চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে যুবলীগের ২৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার মামলা ও সন্ত্রাসবিরোধী আইনে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নগর পুলিশ জানায়, শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে আজ রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিএমপির বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের ২৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে কর্ণফুলী থানার শিকলবাহা ইউপি যুবলীগের সক্রিয় নেতা মো.

মামুন (৩৭), পাঁচালাইশ থানার আসামি আবুল কালাম আজাদ (৩৩), শামীম (২৪), হাসান (২৫), নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাগর, ছোটন নাথ (৩২) রয়েছে। 

ঢাকা/রেজাউল/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ভোলাব ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রূপগঞ্জের ভোলাব ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার আতলাপুর বাজার এলাকার গণবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির ৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ডের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মাহফুজুর রহমান হূমায়ুন। অনুষ্ঠানে ভোলাব ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলজার হোসেন লিটনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম সবুজের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ, ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. কাজী রেজাউল হক, সাধারণ সম্পাদক মনির হোসেন মেম্বার, শিক্ষাবিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ প্রমুখ।

এ সময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সহ সারাদেশের মানুষের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
 

সম্পর্কিত নিবন্ধ