পাওয়ার প্লে’তে ৯৫ রান তুলে ভারতের রেকর্ড
Published: 2nd, February 2025 GMT
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের পাওয়ার প্লে’তে ভারতের সর্বোচ্চ রান কতো? ২০২১ সালে দুবাইতে স্কটল্যান্ডের বিপক্ষে ২ উইকেটে ৮২ রান তুলেছিল ভারত। ২০২৪ সালে হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষেও তারা ১ উইকেটে তুলেছিল ৮২ রান। কিন্তু আজ সেটাকে ছাড়িয়ে নতুন এক রেকর্ড গড়ল তারা। ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে পাওয়ার প্লে’তে ৯৫ রান তুলেছে ভারত। অর্থাৎ মাত্র ৩৬ বলে তারা দলীয় সংগ্রহে যোগ করে ৯৫ রান।
ব্যাট করতে নেমে যোফরা আর্চারের করা প্রথম বলেই ছক্কা হাঁকান সঞ্জু স্যামসন। ওভারের শেষের দুই বলে চার ও ছক্কা হাঁকান ভারতের ওপেনার। তাতে প্রথম ওভারেই তোলেন ১৬ রান। দ্বিতীয় ওভারে অবশ্য স্যামসন আউট হয়ে যান। ওই ওভারে তারা ৫ রানের বেশি নিতে পারেনি। আর্চারের করা তৃতীয় ওভারে দুটি ছয় ও এক চারে ১৮ রান তোলেন অভিষেক শর্মা। মার্ক উডের করা চতুর্থ ওভারে দুটি চার ও এক ছক্কায় তোলেন আরও ১৬ রান। জেমি ওভারটনের করা পঞ্চম ওভারটি ছিল খুবই ব্যয়বহুল। তিনি অভিষেক ও তিলক ভার্মা তাকে তিনটি ছক্কা ও একটি চার হাঁকিয়ে ২৫ রান তোলেন। তারা দুজন লিয়াম লিভিংস্টনের করা ষষ্ঠ ওভারে নেন ১৫ রান। তাতে পাওয়ার প্লে’র ৬ ওভারে ভারতের রান গিয়ে ঠেকে ৯৫ তে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ।
অভিষেক শর্মার ঝড়ে ১০ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় ২ উইকেটে ১৪৩ রান। অভিষেক ১৭ বলে ফিফটি পূর্ণ করেন। আর ৩৭ বলে করেন সেঞ্চুরি। যা টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে চতুর্থ দ্রুততম। তার আগে রোহিত শর্মা ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন।
আরো পড়ুন:
আমি ন্যাচারালি এভাবেই খেলি- ২৯ ছক্কার রহস্য নিয়ে তানজিদ
৩৪৬ রানের ইনিংস খেলে ইরার রেকর্ড
শেষ পর্যন্ত তিনি মাত্র ৫৪ বলে ৭টি চার ও ১৩ ছক্কায় ১৩৫ রান করে আউট হন। তাতে ভারতের সংগ্রহ ২০ ওভারে ৯ উইকেটে গিয়ে দাঁড়ায় ২৪৭।
অভিষেকের পর শিভম দুবে ১৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩০, তিলক ভার্মা ৩ চার ও ১ ছক্কায় ২৪, সঞ্জু স্যামসন ১৬ ও অক্ষর প্যাটেল করেন ১১ বলে ২ চারে ১৫ রান।
বল হাতে ইংল্যান্ডের ব্রাইডন কার্স ৪ ওভারে ৩৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। মার্ক উড ৪ ওভারে ৩২ রান দিয়ে নেন ২টি উইকেট।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক র ক ট র কর ড র র কর উইক ট
এছাড়াও পড়ুন:
যুবদল নেতার মাদক সেবনের ভিডিও ধারণের পর টাকা দাবি
গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে যুবদলের এক নেতার মাদক সেবনের দৃশ্য কৌশলে ভিডিও ধারণ করে ভাইরাল করেছেন অন্য এক নেতা। ভাইরাল হওয়ার আগে বিষয়টি ছড়িয়ে না দেওয়া ও মীমাংসার জন্য ১০ লাখ টাকা দাবি করেন আরেক যুবদল নেতা। দুই নেতার অডিও-ভিডিও ভাইরাল হওয়ার পর দল ও দলের বাইরে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
প্রতিবেদকের হাতে আসা ৪৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রাজিব মিয়া কোনো এক কক্ষে বসে মাদক সেবন করছেন। অপরদিক থেকে রাজিব মিয়ার ইয়াবা সেবনের ভিডিও ধারণ করছেন অপর একজন।
খোঁজ নিয়ে জানা যায়, মাদক সেবনের দৃশ্যটি ভিডিওটি করেছেন ওই ওয়ার্ডের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল সরকার। পরে সেটি যুবদলের সদস্য সচিব আজিজুলের কাছে দেয়। এরপর সেটি মীমাংসা করতে বলা হলে ১০ লাখ টাকা দাবি করেন আজিজুল। দাবি করা টাকা দিতে অস্বীকার করলে সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।
যুবদল নেতা ইমরুল ও আজিজুলের কথপোকথন একটি অডিও প্রতিবেদকের হাতে আসে। সেখানে ইমরুলকে মাদকসেবন বিষয়টি আজিজুলকে মীমাংসা করতে বলে। তবে সেটি মীমাংসার জন্য ১০ লাখ টাকা লাগবে বলতে শোনা যায়। তখন ইমরুল বলেন- যে কোন মূল্যে সেটি সমাধান করবেন।
ইমরুল সরকার বলেন, “ভিডিও কে ভাইরাল করেছে আমি বলতে পারব না। আমি ওই ভিডিও ভাইরাল করিনি। কীভাবে ভাইরাল হয়েছে সেটিও জানি না।” টাকা কেনো চাইছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
টাকা দাবির বিষয়ে জানতে চাইলে কোনাবাড়ী থানা যুবদলের সদস্য সচিব আজিজুল ইসলাম বলেন, “আমি কোন টাকা দাবি চাইনি। অডিও-ভিডিও যদি পেয়ে থাকেন সেটা ফেইক। তাছাড়া রাজিব একজন প্রফেশনাল মাদকসেবী এলাকায় খোঁজ নিয়ে দেখেন।”
এ বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা রাজিব মিয়া বলেন, “আমি ১৫ বছর ধরে দলের জন্য কাজ করে যাচ্ছি। অসংখ্য রাজনৈতিক মামলা রয়েছে, জেলও খেটেছি একাধিকবার। ৫ তারিখের পর আজিজুলসহ কয়েকজন চাঁদাবাজি করেছে। আমি প্রতিবাদ করায় তারা আমার বিরুদ্ধে লেগেছে। কিছুদিন আগে ছিল আমার একটি পারিবারিক সমস্যা চলছিল এমন সময় ইমরুল আমাকে ফোন দিয়ে তার অফিসে নিয়ে যায়। তারা মাদক সেবন করছিল, তারা কৌশলে তাদের সঙ্গে সম্পৃক্ত করে। এই সুযোগে গোপনে আমার ভিডিও করে। এরপর সেই ভিডিও দেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় ভিডিও ভাইরাল করে দিয়েছে।”
ঢাকা/রেজাউল/এস