ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসার পর তিনিই হবেন প্রথম বিদেশী নেতা যিনি তার সঙ্গে দেখা করবেন।

গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে এবং লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলাকালীন তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে। 

বিমানে ওঠার আগে নেতানিয়াহু বলেন, তারা ‘হামাসের বিরুদ্ধে বিজয়, আমাদের সব জিম্মির মুক্তি এবং ইরানি সন্ত্রাসী অক্ষ মোকাবেলা’ নিয়ে আলোচনা করবেন।

প্রথম মেয়াদে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, “হোয়াইট হাউসে ইসরায়েলের এর চেয়ে ভাল বন্ধু আর কখনো ছিল না।” দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসার পরপরই ট্রাম্প ইসরায়েলে দুই হাজার পাউন্ড ওজনের বোমার চালানের অনুমোদন দেন। বাইডেন প্রশাসন এই চালান আটকে দিয়েছিল।

ইসরায়েল ছাড়ার আগে নেতানিয়াহু জানিয়েছেন, তিনিই হবেন ট্রাম্পের শপথ গ্রহণের পর প্রথম বিদেশী নেতা যিনি তার সাথে দেখা করবেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, “আমি মনে করি এটি ইসরায়েলি-আমেরিকান জোটের শক্তির প্রমাণ।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য

এছাড়াও পড়ুন:

কক্সবাজারে ধর্ষকদের ৪০ দিনের মধ্যে ফাঁসির দাবিতে বিক্ষোভ

ধর্ষকদের ৪০ দিনের মধ্যে ফাঁসি নিশ্চিত করার দাবিতে কক্সবাজারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ছাত্র-জনতা।

রোববার (৯ মার্চ) বিকেল ৩টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি শুরু হয়। আধাঘণ্টারও বেশি সময় ধরে চলা বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘আমার বোনের কান্না, আর না আর না’, ‘তুমি কে আমি কে, আছিয়া, আছিয়া’, ‘উই ওয়ান্ট জাস্টিস’— এসব স্লোগানে চারপাশ মুখর করে তোলে। বক্তারা ধর্ষকদের ৪০ দিনের মধ্যে ফাঁসি নিশ্চিত করার দাবি জানান এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ধর্ষকদের এ দেশে ঠাঁই হবে না।

আরো পড়ুন:

মাগুরার শিশু ‘ধর্ষণের’ ঘটনায় ৪ আসামির রিমান্ডের আবেদন, শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রামের সড়কে টেম্পু চালকদের বিক্ষোভ

সমাবেশে বক্তারা ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি সাগরুল ইসলাম, নাছিমা আকতার পিংকি, জিনিয়া শারমিন রিয়া, জুনায়েদ হোসাইন প্রমুখ।

ঢাকা/তারেকুর/বকুল

সম্পর্কিত নিবন্ধ