বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা দিতে বিদেশ থেকে আগত বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের ফি বা পরামর্শ/কনসালটেন্সি সেবা দেওয়ার ক্ষেত্রে মূল্য সংযোজন কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

রবিবার (২ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (মুসক বাস্তবায়ন) মোহাম্মদ আরিফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর প্রথম তফসিলের দ্বিতীয় খণ্ড (মূল্য সংযোজন কর হইতে অব্যাহতিপ্রাপ্ত সেবাসমূহ) এর মাধ্যমে সরকার প্রদত্ত চিকিৎসা ও স্বাস্থ্য সেবা এবং বেসরকারি পর্যায়ে প্রদত্ত চিকিৎসা ও স্বাস্থ্য সেবাকে মূল্য সংযোজন কর হইতে অব্যাহতি দেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা দিতে স্বাস্থ্য অধিদপ্তর বা সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের আমন্ত্রণে আগত বিদেশি চিকিৎসকদের অনুকূলে বাংলাদেশ সরকারের প্রদেয় ফি, হোটেল ভাড়া (আপ্যায়ন ব্যয়সহ) এর ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর হতে অব্যাহতি দেওয়া হলো।

ঢাকা/এনএফ/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বন্দরে অটো গাড়ি ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ৪ 

বন্দরে বেপরোয়া অটো গাড়ি ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে ফটোসাংবাদিক মেহেদী হাসান রিপনের জামাতা ও শিশু নাতনিসহ ৪ জন রক্তাক্ত জখম হয়েছে। আহত ৪ জনের মধ্য মিশুক যাত্রী ২ জনের নাম পরিচয় পাওয়া গেলেও আহত মিশুক চালক ও অটো চালকের নাম পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

আহতরা হলো, বন্দর উপজেলার আলীনগর এলাকার এবাদুল্লাহ মিয়ার ছেলে শাওন (২৫) ও তার মেয়ে আফরিন (৫)। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। গত শনিবার (২৬ এপ্রিল) দুপুর ২টায়  বন্দর থানার ৩য় শীতলক্ষ্যা সেতু নিচে মদনগঞ্জ গাউস দরবার শরীফের সামনে এ র্দূঘটনাটি ঘটে।

আহত মিশুক যাত্রী শাওন গণমাধ্যমকে জানান, আমার মেয়েকে সাথে নিয়ে  নিজ বাড়ি  থেকে মিশুক যোগে  শ্বশুরবাড়ী মাহামুদনগর এলাকায় যাওযার সময় বেপরোয়া গতিতে আসা একটি অটো গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে আচমকা মিশুককে সামনের দিকে ধাক্কা দেয়। 

এ ঘটনায় আমি ও আমার মেয়েসহ উভয় গাড়ী চালক মারাত্মক ভাবে জখম হয়। পথচারিরা আমাকে ও আমার মেয়েকে রক্তাক্ত অবস্থায়  উদ্ধার বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। বাকী আহতদের অন্যান্য হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয়রা। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • রাস্তায় ইটভাটার মাটিতে নিয়ন্ত্রণ হারাল বাস, আহত ৬
  • চিকিৎসক মাত্র ৩ জন, অন্তঃসত্ত্বাদের সেবায় নার্স, দাঁতের চিকিৎসায় টেকনোলজিস্ট
  • ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, ১০ জন হাসপাতালে
  • নড়াইলে মোটরসাইকেলে বাসের ধাক্কা, শিশু নিহত
  • বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি
  • ঈশ্বরদীর দাদাপুরে জমির বিরোধে সংঘর্ষে দু’পক্ষে ১০ জন হাসপাতালে
  • বন্দরে অটো গাড়ি ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ৪ 
  • কাঁচা ডিমের মেয়োনিজ নিষিদ্ধের আহ্বান কর্ণাটকের চিকিৎসকদের
  • ৪৮তম বিসিএসে দুই হাজার চিকিৎসকের বিজ্ঞপ্তি শিগগিরই, দ্রুত নিয়োগ
  • প্রজনন স্বাস্থ্যসেবা ও নিরাপদ মাতৃত্বে ভূমিকা রাখছে ওজিএসবি