আওয়ামী লীগ কোন কর্মসূচি পালন করতে পারবে না : সজল
Published: 2nd, February 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে কোনো কর্মসূচি পালন করতে দেয়া হবে না।
অবিলম্বে যেসকল অস্ত্র দিয়ে নারায়ণগঞ্জের নিরীহ ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে সেইসব অস্ত্র উদ্ধার করতে হবে এবং সেইসব সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে।
রবিবার ( ২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামীলীগ ঘোষিত ফেব্রুয়ারির কর্মসূচির প্রতিবাদে শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বক্তব্যেকালে তিনি একথা গুলো বলেন।
তিনি বলেন, বিগত সাড়ে ১৭টি বছর আমরা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা আমাদের অনেক ভাই বন্ধু কে হারিয়েছি। তাদের এই রক্তের বিনিময়ে কিন্তু আজকে এই ফ্যাসিবাদী শক্তি দেশ ছেড়ে পালিয়েছে। বলতে চাই এদেশে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে রাজপথে কোন কর্মসূচি করতে দেয়া হবে না। অবিলম্বে তাদের বিচার করতে হবে এবং তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।
সজল যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, যারা নতুন করে দেশকে অস্থিশীল করার চেষ্টা করছে মহানগর যুবদলের নেতাকর্মীরা আপনারা সবাই সজাগ থাকবেন। যারা নতুন করে নৈরাজ্য করার পাঁয়তারা করবে তাদেরকে ধরে পুলিশের হাতে দিয়ে দিবেন। কারণ তাদের বিরুদ্ধে ইতিমধ্যে শতশত হত্যা মামলা রয়েছে। আওয়ামী লীগের এই হত্যাকারীদের নারায়ণগঞ্জে কোন কর্মসূচি করার সুযোগ যুবদল দিবে না। যদি কোন প্রকার নৈরাজ্য করার চেষ্টা করে তাহলে তাদেরকে শক্ত হাতে দমন করবেন। যুবদলের নেতাকর্মীরা রাজপথে আছে এবং রাজপথেই থাকবে।
এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: য বদল ব এনপ ন র য়ণগঞ জ আওয় ম ল গ ন র য়ণগঞ জ ন ত কর ম ল ইসল ম য বদল র র রহম ন র জপথ আওয় ম র করত
এছাড়াও পড়ুন:
বন্দরে র্যাব পরিচয়ে প্রবাসীদের সর্বস্ব লুট, ডাকাত বশির গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে ভুয়া র্যাব পরিচয়ে প্রবাসীদের সর্বস্ব লুটের ঘটনায় কুখ্যাত ডাকাত মো. বশির আহমেদ (৫২) গ্রেপ্তার হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিএসসি’র কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন।
সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন জানান, গত ১৪ জানুয়ারি ভোরে কুমিল্লার বুড়িচং থানার আরাগ আনন্দপুর গ্রামের প্রবাসী আবু হানিফ (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার বিষ্ণুপুর গ্রামের প্রবাসী রাজিব ভূঁইয়া (৩৫) দুবাই থেকে দেশে ফেরেন।
ডলার ভাঙানোর পর দুপুরে এশিয়া লাইন বাসে করে কুমিল্লার উদ্দেশে রওনা হলে বন্দর থানাধীন কেওডালা এলাকায় একটি সাদা রঙের হাইয়েস গাড়ি বাসের গতিরোধ করে।
র্যাবের কটি পরিহিত ৩/৪ জন ব্যক্তি বাসে উঠে নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে প্রবাসীদের বিরুদ্ধে মামলা থাকার কথা জানায়। এরপর জোরপূর্বক তাদের হাত-পা ও চোখ বেঁধে হাইয়েস গাড়িতে তুলে মারধর করে এবং নগদ ২১, লাখ ৩৫ হাজার টাকা, ব্রিটিশ ও অস্ট্রেলিয়ান পাউন্ড, মোবাইল ফোন, পাসপোর্টসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে র্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে বাগেরহাট জেলার মোংলা থানাধীন মোংলা গ্রাম থেকে কুখ্যাত ডাকাত মো. বশির আহমেদকে র্যাব-১১ ও র্যাব-৬ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।
র্যাবরে এই কর্মকর্তা আরও জানান, বশির আহমেদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় ভুয়া র্যাব পরিচয়ে দস্যুতার মামলা, ঢাকার কেরানীগঞ্জ মডেল থানায় ডাকাতির দুটি মামলা, ডিএমপির শাহজাহানপুর থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির মামলা, ঝালকাঠি সদর থানায় ডাকাতির মামলা এবং দাউদকান্দি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।
গ্রেপ্তার ডাকাত বশির আহমেদকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।