আইভী, শামীম ও সেলিম ওসমানকে জেলে দেখতে চায় নারায়ণগঞ্জবাসী : সাখাওয়াত
Published: 2nd, February 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, গত ১৫ বছর খুনি সন্ত্রাসী শামীম ওসমান, সেলিম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদে পরিণত করা হয়েছিলো। তারা আবারও নারায়ণগঞ্জকে অশান্ত করতে চায়, আবারও সেই সন্ত্রাসের জনপদে পরিণত করতে চায়। কিন্তু নারায়ণগঞ্জের মানুষ এবার তা আর হতে দেবে না।
রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধ করতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ মিছিল শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত বলেন, নারায়ণগঞ্জবাসী শামীম ওসমানকে জেলে দেখতে চায়, সেলিম ওসমানকে জেলে দেখতে চায়, আইভীকে জেলে দেখতে চায়। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের জেলে দেখতে চায়। তাদের হাতে ছাত্র-জনতা হত্যার রক্ত।
দেশের নিরীহ ছাত্র জনতাকে হত্যা করে তারা রক্তে হাত রঞ্জিত করেছে। তাই তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তারপরে দেশের মানুষ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না।
তিনি আরও বলেন, আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও প্রতিটি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বলতে চাই, আমরা আপনাদের খুঁজছি। নারায়ণগঞ্জের মানুষ আপনাদের খুঁজছে। বাংলাদেশের মানুষ আপনাদের খুঁজছে।
আপনাদেরকে ধরে আমরা পুলিশের কাছে সোপর্দ করবো এবং ছাত্র-জনতা হত্যার বিচার কার্যকর করার ব্যবস্থা করবো। আপনারা যে অপরাধ করেছেন সে অপরাধের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সেটা নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা রাজপথে আপনাদের প্রতিহত করে যাবো।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ল ম ওসম ন শ ম ম ওসম ন ব এনপ ন র য়ণগঞ জ আওয় ম ল গ ম ওসম ন আপন দ র দল র স সদস য
এছাড়াও পড়ুন:
সত্য প্রকাশে আর ভয় নেই, সময় এসেছে সত্য প্রকাশের : জব্বার
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, প্রযুক্তিগত দক্ষ জনশক্তি দেশের জন্য বেশী প্রয়োজন। দক্ষ জাতি উন্নত শিখরে, যে জাতি যতবেশি প্রযুক্তিগত জ্ঞ্যানে উন্নীত সে জাতি তত বেশী টেকসই উন্নয়নশীল।
শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় এক মিলনায়তনে জামায়াতের মহানগরী প্রচার ও আইটি বিভাগের সদস্যদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার।
তিনি আরো বলেন, সংবাদ এই নয় যে আপনি যা পেলেন যাচাই বাছাই ছাড়া প্রতিযোগিতা মূলক ছেড়ে দিলেন। এই অসুস্থ মানসিকতা থেকে বের হয়ে জাতির কল্যাণে আমাদের কাজ করতে হবে। এখন আর সত্য প্রকাশে ভয় পাবার সময় নেই, সময় এসেছে সত্য প্রকাশের।
মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না মহানগরী কর্ম পরিষদের সদস্য মাওলানা শাহাবুদ্দিন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি এডভোকেট মাইনউদ্দিন মিয়া, এন ডি এফ মহানগরী সভাপতি ডা: আলী আশরাফ খান, মহানগরী প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি হাফেজ আবদুল মোমিন,আইটি বিভাগের সদস্য মুস্তফা মঈনুল হক তারেক সহ প্রচার ও আইটি বিভাগের নেতৃবৃন্দ।