বরিশালের গৌরনদী এবং উজিরপুর উপজেলার পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে এবং রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে ঘটনাগুলো ঘটে।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, আজ সকালে গৌরনদীর মহিলাড়া বাজার থেকে কাঁচামাল কিনে ব্যাটারিচালিত ভ্যানে বাড়ি যাচ্ছিলেন আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের মৃত কেতাব আলী হাওলাদারের ছেলে মিন্টু হাওলাদার। ভ্যানটি আগৈলঝাড়ার চাঁদশী এলাকায় পৌঁছালে মিন্টু চলন্ত ভ্যান থেকে সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই দিন সকালে গৌরনদীর বাটাজোর এলাকায় গোয়ালঘরে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক সরদার (৬৫) নামে এক ব্যক্তি মারা যান। তিনি ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের মৃত আকৃব্বর সরদারের ছেলে। গৌরনদী মডেল থানার ওসি মো.
আরো পড়ুন:
ধান ক্ষেতে বিএনপি নেতার মরদেহ, স্ট্রোকে মৃত্যু ধারণা পুলিশের
বিদ্যালয়ে আগুনে পুড়ে শিক্ষার্থীর মৃত্যু, ৮ শিক্ষক বরখাস্ত
এদিকে, উজিরপুরে ধানের বীজতলা রক্ষায় ইঁদুর তাড়ানোর ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছায়েদুল ফকির (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ছায়েদুল উজিরপুর উপজেলার দক্ষিণ ধামুরা গ্রামের আলী ফকিরের ছেলে।
উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানান, ছায়েদুল ধান চাষের জন্য বাড়ির পাশের ক্ষেতে বীজতলা তৈরি করেছিলেন। ইঁদুর থেকে বীজতলা রক্ষায় তিনি ক্ষেতের চারপাশে বিদ্যুতের ফাঁদ পাতেন। গতকাল রাত ১২ টার দিকে সেই ফাঁদে বিদ্যুৎ সংযোগ দিয়ে বীজতলা দেখতে যান ছায়েদুল। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ঢাকা/পলাশ/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ রনদ উপজ ল
এছাড়াও পড়ুন:
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ১৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুনসাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ১৫টি ব্যাংক হিসাবে থাকা ১৫ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৪৬৫ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
গত বছরের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৯ নভেম্বর তাকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
অবরুদ্ধের আবেদনে বলা হয়েছে, কামরুল ইসলামের নামে দুদকের মামলা রয়েছে। ওই মামলায় ১৫টি ব্যাংক অ্যাকাউন্টের ১৫ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৪৬৫ টাকা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।
বিএইচ