বরিশালের গৌরনদী এবং উজিরপুর উপজেলার পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে এবং রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে ঘটনাগুলো ঘটে।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, আজ সকালে গৌরনদীর মহিলাড়া বাজার থেকে কাঁচামাল কিনে ব্যাটারিচালিত ভ্যানে বাড়ি যাচ্ছিলেন আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের মৃত কেতাব আলী হাওলাদারের ছেলে মিন্টু হাওলাদার। ভ্যানটি আগৈলঝাড়ার চাঁদশী এলাকায় পৌঁছালে মিন্টু চলন্ত ভ্যান থেকে সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই দিন সকালে গৌরনদীর বাটাজোর এলাকায় গোয়ালঘরে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক সরদার (৬৫) নামে এক ব্যক্তি মারা যান। তিনি ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের মৃত আকৃব্বর সরদারের ছেলে। গৌরনদী মডেল থানার ওসি মো.
আরো পড়ুন:
ধান ক্ষেতে বিএনপি নেতার মরদেহ, স্ট্রোকে মৃত্যু ধারণা পুলিশের
বিদ্যালয়ে আগুনে পুড়ে শিক্ষার্থীর মৃত্যু, ৮ শিক্ষক বরখাস্ত
এদিকে, উজিরপুরে ধানের বীজতলা রক্ষায় ইঁদুর তাড়ানোর ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছায়েদুল ফকির (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ছায়েদুল উজিরপুর উপজেলার দক্ষিণ ধামুরা গ্রামের আলী ফকিরের ছেলে।
উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানান, ছায়েদুল ধান চাষের জন্য বাড়ির পাশের ক্ষেতে বীজতলা তৈরি করেছিলেন। ইঁদুর থেকে বীজতলা রক্ষায় তিনি ক্ষেতের চারপাশে বিদ্যুতের ফাঁদ পাতেন। গতকাল রাত ১২ টার দিকে সেই ফাঁদে বিদ্যুৎ সংযোগ দিয়ে বীজতলা দেখতে যান ছায়েদুল। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ঢাকা/পলাশ/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ রনদ উপজ ল
এছাড়াও পড়ুন:
আমাদের সময়ের মফস্বল সম্পাদকের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রতিনিধির শোক ও দোয়া কামনা
দৈনিক আমাদের সময়ের মফস্বল সম্পাদক কমর শাহজাহান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টা ৪৫ মিনিটে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকর্মী আশরাফুল ইসলাম। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
এদিকে কমর শাহজাহানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত চেয়ে দোয়া কামনা করেছেন দৈনিক আমাদের সময়ের নারায়ণগঞ্জ প্রতিনিধি এমরান আলী সজীব।
তিনি বলেন কমর শাহজাহান দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে দৈনিক আমাদের সময়ের মফস্বল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক যুগেরও বেশি সময় ধরে কাজ করার সুবাদে তার সাথে হৃদ্যতার সম্পর্ক তৈরী হয়েছিলো।
তার মৃত্যুতে সাংবাদিকতায় একজন অভিভাবক হারালাম। পরিশেষে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এমরান আলী সজীব।