সংস্কারের আলাপ যত, সংকট তত: তারেক রহমান
Published: 2nd, February 2025 GMT
‘সংস্কার প্রস্তাবের আলাপ-আলোচনা যত বেশি দীর্ঘায়িত হবে, দেশ তত বেশি সংকটে পড়বে’, এমন শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক কর্মশালায় দেশের বর্তমান অবস্থা তুলে ধরে এ শঙ্কা প্রকাশ করেন বিএনপির এই শীর্ষ নেতা।
তারেক রহমান বলেন, “যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার সংস্কার করে এই আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘতর করতে থাকি; তাহলে যে স্বৈরাচারকে দেশের সকল মানুষ দলমত নির্বিশেষে, শ্রেণি-পেশা নির্বিশেষে একত্রিত হয়ে এদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার।”
আরো পড়ুন:
সাতক্ষীরায় বিএনপির কমিটি গঠন স্থগিত
সুমনকে আহ্বায়ক করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি
“কাজেই যে সকল বিজ্ঞ ব্যক্তিবর্গ, সম্মানিত ব্যক্তিবর্গ যারা সংস্কারের কথা বলছেন, আপনাদের সকলের কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আহ্বান জানিয়ে বলতে চাই; সংস্কার সংস্কার বক্তব্য রেখে এই আলাপ দয়া করে দীর্ঘায়িত করবেন না। কারণ, আপনারা সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে।”
শ্যামপুরের কদমতলী বালুর মাঠে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক এই কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান।
‘নির্বাচন ছাড়া কোনো ভিন্ন পথ নেই’
তারেক রহমান বলেন, “সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে সবচেয়ে আগে নির্বাচনই প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে যাদের জনগণ দায়িত্ব দেবে, সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে, তাদেরই শুরু করতেই হবে।’’
“সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে দেশ, দেশের মানুষকে তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারব।”
তারেক বলেন, “আমি মনে করি, নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা যায়। এটা সকলকে অনুধাবন করতে হবে।”
“কোনো কোনো ব্যক্তি বলেন, নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি বলি, সাথে সাথে সব সমস্যার সমাধান হবে না। কিন্তু নির্বাচন হলে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে, জনগণের রায়ের মাধ্যমে যে দল, যে ব্যক্তি বা যারা দেশ পরিচালনার সুযোগ পাবে, তখন সমস্যার যে জট, সমস্যার যে গিট্টু, সেগুলো আস্তে আস্তে খোলা যাবে।”
কর্মশালায় মহানগর দক্ষিণের ২৪টি থানার বিএনপিসহ ১১টি অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
রাজধানীর যানজট, পরিবেশ দূষণ, স্বাস্থ্য সেবা, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে কয়েকজন নেতাকর্মীর প্রশ্নের জবাবও দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় কর্মশালায় বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন বক্তব্য রাখেন।
ঢাকা/নাজমুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ত র ক রহম ন ত র ক রহম ন সমস য র ব এনপ র র আল প
এছাড়াও পড়ুন:
আমরা জুলুম করে রাজনীতি করতে চাই না : নাহিদ ইসলামের বাবা
“আমরা জুলুম করে রাজনীতি করতে চাই না, জনগণ আমাদের কাজ দেখে ভালোবেসে ভোট দিলে আমরা ক্ষমতায় যাব।” বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জামির।
শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমির হল রুমে নতুন দল এনসিপির প্রথম পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বদরুল ইসলাম জামির বলেন, “আন্দোলনের পরে দেখলাম এক ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর পর আরেক ফ্যাসিস্ট সরকার মাথা চাড়া দিচ্ছে। এ জন্যই তরুণদের নেতৃত্বে এই নতুন রাজনৈতিক দলের প্রকাশ। আন্দোলনের সময় আমাদের একটা স্লোগান ছিল ‘ক্ষমতা না জনতা - জনতা জনতা’। আমরা ক্ষমতার জন্য দল করিনি, দেশ ও জনগণের সেবার জন্য দল করে জনতার কাতারেই থাকতে চাই। আমাদের দেশে তো নির্বাচন হয় না। নির্বাচনেতো ভোটের প্রতিফলন হয়নি। আর নির্বাচন যখন হয়, তখন দেশের জনগণ কিন্তু মার্কা দেখে ভোট দেয়। জনগণকে অনুরোধ করবো মার্কা দেখে নয়, দলের কাজ দেখে যেন ভোট দেন।”
এনসিপি নড়াইল জেলা শাখার আহবায়ক শরিফুল ইসলামের সভাপতিত্বে পরিচিতি সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম-আহবায়ক তানজিল আহমেদ, কমিটি উপদেষ্টা নোমান আহমেদ, জেলা নাগরিক পার্টির সদস্য সচিব পাঁচগ্রাম ইউপি চেয়ারম্যান এস এম সাইফুজ্জামান, নলদী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইলের আহবায়ক আব্দুর রহমান মেহেদী।
চলতি বছরের ২৮ ফেরুয়ারি নতুন দল গঠনের পর নড়াইলে প্রথম জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) আনুষ্ঠানিক কোনো সভা অনুষ্ঠিত হলো।
পরে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে।
ঢাকা/শরিফুল/টিপু