পুলিশের বাধার মুখে আবারও সড়কে অবস্থান গণঅভ্যুত্থানে আহতদের
Published: 2nd, February 2025 GMT
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে পুলিশের বাধা পেয়ে রাজধানীর শাহবাগ এলাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহতরা।
সন্ধ্যায় মিরপুর সড়ক ছেড়ে বিক্ষোভরত ব্যক্তিরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করেন। সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছান তারা। সেখানে পুলিশের ব্যারিকেড দেখে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে ওই জায়গায় বসে বিক্ষোভ শুরু করেন গণঅভ্যুত্থানে আহতরা।
এ সময় আন্দোলনকারীদের একজন আমিনুল ইসলাম ইমন সাংবাদিকদের জানান, গতকাল রাত থেকে তারা সড়কে অবস্থান করলেও সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তি তাদের সঙ্গে দেখা করা তো দূরের কথা, ন্যূনতম সহানুভূতিও দেখাননি। অথচ জুলাই আন্দোলনে নিহত ও আহত মানুষদের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার ক্ষমতায় এসেছে।
এর আগে শনিবার রাত সাড়ে ১০টায় আগারগাঁও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের (নিটোর বা পঙ্গু হাসপাতাল) এবং জাতীয় চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন আহতরা। সেখানে সারা রাত থেকে পরে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্যামলী মিরপুর রোড অবরোধ করে স্বীকৃতি ও পুনর্বাসনের দাবি জানান জুলাই আন্দোলনে আহতরা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: জ ল ই গণহত য র স মন
এছাড়াও পড়ুন:
ন্যূনতম সংস্কার ছাড়া ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচন নিয়ে চিন্তার ভিন্নতা থাকতেই পারে। এমন একটা নির্বাচন এ জাতির পাওয়া প্রয়োজন, যাতে প্রতিটি মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি হোক। ন্যূনতম সংস্কার না হলে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হবে না। এটা না হওয়া পর্যন্ত সবার ধৈর্য ধরে এ সরকারকে সহযোগিতা করা উচিত।
আজ সোমবার ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নে মুহুরী নদীর ভাঙনের স্থান বল্লার মুখ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত ও তাঁর বাবার সঙ্গে কুশল বিনিময় করেন জামায়াত আমির। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং আর্থিক অনুদান দেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, মুহুরী নদীর ভাঙন এলাকাটি দুই দেশের সীমান্তে পড়েছে। ভাঙা অংশটি ভারতের অংশে পড়েছে। তাদের এই ভাঙার কারণে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শান্তিপূর্ণ সমাধানের দিকে হাঁটুক এবং এর একটা সঠিক সমাধান হোক।