সৌদি আরব সফরে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট
Published: 2nd, February 2025 GMT
সৌদি আরব পৌঁছেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। রোববার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় রিয়াদের ডেপুটি আমির যুবরাজ মোহাম্মদ বিন আব্দুল রহমান তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর।
সফরে শারার সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, দামেস্ক ও রিয়াদের মধ্যে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্তর্বর্তী প্রেসিডেন্টের সফরসঙ্গী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। তিনি দুই দেশের উচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্পর্কের বিষয় তুলে ধরেন। সিরিয়ার ক্ষমতা থেকে বাশার আল-আসাদকে উচ্ছেদ করার প্রায় দুই মাস পর আল-শারাকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। এএফপি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স দ আরব
এছাড়াও পড়ুন:
ফেনীতে তিন সাবেক সাংসদের বাড়ি ও আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর
ফেনীতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক তিন সাংসদ ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র–জনতা বিমানবন্দর সড়কে অবস্থিত ফেনী-১ আসনের সাবেক সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের পরিত্যক্ত বাড়ি ভাচুরের পাশাপাশি আগুন দেন। একই সময়ে জেলা শহরে আ. লীগ কার্যালয়ে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়।
ফেনী-৩ আসনের সাবেক সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। অন্যদিকে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে ফেনী-২ আসনের সাবেক সাংসদ নিজাম উদ্দিন হাজারীর নানার বাড়িতে আগুন দেওয়া হয়। আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পৃথক পৃথক এসব ঘটনা ঘটেছে। গত ৫ আগস্ট এসব স্থাপানায় এমন হামলা হয়েছিল।
প্রত্যক্ষদর্শী, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের জিরো পয়েন্ট ট্রাঙ্ক রোড থেকে লাঠি হাতে শতাধিক ছাত্র-জনতা মিছিল করে পুরাতন বিমানবন্দর সড়কে অবস্থিত ফেনী-১ আসনের সাবেক সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়ি গিয়ে সেখানে বাড়ির সীমানাপ্রাচীর ও দেয়াল ভাংচুর করে। পরে বাড়িতে অগ্নিসংযোগ করে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা শহরে একটি বাড়ি ও একটি কার্যালয়ে আগুন দেওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আন্দোলনকারীরা কর্মসূচি শেষে স্থান ত্যাগ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ফেনীর সোনাগাজীতে সাবেক সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরীর বাড়িতে আগুন জ্বলছে