ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদল ও ছাত্রশিবিরের হাতাহাতি
Published: 2nd, February 2025 GMT
ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করাকে কেন্দ্র করে ছাত্রদল ও বংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে ঘটনাটি ঘটে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি শফিকুল ইসলাম খান বলেন, “আজ সকাল থেকেই ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছিল। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বহিরাগতরাও কলেজ ক্যাম্পাসে ছুটে আসেন। পরে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”
আরো পড়ুন:
গাইবান্ধার ২ আ.
টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে আ.লীগের সংঘর্ষ, আহত ৮
ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম খালিদ বলেন, “ময়মনসিংহ মেডিকেল কলেজের ঘটনার সঙ্গে ছাত্রশিবিরের কোনো কর্মী জড়িত না। ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের হাতাহাতি হয়েছে।”
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল হাসান খান বলেন, “এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি হতে আসা শিক্ষার্থীদের ফুল দেওয়াকে কেন্দ্র করে দুই দল শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”
ঢাকা/মিলন/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল হ ম ড ক ল কল জ পর স থ ত ছ ত রদল র ঘটন ইসল ম
এছাড়াও পড়ুন:
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে দুটি প্রোগ্রাম, ক্লাস ময়মনসিংহ শহরে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে সামার-২০২৫ সেশন এলএলএম (প্রফেশনাল) ও ব্যাংকিং ল অ্যান্ড করপোরেট পলিসিতে মাস্টার প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। উভয় প্রোগ্রামের ক্লাস শুক্রবার ও শনিবার ময়মনসিংহ শহরে অনুষ্ঠিত হবে।
আবেদনের যোগ্যতা—
১. এলএলএম (প্রফেশনাল) প্রোগ্রাম: অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি এলএলবি (স্নাতক) অথবা অনুমোদিত আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি (পাস) থাকতে হবে।
২. মাস্টার ইন ব্যাংকিং ল অ্যান্ড করপোরেট পলিসি: অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/সমমান অথবা ডিগ্রি (পাস) থাকতে হবে।
কোর্সের মেয়াদ—
এলএলবি (সম্মান)/ যেকোনো বিষয় থেকে স্নাতক (সম্মান) ডিগ্রিধারীদের জন্য এক বছর মেয়াদি এবং স্নাতক (পাস) ডিগ্রিধারীদের জন্য প্রোগ্রামের মেয়াদ দুই বছর।
আবেদনের নিয়ম—
১. অফিস চলাকালীন সময়ে এক হাজার টাকা সোনালী ব্যাংকের (জাককানইবি) শখায় নির্ধারিত হিসাব নম্বরে জমা দিয়ে অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
২. এ ছাড়া বিকাশ ও নগদ অ্যাকাউন্টে আবেদন ফি জমা দিয়ে ই-মেইলের মাধ্যমে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
৩. ই-মেইলে আবেদন করার ঠিকানা: [email protected]
নেদারল্যান্ডসে স্কলারশিপ, আইইএলটিএস ৬.৫ বা টোয়েফলে ৯০ থাকলে আবেদনপিএইচডি ফেলোশিপ দিচ্ছে সরকার, গবেষকেরা মাসে পাবেন ২৫০০০আবেদনের তারিখ—
১. আবেদনপত্র জমার শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত
২. ভর্তির পরীক্ষার তারিখ: ২ মে ২০২৫
৩. পরীক্ষার স্থান: আইন ও বিচার বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ
বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: https://jkkniu.edu.bd/