ৯০০ জনকে আসামি করা হয়েছে।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘‘বাটার শোরুমের ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ম্যানেজার তৌহিদুল ইসলামের দায়ের করা মামলায় ১২০০-১৩০০ জন, কেএফসি ম্যানেজার সুজন মন্ডলের মামলায় ৭০০-৮০০ জন এবং ডোমিনোজ পিৎজার ম্যানেজার শামসুল আলমের দায়ের করা মামলায় আরো ৭০০-৮০০ জনকে আসামি করা হয়েছে। পৃথক মামলার এজাহারে বাদী তাদের নিজ প্রতিষ্ঠান ভাঙচুর, সম্পদ ও অর্থ লুটপাটের কথা উল্লেখ করেছেন।’’

তিনি আরো বলেন, ‘‘সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে অন্য ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এছাড়া, সোমবার রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে আটক ৩১ জনকে পৃথক তিন মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’’

আরো পড়ুন:

স্কুলছাত্রীর ছবি ও ভিডিও ধারণ, আদালতে মামলা

কক্সবাজারে রেস্টুরেন্টে হামলার ঘটনায় মামলা, আসামি ৩০০

উল্লেখ্য, গত সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে একদল সুযোগসন্ধানী মানুষ কেএফসি, বাটা ও ডমিনোজ পিৎজার শোরুমে হামলা, ভাঙচুর ও লুটপাট করে।

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ