দ্বিতীয় দিনের মতো চলছে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’
Published: 2nd, February 2025 GMT
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কার্যক্রম শুরু করেছেন শিক্ষার্থীরা।
রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় কলেজের প্রধান ফটক থেকে মহাখালীর আমতলী পর্যন্ত ব্লকেড করেন তারা।
গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের পূর্ব ঘোষিত ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
এ সময় কলেজের এক শিক্ষার্থী বলেন, “আজ শিক্ষা উপদেষ্টার বার্তাকে আমরা প্রত্যাখান করলাম। আমাদের আন্দোলন ও অনশন চলছে, চলবে “
আরেক শিক্ষার্থী বলেন, “আমাদের যদি বিশেষভাবে বিবেচনা করা না হয়, তাহলে কেন গত ১৮ নভেম্বর থেকে আমাদের বিভিন্ন আশ্বাস দেওয়া হলো? গত বৃহস্পতিবার কেন রাষ্ট্রের প্রতিনিধি আমাদের কাছে এসে বলল, আমাদের দাবী যৌক্তিক? রাষ্ট্রের এসব চক্রান্ত আমাদের দমাতে পারবে না।”
এদিকে, রবিবার বিকেলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিউদ্দীন মাহমুদ তার এক বক্তব্যে বলেছেন, “সাত কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দেওয়ার জন্য একটি কমিটি কাজ করছে ৷ এখানে তিতুমীরকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই।”
ঢাকা/হাফছা/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রানার অটোর পরিচালকের ৩৪ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির একজন উদ্যোক্তা পরিচালক ৩৪ লাখ ৬ হাজার ২০০টি শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, রানার অটোমোবাইলস পিএলসির উদ্যোক্তা পরিচালক মো. মোজাম্মেল হোসাইন ৩৪ লাখ ৬ হাজার ২০০টি শেয়ার হস্তান্তর করার আগ্রহ প্রকাশ করেছেন। কোম্পানিটির এ উদ্যোক্তা পরিচালকের কোম্পানিটির এই পরিচালক তার ছেলে মাহমুদ আল নাহিয়ানকে ২২ লাখ ৭০ হাজার ৮০০টি ও মেয়ে নওশিন ইশরাত প্রমিকে ১১ লাখ ৩৫ হাজার ৪০০টি শেয়ার প্রদান করবেন।
আরো পড়ুন:
‘বি’ ক্যাটাগরিতে উন্নিত কে এন্ড কিউ
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের উদ্যোক্তাদের শেয়ার ক্রয়-বিক্রয়
আগামী ৩০ এপ্রিলের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে হস্তান্তর করা সম্পন্ন হবে।
উল্লেখ্য, মাহমুদ আল নাহিয়ান ও নওশিন ইশরাত প্রমি কোম্পানিটির সাধারণ শেয়ারহোল্ডার।
ঢাকা/এনটি/মাসুদ