কানাডা, মেক্সিকো ও চীনের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই দেশগুলো দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছে। আগের দিন শেষ।
রবিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এক পোস্টে এ মন্তব্য করেছেন।
ট্রাম্প বলেছেন, কানাডা, মেক্সিকো ও চীনসহ বেশ কয়েকটি দেশ “বাণিজ্য, অপরাধ এবং বিষাক্ত মাদকের ক্ষেত্রে আমেরিকার সঙ্গে দশকের পর দশক ধরে প্রতারণা চালিয়ে যাচ্ছে, যাতে আমেরিকায় এগুলো অবাধে প্রবেশ করতে পারে।”
তিনি বলেন, “আগের সেসব দিন শেষ।”
ট্রাম্প জানান, আমদানিকৃত পণ্যগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি করা উচিত এবং ‘অন্যান্য দেশগুলোকে ভর্তুকি দিয়ে ট্রিলিয়ন ডলার’ হারানো উচিত নয় যুক্তরাষ্ট্রের।
মার্কিনিদের উদ্দেশে তিনি বলেন, “কিছু কষ্ট হবে? হ্যাঁ, হয়তো, আর নাও হতে পারে! এর সবকিছুই মূল্যের যোগ্য হবে, যা দিতে হবে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শিক্ষকের মার খেয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীর বিষপান, বাঁচাতে পারলেন না চিকিৎসকেরা
চট্টগ্রামের আনোয়ারায় কৃষিজমিতে কাজ না করায় এক শিক্ষক এক শিক্ষার্থীকে বকাঝকা ও মারধর করেছিলেন। এরপর ক্ষোভে বিষ পান করে ওই শিক্ষার্থী। এক সপ্তাহ পর আজ মঙ্গলবার ভোরে সে মারা যায়। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর চাচা থানায় মামলা করলে আজ দুপুরে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ ফোরকান (১৭)। সে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের বদিউল আলমের ছেলে। ফোরকান দুই বছর ধরে মাদ্রাসাটির শর্টকোর্স বিভাগে পড়াশোনা করছিল বলে জানা গেছে। আর গ্রেপ্তার হওয়া শিক্ষক রফিকুল ইসলাম (৩২) কক্সবাজার জেলায় কুতুবদিয়া উপজেলার বাসিন্দা। আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে মাদ্রাসা আরবিয়া খাইরিয়ার শিক্ষক তিনি।
নিহত ফোরকানের চাচার মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২ ফেব্রুয়ারি সকাল ১০টার সময় মাদ্রাসার পাশের একটি জমিতে কৃষিকাজ না করায় মোহাম্মদ ফোরকানকে মারধর ও বকাঝকা করেন শিক্ষক রফিকুল ইসলাম। পরে ওই ক্ষোভে ফোরকান জমির জন্য আনা কীটনাশক খেয়ে ফেলে। এরপর মাদ্রাসার শিক্ষকেরা তাকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ার পর শিক্ষার্থীর পরিবার ফোরকানকে চমেক হাসপাতালে ভর্তি করায়। আজ ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।