নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মনোনিত হওয়ায় অধ্যাপক মামুন মাহমুদকে অভিনন্দন জানিয়ে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে । 

রবিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদি গাজী ভবন এলাকা থেকে আনন্দ মিছিলটি বের হয়ে সিদ্ধিরগঞ্জ পুল, সিআই খোলা, পিএম মোড় হয়ে তালতলা ক্লাবে এসে শেষ হয়। 

এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সদস্য জুয়েল রানা, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, বিএনপি নেতা মোহাম্মদ আলী, গাজী মাসুমসহ অনেকে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ

এছাড়াও পড়ুন:

শরীয়তপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

শরীয়তপুরে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রোহান শেখ (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

রবিবার ( ৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রোহান শেখ পৌরসভার উত্তর বালুচড়া ৫ নম্বর ওয়ার্ড এলাকার জাহিদ শেখের ছেলে।

স্থানীয় ও সিসিটিভি ফুটেছে সূত্রে জানা যায়, গতকাল বিকেলে মোটরসাইকেল মেরামতের জন্য বের হন রোহান। ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে রোহান শেখ আহত হন।

স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

শরীয়তপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘‘সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। আহত যুবক ঢাকায় চিকিৎসাধীন জানি। তবে, মৃত্যুর খবর পাইনি। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/আকাশ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ