২১তম বিসিএস অল ক্যাডার ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
Published: 2nd, February 2025 GMT
বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের উপস্থিতিতে অফিসার্স ক্লাবে ২০২৫-২০২৬ বর্ষের ২১তম বিসিএস অল ক্যাডার ফোরামের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছ। সর্বসম্মতিক্রমে জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব ড. মো. মিজানুর রহমানকে সভাপতি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তাহেরুল হক চৌহানকে মহাসচিব হিসাবে নির্বাচিত করা হয়। গতকাল শনিবার এই কমিটি গঠন করা হয়।
কমিটির সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে, মো.
এছাড়া যুগ্ম মহাসচিব হিসাবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. তৌফিক ইমাম, যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; মুহাম্মদ মাহবুবুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি, ডিএমপি; এবং ডা. সায়ীদ মেহবুব উল কাদির, সহকারী অধ্যাপক, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল।
কোষাধ্যক্ষ পদে সাঈদ মোহাম্মদ আসাদুজ্জামান, ডেপুটি কম্পট্রোলার এ্যান্ড অডিটর জেনারেল; সাংগঠনিক সম্পাদক হিসাবে মুনসী হুমায়ুন কবির (হিমু), সহযোগী অধ্যাপক, শহীদ বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিব সরকারী কলেজ, হাজারীবাগ; দপ্তর সম্পাদক পদে মোঃ আব্দুস সোবহান, উপ-ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসা; সাংস্কৃতিক সম্পাদক হিসাবে ডাঃ আয়েশা আফরোজ চৌধুরী, সহযোগী অধ্যাপক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ; ক্রীড়া সম্পাদক হিসাবে মোঃ আফসার উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর; সমাজকল্যান সম্পাদক পদে মোঃ মাহবুবুর রহমান, রেঞ্জ কমান্ডার (কুমিল্লা), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী; প্রচার এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসাবে আবু সাইদ মোহাঃ ফিরোজজামান, সহযোগী অধ্যাপক; দুয়ারীপাড়া সরকারী কলেজ, মিরপুর; সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে একে এম নুরুল হুদা আজাদ, মহাপরিচালক, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং এ্যাকাডেমি; স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ডাঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি, সহযোগী অধ্যাপক, জাতীয় নিউরোসাইন্স ইন্সটিটিউট ও হাসপাতাল; এবং নারী বিষয়ক সম্পাদিকা হিসাবে নাছিমা আক্তার, অ্যাডিশনাল ডিআইজি, পুলিশ সদর দপ্তর, নির্বাচিত হয়েছেন।
কমিটিতে সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী; জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব মো. আব্দুল্লাহ হাক্কানী; জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ শেখ জিয়ারাত ইসলাম, বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব ড. মো. আমজাদ হোসেন; কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর এর কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদ; ময়মনসিংহ রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. আবুল কালাম আজাদ; আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ কমান্ডার (বরিশাল) মো. আসাদুজ্জামান গণি; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সোহেল শামসুদ্দীন ফিরোজ; এবং আনন্দ মোহন কলেজের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন র ব চ ত হয় ছ ন র রহম ন সহয গ ড আইজ
এছাড়াও পড়ুন:
‘বরবাদ’ দিয়ে বিশ্ববাজারে সিনেমা পরিবেশনায় শাকিবের এসকে ফিল্মস
আন্তর্জাতিক পরিসরে সিনেমা পরিবেশনা শুরু করল দেশ সেরা চিত্রনায়ক শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস বা শাকিব খান ফিল্মস।
বাংলাদেশের স্বনামধন্য এই প্রযোজনা হাউজটি সিনেমা নির্মাণের পাশাপাশি এখন থেকে নিয়মিত নর্থ আমেরিকা (এসকে ফিল্মস ইউএসএ) এবং গলফে (এসকে ফিল্মস ইউএই) সিনেমা পরিবেশনা করবে।
৯ এপ্রিল (নিউ ইয়র্কের স্থানীয় সময়) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এসকে ফিল্মস ইউএসএ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন এসকে ফিল্মস ইউএসএ-এর সার্বিক তত্ত্বাবধায়ক বদরুদ্দোজা সাগর, ফারজানা আক্তারসহ অনেকে।
আরো পড়ুন:
তামান্নার নতুন আইটেম গানের শুটিংয়ের ভিডিও ফাঁস
শাবনূরের ঝটিকা সফরের কারণ কী?
এসকে ফিল্মস ইউএসএ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় ‘বরবাদ’ মুক্তির মাধ্যমে এসকে ফিল্মস ইউএসএ আন্তার্জাতিকভাবে ফিল্ম ডিসট্রিবিউশন শুরু করবে।
মধ্যপ্রাচ্যেও কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। ‘হিরো দ্য সুপারস্টার’, ‘পাসওয়ার্ড’, ‘বীর’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানায়, অচিরেই মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়াতে এসকে ফিল্মস ফিল্ম ডিসট্রিবিউশন শুরু করবে। ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বদরুদ্দোজা সাগর বলেন, “বড় পরিসরে বাংলা সিনেমাকে বিশ্বের কাছে পৌঁছে দিবে এসকে ফিল্মস ইন্টারন্যাশনাল। সেই ধারাবাহিকতায় এসকে ফিল্মস ইন্টারন্যাশনালি ফিল্ম ডিসট্রিবিউশনের উদ্যোগ নিয়েছে। আশা করি, এই উদ্যোগ বাংলা সিনেমার জন্য সুফল বয়ে আনবে এবং বিশ্বময় বাংলা সিনেমার জয়যাত্রা অব্যাহত রাখবে।”
ঈদুল ফিতরে বাংলাদেশের ১২০টি সিনেমা হলে মুক্তির পর সারাদেশে ব্যাপক আলোচনার তৈরি করেছে ‘বরবাদ’। মুক্তির ১০দিন পেরিয়ে গেলেও এখনো দর্শকদের আগ্রহ কমেনি। সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন; সবখানে দৈনিক হাউজফুল যাচ্ছে। বাংলাদেশের দর্শকদের উল্লাস আগ্রহী করেছে যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী বাঙালিদের। শাকিব খানের ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’ দেখে মুগ্ধ হওয়া প্রবাসী দর্শকরা এখন ‘বরবাদ’ সিনেমার জন্য অপেক্ষা করছেন।
বদরুদ্দোজা সাগর বলেন, “যুক্তরাষ্ট্র, কানাডা প্রবাসীরা ‘বরবাদ’ দেখার জন্য অনেক আগ্রহী। এসকে ফিল্মস ইউএসএ এসব দর্শকদের আগ্রহকে সম্মান জানিয়ে ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় ‘বরবাদ’ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক পরিসরে মুক্তি দিচ্ছে।”
যেসব স্টেটে বাঙালি কমিউনিটি রয়েছে, সেসব স্থানের থিয়েটারে প্রদর্শিত হবে ‘বরবাদ’। প্রথম সপ্তাহে ৩৫-৪০টি থিয়েটারে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন বদরুদ্দোজা সাগর।
১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ‘বরবাদ’ সিনেমা প্রদর্শিত হবে। এগুলো হলো— নিউ ইর্য়ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সানফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, ম্যারিল্যান্ড, বাফেলো, ফিলাডেলফিয়া। ১৯ এপ্রিল কানাডার বাঙালি জনবসতিপূর্ণ মন্ট্রিয়াল, অটোয়া এবং টরন্টো শহরে দেখা যাবে ‘বরবাদ’।
মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। তা ছাড়াও অভিনয় করেছন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য, মানব সাচদেভ প্রমুখ। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি।
ঢাকা/রাহাত/শান্ত