Risingbd:
2025-02-11@17:19:45 GMT

অস্ট্রেলিয়ায় বন্যা

Published: 2nd, February 2025 GMT

অস্ট্রেলিয়ায় বন্যা

অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডে মুষলধারে বৃষ্টিপাতের ফলে বন্যা হয়েছে। বন্যার কারণে এক নারীর মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। রবিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে জানিয়েছে, পানির বৃদ্ধি অব্যাহত থাকবে।

কুইন্সল্যান্ড রাজ্যের প্রিমিয়ার ডেভিড ক্রিসাফুলি জানিয়েছেন, শুক্রবার থেকে উত্তর-পূর্ব কুইন্সল্যান্ডের কিছু অংশে এক হাজার মিলিমিটারেরও (৩৯ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে এবং সোমবার পর্যন্ত ‘রেকর্ড বৃষ্টিপাত’ অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এটি ৬০ বছরেরও বেশি সময়ের মধ্যে এই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ বন্যা হতে পারে।

উত্তর কুইটাউনসভিল স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা গ্রুপ জানিয়েছে, নদীর পানি বৃদ্ধির সাথে সাথে শহরের এক হাজার ৭০০টি বাড়ি প্লাবিত হতে পারে। কিছু বাড়ির দ্বিতীয় তলা পর্যন্ত পানি উঠতে পারে।

রবিবার দুপুরের মধ্যে টাউনসভিলের ছয়টি শহরতলির হাজার হাজার মানুষকে তাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছিল। তবে কর্মকর্তারা জানিয়েছেন, এখনো প্রায় ১০ শতাংশ বাসিন্দা সেখানে রয়ে গেছেন।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মিরপুর সমাজসেবা অফিসে ‘তারুণ্যের উৎসব’ উদযাপিত

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ ঢাকার মিরপুর সমাজসেবা অফিসে উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার মিরপুরের সমাজসেবা অফিসের উদ্যোগে মিরপুরের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ উৎসবের আয়োজন করা হয়।

তারুণ্যের উৎসব উদযাপনে আলোচ্য অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল- কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সুবিধাভোগী তরুণ-তরুণীদের উদ্যোক্তা তৈরিতে জব ফেয়ারের আয়োজন, পরিষ্কার পরিচ্ছন্নতা জোরদার, ভালো উদ্যোক্তা তৈরির আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আব্দুস ছালাম, সমাজসেবা অফিসার, শহর সমাজসেবা কার্যালয়-৮, মিরপুর, ঢাকা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী মো. শেখ ফরহাদ, রোকসানা পারভীন দিপু, সুবোধ বর্মন প্রমুখ। 

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন মোছা. ফৌজিয়া সুলতানা, সহকারী সমাজসেবা অফিসার; মোহাম্মদ জাকির হোসেন আখন্দ, ফিল্ড সুপারভাইজার; হারুন অর রশিদ- ডাটা এন্ট্রি অপারেটর; মোত্তালেব হোসেন, কম্পিউটার প্রশিক্ষক; প্রভাস চন্দ্র বিশ্বাস, পৌর সমাজকর্মী; মো. শহিদুল হক, পৌর সমাজকর্মী ও আরো  অনেকে। 

সম্পর্কিত নিবন্ধ