Samakal:
2025-03-13@17:56:10 GMT

বিয়ে করতে চাপ দেওয়ায় খুন

Published: 2nd, February 2025 GMT

বিয়ে করতে চাপ দেওয়ায় খুন

ময়মনসিংহের গৌরীপুরে কলেজছাত্রী মারুফা হত্যার রহস্য উদ্ঘাটন করেছে র‌্যাব। এ ঘটনায় শনিবার রাতে কোতোয়ালি থানা এলাকা থেকে আসামি মেহেদী হাসান সিনু ওরফে গোলাম মেহেদীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে পুলিশের পোশাক, র‌্যাঙ্ক ব্যাচ, বুট, রেইনকোট, নেমপ্লেটসহ ১৭টি জিনিস উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান জানায় নিহত মারুফা (২৯) নেত্রকোনা সরকারি মহিলা কলেজের ছাত্রী ছিলেন। নেত্রকোনা সরকারি কলেজে পড়াশোনা করার সময় মেহেদীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেহেদী বিবাহিত হলেও মারুফার সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যান। গত বছরের ১১ সেপ্টেম্বর মারুফা তাঁর পরিবারের কাউকে কিছু না জানিয়ে মেহেদীর সঙ্গে ময়মনসিংহের ভাড়া বাসায় চলে আসেন এবং মেহেদীকে বিয়ের জন্য চাপ দেন। পরে ১৪ সেপ্টেম্বর রাতে মারুফাকে গৌরীপুরের ফতেপুর গ্রামের একটি বাগানে নিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে।

স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে গৌরীপুর থানার পুলিশ লাশ উদ্ধার করলেও আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ কারণে লাশটি আঞ্জুমানের মাধ্যমে দাফন করা হয়। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামি করে গৌরীপুর থানায় একটি মামলা করা হয়। দীর্ঘ তদন্তের পর সিপিএসসি টিম মামলার রহস্য উদ্ঘাটন করে এবং মেহেদী হাসানকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১৪ এর সিইও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, হত্যা মামলার একমাত্র আসামিকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ময়মনস হ

এছাড়াও পড়ুন:

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত, প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। আজ বুধবার সকাল ৮টা থেকে সদর উপজেলার বাঘের বাজার গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের শ্রমিকেরা এই আন্দোলন শুরু করেন। এ কারণে মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে আজ সকাল ৬টায় বাঘের বাজারে গোল্ডেন রিফিট গার্মেন্টসের সামনে সড়ক দুর্ঘটনায় ওই কারখানার সুইং অপারেটর জান্নাতুল ফেরদৌস (৩২) নিহত হন। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বিক্ষোভ ঠেকাতে নিহত শ্রমিকের লাশ কারখানার ভেতরে রেখে দিয়েছে। এ প্রতিবেদন লেখার সময় বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা অবরোধ অব্যাহত রাখেন।

আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গোল্ডেন রিফিট গার্মেন্টসের শ্রমিক জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাতির সন্তান অসুস্থ ছিল। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কর্তৃপক্ষের কাছে জান্নাতুল ছুটি চেয়েছিলেন, কিন্তু ছুটি না দিয়ে তাঁর পরিচয়পত্র রেখে কারখানা থেকে বের করে দেওয়া হয়। আজ সকালে কারখানায় যাওয়ার পথে মহাসড়ক অতিক্রম করার সময় অটোরিকশা ও ট্রাকের চাপায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ওই ঘটনার প্রতিবাদে গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকেরা সকাল ৮টা থেকে মহাসড়কের বাঘের বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ কারণে ওই মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই মহাসড়কে চলাচলকারী ব্যক্তিরা।

আরও পড়ুনশ্রমিক মারধরের ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১৫ কারখানায় ছুটি ঘোষণা১১ মার্চ ২০২৫

সরেজমিন দেখা যায়, ক্ষুব্ধ শ্রমিকেরা হত্যার বিচারের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে মিছিল করছেন। কারখানার সামনের সড়কে লাঠিসোঁটা নিয়ে শতাধিক শ্রমিক অবস্থান নিয়েছেন। কারখানার নিরাপত্তাকর্মী ছাড়া কর্মকর্তারা সবাই কারখানার ভেতরে অবস্থান করছেন। শিল্প পুলিশ ও থানা-পুলিশের কয়েকজন সদস্য কারখানার ফটকের ভেতরে অবস্থান নিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন।

আরও পড়ুনকালিয়াকৈরে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ১০ মার্চ ২০২৫

বিক্ষুব্ধ শ্রমিকদের একজন মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, সকালে কাজে যোগ দিতে এসেছিলেন জান্নাতুল। এ সময় কারখানার সামনে গাড়ি চাপায় তাঁর মৃত্যু হয়েছে। এ হত্যার বিচার দাবিতে তাঁরা সড়কে অবস্থান করছেন। আরেক শ্রমিক মিজানুর রহমান বলেন, এর আগেও এখানে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত হয়েছেন, কিন্তু কারখানা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত হওয়ার জেরে কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাঁদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।’

সম্পর্কিত নিবন্ধ

  • ময়মনসিংহে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে হামলার প্রতিবাদে বিক্ষোভ
  • ত্রিশালে একের পর এক শ্রমিক অসুস্থের ঘটনায় কারখানায় ছুটি ঘোষণা, তদন্ত কমিটি
  • হত্যার পর ধান ক্ষেতে ফেলে রাখা হয় মরদেহ
  • ময়মনসিংহে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
  • প্যারোলে মুক্তি পেলেও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ নেতা
  • ময়মনসিংহে নারী নির্যাতন প্রতিরোধের মিছিলে হামলা
  • ময়মনসিংহে বাম জোটের মিছিলে বৈষম্যবিরোধীদের হামলার অভিযোগ, দুজন আহত
  • গাজীপুরে ৪ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল শুরু
  • ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
  • গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত, প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ