আহতদের চিকিৎসা দিতে আসা বিদেশি চিকিৎসকদের ফিতে কর অব্যাহতি
Published: 2nd, February 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা দিতে বিদেশ থেকে আগত বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের ফি বা পরামর্শ/কনসালটেন্সি সেবা দেওয়ার ক্ষেত্রে মূল্য সংযোজন কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
রবিবার (২ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (মুসক বাস্তবায়ন) মোহাম্মদ আরিফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর প্রথম তফসিলের দ্বিতীয় খণ্ড (মূল্য সংযোজন কর হইতে অব্যাহতিপ্রাপ্ত সেবাসমূহ) এর মাধ্যমে সরকার প্রদত্ত চিকিৎসা ও স্বাস্থ্য সেবা এবং বেসরকারি পর্যায়ে প্রদত্ত চিকিৎসা ও স্বাস্থ্য সেবাকে মূল্য সংযোজন কর হইতে অব্যাহতি দেওয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা দিতে স্বাস্থ্য অধিদপ্তর বা সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের আমন্ত্রণে আগত বিদেশি চিকিৎসকদের অনুকূলে বাংলাদেশ সরকারের প্রদেয় ফি, হোটেল ভাড়া (আপ্যায়ন ব্যয়সহ) এর ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর হতে অব্যাহতি দেওয়া হলো।
ঢাকা/এনএফ/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কয়লাবোঝাই জাহাজ থেকে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় উদ্ধার ৬ জন
পিরোজপুরের মঠবাড়িয়ায় এম.বি শাকিল পরিবহন (এম ২৫৯১২) নামে একটি কয়লার জাহাজ থেকে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় ৬ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। উপজেলার ছোট মাছুয়া এলাকার বলেশ্বর নদীর চরে আটকে থাকা জাহাজটি থেকে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মঠবাড়িয়া থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে।
ওই ৬ জন হলেন- জাহাজের মাস্টার আবুল হাশেম (৪৯), ইঞ্জিন সুকানি বিপ্লব (৩৫), বাবুর্চি নিদু মিয়া (৬০), স্কট মো. শান্ত (১৮) ও শাওন (১৭) এবং নাছির হোসেন (৩৫)। আহতদের প্রত্যেকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে নাছির হোসেনকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
জাহাজের মাস্টার আবুল হাশেম বলেন, ‘বৃহস্পতিবার মোংলা থেকে জাহাজে কয়লাবোঝাই করে ঢাকা গাবতলীর উদ্দেশে রওনা দেই। মোড়েলগঞ্জ থানাধীন সোনাখালী নামক স্থানে নদীতে জাহাজ নোঙর করে ইফতার ও তারাবি নামাজ পড়ে বিশ্রাম করি। এসময় একটু ঘুমিয়ে পড়েছিলাম। এরপর এখানে কীভাবে এলাম বলতে পারি না।’
জাহাজের স্কট মো. শান্ত বলেন, ‘ইফতার করার সময় সোনাখালী থেকে দুজন স্কট আমাদের জাহাজে এসেছিল। তারপর কী হয়েছে আমি বলতে পরি না। অচেতন অবস্থায় পড়েছিলাম হয়তো। শুক্রবার দুপুরে আমাদের জাহাজ এখানে চরের সঙ্গে আটকে থাকা অবস্থায় এবং জাহাজের লোকজনের হাত-পা বাঁধা দেখতে পায়। তখনও জাহাজের ইঞ্জিন বন্ধ করা হয়নি।’
ছোট মাছুয়া গ্রামের স্থানীয় সেলিম ব্রিকস ইটভাটার ম্যানেজার সরোয়ার হোসেন মন্টু মিয়া বলেন, ‘শুক্রবার সেহরি খাওয়ার পর নদীর চরে এ জাহাজটি আটকে থাকতে দেখি। ইঞ্জিন চলছিল। আমরা নদীর তীর থেকে বারবার চিৎকার করে সমস্যা জানার চেষ্টা করি, কিন্তু কোনো উত্তর না পেয়ে দুপুরের দিকে ট্রলারযোগে জাহাজের কাছে গিয়ে লোকজনের হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় দেখতে পাই। পরে আমার মালিককে খবর দেই। পরে পুলিশ ও সাংবাদিকরা এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধারে করে হাসপাতালে নিয়ে যান এবং জাহাজটি বন্ধ করে নোঙর করা হয়।’
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ সাখাওযাত হোসেন বলেন, আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং জাহাজটি নিরাপদের রাখা হয়েছে। এ ঘটনা কেন কীভাবে ঘটলো তা জানার চেষ্টা চলছে।