ইসরায়েলের ‘ভাল বন্ধুর’ কাছে গেলেন নেতানিয়াহু
Published: 2nd, February 2025 GMT
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসার পর তিনিই হবেন প্রথম বিদেশী নেতা যিনি তার সঙ্গে দেখা করবেন।
গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে এবং লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলাকালীন তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
বিমানে ওঠার আগে নেতানিয়াহু বলেন, তারা ‘হামাসের বিরুদ্ধে বিজয়, আমাদের সব জিম্মির মুক্তি এবং ইরানি সন্ত্রাসী অক্ষ মোকাবেলা’ নিয়ে আলোচনা করবেন।
প্রথম মেয়াদে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, “হোয়াইট হাউসে ইসরায়েলের এর চেয়ে ভাল বন্ধু আর কখনো ছিল না।” দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসার পরপরই ট্রাম্প ইসরায়েলে দুই হাজার পাউন্ড ওজনের বোমার চালানের অনুমোদন দেন। বাইডেন প্রশাসন এই চালান আটকে দিয়েছিল।
ইসরায়েল ছাড়ার আগে নেতানিয়াহু জানিয়েছেন, তিনিই হবেন ট্রাম্পের শপথ গ্রহণের পর প্রথম বিদেশী নেতা যিনি তার সাথে দেখা করবেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, “আমি মনে করি এটি ইসরায়েলি-আমেরিকান জোটের শক্তির প্রমাণ।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে ছুরিকাঘাতে আহত ২ কিশোরের মৃত্যু
এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে আহত রাশেদুল ইসলাম (২২) ও হৃদয় (২২) নামের দুই কিশোর চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। বুধবার ৫ ফেব্রুয়ারি ভোরে ও দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে, গত ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তারাবো পৌরসভার ৮ নং ওয়ার্ডের পুরান বাজার এলাকায় ঘটে সংঘর্ষের ঘটনা। নিহত রাশেদুল ইসলাম তারাব দক্ষিণপাড়া এলাকার আমির হোসেনের ছেলে ও জুনায়েদ আহমেদ হৃদয় একই এলাকার রাজু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারাবো বাজার এলাকাসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা সহ নানা অপরাধের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় শিমুল গ্রুপের সঙ্গে শ্রাবণ গ্রুপের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় ওই বিরোধকে কেন্দ্র করে ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ায় দুই প্রুপ। এ সময় শ্রাবণ গ্রুপের রাশেদুল ইসলাম (২২) ও হৃদয় (২২) নামের দুই কিশোরীকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। পরে তাদেরকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোরে রাশেদুল ও দুপুরে হৃদয়ের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আবারো সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
চিকিৎসাধীন অবস্থায় দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, হত্যা মামলার প্রস্তুতি চলছে। অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।