আগামী নির্বাচনে একজোট হচ্ছে ইসলামী দলগুলো
Published: 2nd, February 2025 GMT
বিএনপির সঙ্গে ১০ দফায় ঐক্যমত হলে আগামী নির্বাচনে ধর্মভিত্তিক দলগুলার জোট গঠনের প্রচেষ্টা অব্যহত রেখেছে চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ বিষয়ে রোববার তারা মতবিনিময় সভা করেছে মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে। রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে এ সভা হয়।
দীর্ঘ আদর্শিক বিরোধ থাকলেও গত ২১ জানুয়ারি বরিশালের চরমোনাইয়ে গিয়ে ইসলামী আন্দোলনের আমির তথা সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাত করেন জামায়াতে ইসলামীর আমির। দুজনেই সেদিন আগামী নির্বাচনে ইসলামপন্থিদের জোটের প্রয়োজনীয়তার কথা বলেন।
আলোচিত এ সাক্ষাতকে ছাপিয়ে যায় ২৬ জানুয়ারি চরমোনাই পীরের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক। ইসলামী আন্দোলনের কার্যালয়ে গিয়ে ন্যূনতম সংস্কারসহ যৌথ স্বাক্ষরে ১০ দফা ঘোষণা করেন বিএনপি মহাসচিব। তখন ধারণা করা হচ্ছিল, আগামী নির্বাচনে বিএনপির দিকেই থাকবে ইসলামী আন্দোলন। তবে সে সময়েও দলটির নেতারা সমকালকে জানিয়েছিলেন, ইসলামী দলের জোট গঠনের প্রচেষ্টা অব্যহত থাকবে।
এদিকে কওমি মাদরাসা ভিত্তিক নিবন্ধিত চার দল, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস এবং জমিয়ত উলামায়ে ইসলামকে নিয়ে জোট করার আলাপ চালাচ্ছে জামায়াত। যদিও খেলাফত মজলিস বিএনপির সঙ্গে ঐক্যমতে পৌছেছে দ্রুত নির্বাচনের দাবিতে।
এমন প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফতের বৈঠক হলো। রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক আসনে ইসলামী দলগুলোর একক প্রার্থী করার বিষয়ে আলোচনা হয়েছে। ইসলামী ও দেশপ্রেমিক দলগুলোর ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরিতে সবাই একমত হয়।
ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর সভাপতিত্বে এতে বাংলাদেশ খেলাফতের মহাসচিব মাওলানা জালালুদ্দিন, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, শরাফ উদ্দীনসহ জ্যেষ্ঠ নেতারা অংশগ্রহণ করেন। ইসলামী আন্দোলনের পক্ষে ছিলেন প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনসহ জ্যেষ্ঠ নেতারা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বাঁশখালীতে ভূমি অফিসে বিশেষ সেবা বুথ চালু
বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসে মাসব্যাপী বিশেষ সেবা বুথ চালু হয়েছে। রোববার উপজেলার চাম্বল ইউনিয়ন ভূমি অফিসে বিশেষ সেবা বুথের কার্যক্রম পরিদর্শন করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসিম উদ্দিন।
পরিদর্শনকালে ভূমি সেবা নিতে আসা বিভিন্ন সেবাপ্রার্থীর সঙ্গে কথা বলেন ও তাদের সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
ভূমি অফিসের কর্মকর্তারা জানান, বিশেষ ভূমিসেবা বুথের মাধ্যমে তাৎক্ষণিক ভূমি উন্নয়ন কর আদায় এবং ভূমিবিষয়ক যে কোনো সমস্যার সমাধান প্রদান করা যাবে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম জানান, ভূমি-সংক্রান্ত বিষয়ে প্রত্যেককে সচেতন হতে হবে। তিনি ভূমিসেবা পেতে দালাল বাদ দিয়ে প্রত্যেক সেবাপ্রত্যাশীকে সরাসরি আবেদন করার আহ্বান জানান।