আগামী নির্বাচনে একজোট হচ্ছে ইসলামী দলগুলো
Published: 2nd, February 2025 GMT
বিএনপির সঙ্গে ১০ দফায় ঐক্যমত হলে আগামী নির্বাচনে ধর্মভিত্তিক দলগুলার জোট গঠনের প্রচেষ্টা অব্যহত রেখেছে চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ বিষয়ে রোববার তারা মতবিনিময় সভা করেছে মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে। রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে এ সভা হয়।
দীর্ঘ আদর্শিক বিরোধ থাকলেও গত ২১ জানুয়ারি বরিশালের চরমোনাইয়ে গিয়ে ইসলামী আন্দোলনের আমির তথা সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাত করেন জামায়াতে ইসলামীর আমির। দুজনেই সেদিন আগামী নির্বাচনে ইসলামপন্থিদের জোটের প্রয়োজনীয়তার কথা বলেন।
আলোচিত এ সাক্ষাতকে ছাপিয়ে যায় ২৬ জানুয়ারি চরমোনাই পীরের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক। ইসলামী আন্দোলনের কার্যালয়ে গিয়ে ন্যূনতম সংস্কারসহ যৌথ স্বাক্ষরে ১০ দফা ঘোষণা করেন বিএনপি মহাসচিব। তখন ধারণা করা হচ্ছিল, আগামী নির্বাচনে বিএনপির দিকেই থাকবে ইসলামী আন্দোলন। তবে সে সময়েও দলটির নেতারা সমকালকে জানিয়েছিলেন, ইসলামী দলের জোট গঠনের প্রচেষ্টা অব্যহত থাকবে।
এদিকে কওমি মাদরাসা ভিত্তিক নিবন্ধিত চার দল, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস এবং জমিয়ত উলামায়ে ইসলামকে নিয়ে জোট করার আলাপ চালাচ্ছে জামায়াত। যদিও খেলাফত মজলিস বিএনপির সঙ্গে ঐক্যমতে পৌছেছে দ্রুত নির্বাচনের দাবিতে।
এমন প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফতের বৈঠক হলো। রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক আসনে ইসলামী দলগুলোর একক প্রার্থী করার বিষয়ে আলোচনা হয়েছে। ইসলামী ও দেশপ্রেমিক দলগুলোর ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরিতে সবাই একমত হয়।
ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর সভাপতিত্বে এতে বাংলাদেশ খেলাফতের মহাসচিব মাওলানা জালালুদ্দিন, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, শরাফ উদ্দীনসহ জ্যেষ্ঠ নেতারা অংশগ্রহণ করেন। ইসলামী আন্দোলনের পক্ষে ছিলেন প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনসহ জ্যেষ্ঠ নেতারা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘গোল চুরি’ করে ক্ষমা চাইলেন রাফিনিয়া
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে জিতেছে বার্সেলোনা। বড় জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে ফেলেছে কাতালানরা। দলের একহালিতে স্ট্রাইকার রবার্ট লেভানডভিস্কি জোড়া গোল করেছেন। রাফিনিয়া ও লামিনে ইয়ামাল করেছেন একটি করে গোল।
দলের হয়ে রাফিনিয়া ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোলটি করেন। তবে গোলটি হতে পারত কাতালান ডিফেন্ডার পাও কুবার্সির। তিনি বার্সার নেওয়া ফ্রি কিক থেকে গোলের মুখে বল পেয়ে পা বাড়িয়ে শট নেন। তা গোল হয়ে যাচ্ছিল। শেষ মুহূর্তে পা বাড়িয়ে বল জালে ঢুকিয়ে দেন রাফিনিয়া।
সতীর্থ কুবার্সির ওই গোল ‘চুরি’ করায় ক্ষমা প্রার্থনা করেছেন চলতি মৌসুমে বার্সার হয়ে দুর্দান্ত ছন্দে থাকা ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। গোল হবে কিনা দ্বিধা ছিল বলেও জানিয়েছেন তিনি, ‘গোলটা নিয়ে আমি দ্বিধায় ছিলাম। অফ সাইড হয়ে যাওয়ার ভয়ে ছিলাম। শেষ পর্যন্ত তা হয়নি। আমি কুবার্সির কাছে ক্ষমা চেয়েছি। সে বলেছে- আমি কিছু মনে করিনি। এটাকে গোলে সহায়তাই মনে করেছি।’
চলতি মৌসুমে রাফিনিয়া চ্যাম্পিয়ন্স লিগে ১২ গোল করেছেন। যা মৌসুমে এখন পর্যন্ত সর্বাধিক। গোল ও গোলে সহায়তা মিলিয়ে সংখ্যাটা ১৯। এক মৌসুমে ইউরোপের লড়াইয়ে মেসির সমান গোল ও গোলে অবদান রেখেছেন তিনি। সতীর্থদের সঙ্গে ভালো বোঝাপড়ার কারণে এমনটা সম্ভব হচ্ছে বলে জানান এই বাঁ-পায়ের ফুটবলার, ‘শীর্ষ পর্যায়ের ফুটবলারদের সঙ্গে খেলা উপভোগ করি। আমরা দলের একে অপরকে খুব ভালো বুঝি। আশা করছি, এভাবে এগিয়ে যেতে পারবো।’
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত হলে ইন্টার মিলান নয়তো বায়ার্ন মিউনিখের মুখোমুখি হতে হবে বার্সার। পূর্বে বায়ার্নে ভীতে দেখা গেছে কাতালানদের। যদিও ফ্লিক এখন শেষ চার নিয়ে ভাবতে রাজি নন, ‘আমরা এখনো জিতিনি। আপনি ফুটবলে কী ঘটবে তা বলতে পারবেন না। পাগলাটে সব ঘটনা ঘটে এখানে। আমরা যেভাবে আজ খেলেছি, এভাবে পরের ম্যাচেও খেলতে হবে।’ বার্সা ও ডর্টমুন্ড দ্বিতীয় লেগে ১৬ এপ্রিল রাতে মুখোমুখি হবে।