আওয়ামীলীগ ঘোষিত ফেব্রুয়ারির কর্মসূচির প্রতিবাদে শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে শহরের নিতাইগঞ্জ নগরভবনের সামনে থেকে শুরু করে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে নিতাইগঞ্জ মোড় হয়ে পাইকপাড়া, জল্লারপাড়া দিয়ে দেওভোগ পাক্কারোড় হয়ে দুই নং রেলগেট দিয়ে বিবি রোড় হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। 

এসময়ে বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি প্রতিবাদে নানা ধরনের শ্লোগান দেয় মহানগর বিএনপির নেতাকর্মীরা। 

মিছিলপূর্ব বক্তারা বলেন, দেশবিরোধী খুনি শেখ হাসিনার সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ মহানগর ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সজাগ ও সতর্ক রয়েছে । খুনি শেখ হাসিনার ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা কোথাও কেউ করলে সাধারণ মানুষ প্রতিহত করবে।

আর তাদের সঙ্গে বিএনপির সর্বস্তরের নেতা–কর্মীরাও থাকবেন। অর্জিত বিজয় যাতে কোনো ষড়যন্ত্রকারী নসাৎ করতে না পারেন, সে জন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।আর আওয়ামী লীগের যেকোন কর্মসূচি বা ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা দেয় তারা।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.

সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন,মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনি, মহানগর কৃষক দলের সভানেত্রী খন্দকার এনায়েত হক স্বপন, বিএনপি নেতা আক্তার হোসেন, আবুল হোসেন রিপন, শেখ সেলিম, নাজমুল হক, চঞ্চল মাহমুদ, ইকবাল হোসেন, শাহাদুল্লাহ মুকুল, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, সাধারণ সম্পাদক মহসিন মিয়া, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, সাধারণ সম্পাদক শাহেন শাহ্ মিঠু, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মামুনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র জন ত ব এনপ ন র য়ণগঞ জ আওয় ম ল গ র ন ত কর ম র ষড়যন ত র দল র স

এছাড়াও পড়ুন:

মামুন মাহমুদকে জেলা বিএনপির আহ্বায়ক ঘোষণা করায় ১নং ওয়ার্ডে আনন্দ মিছিল  

অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মনোনীত হওয়ায় সিদ্ধিরগঞ্জ থানার ১ নম্বর ওয়ার্ডের সিআই খোলা এলাকায় থানা স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান হাবিবের আয়োজনে ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আক্তার হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়।

মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জের সিআই খোলা থেকে আনন্দ মিছিল বের হয়ে পাইনাদি, সিদ্ধিরগঞ্জ পুল হয়ে বউ বাজারে এসে শেষ হয়। এসময় নেতৃবৃন্দ ও সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

থানা স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান হাবিবের আয়োজনে ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আক্তার হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ জনি ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল নেতা ইব্রাহিম খলিল, নুরুল ইসলাম খান, ১নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা তাইজুল ইসলাম, মোঃ আনিছ দেওয়ান, আবু কালাম, ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা কাউসার আহমেদ রিপনসহ নেতা কর্মী ও সমর্থক।
 

সম্পর্কিত নিবন্ধ

  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা (তালিকা)
  • শেখ হাসিনার সকল ষড়যন্ত্র রুখে দিতে রাজপথে আছি : টিপু
  • সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কর্তন করল স্ত্রী
  • বসুন্ধরা শুভসংঘ’র নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন 
  • সোনারগাঁয়ে মেঘনায় কারা চাঁদাবাজি করে আমরা জানি : ইমতিয়াজ বকুল
  • কেন্দ্রীয় যুবদলের সভাপতি-সেক্রেটারির সঙ্গে মহানগর যুবদলের সাক্ষাৎ
  • মামুন মাহমুদকে জেলা বিএনপির আহ্বায়ক ঘোষণা করায় ১নং ওয়ার্ডে আনন্দ মিছিল  
  • রিমান্ড শেষে কারাগারে সাবেক রেলমন্ত্রী সুজন
  • সংস্কার যত দীর্ঘায়িত হবে দেশ তত সংকটে পড়বে: তারেক রহমান