‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা লিফলেট বিতরণকালে গণপিটুনি, পুলিশে সোপর্দ
Published: 2nd, February 2025 GMT
ফরিদপুরের সদরপুরে শেখ হাসিনার ছবি সম্বলিত ও ‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা লিফলেট বিতরণকালে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে সদরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জয় বাংলা বাজারে এ ঘটনায় ঘটে।
আটক ব্যক্তির নাম প্রিন্স চৌধুরী (৪২)। তিনি উপজেলার দক্ষিণ চরবিষ্ণুপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক চৌধুরীর ছেলে।
এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব জানান, প্রিন্স চৌধুরীকে সাতটি লিফলেটসহ আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ফরিদপুরে চাঁদা না পেয়ে গৃহবধূকে মারধর, মামলা
ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামে চাঁদার টাকা না পেয়ে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে।
শুক্রবার (৭ মার্চ) সকালের ওই ঘটনায় আহত গৃহবধূ আক্তারী বেগমকে (৩৫) সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. করিম মিয়া থানায় মামলা করেছেন।
আক্তারী বেগম জানান, শুক্রবার সকালে তিনি নিজ জমিতে মাটি ভরাটের কাজ করছিলেন। এসময় স্থানীয় আয়নাল বেপারী ও তার সঙ্গীরা চাঁদার টাকা দাবি করে তার কাজে বাধা দেন। টাকা না দেওয়ায় আয়নালের নেতৃত্বে তারা লোহার রড ও লাঠি দিয়ে আক্তারী বেগমকে মারধর করেন। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আরো পড়ুন:
নড়াইলে বিএনপি অফিসে ‘বোমা’ হামলা, আহত ৩
কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে মৃত্যু, আটক ৫
সদরপুর থানার ওসি আব্দুল মোতালেব জানান, "আহতের স্বামীর দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনায় জড়িত অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুমন রায় বলেন, “আক্তারী বেগমের মুখে ও শরীরে কয়েকটি স্থানে কাটা-ছেঁড়ার চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। পর্যবেক্ষণের পর তাকে বাড়িতে পাঠানো হবে।”
সদরপুর থানার ওসি আব্দুল মোতালেব বলেন, “আহতের স্বামীর দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনায় জড়িত অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/তামিম/মাসুদ